দুই ক্যাপ্টেনের ব্যক্তিগত দ্বৈরথে কায়রন পোলার্ডকে টেক্কা জেমস ভিনসের। ক্যারিবিয়ান তারকার অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি সত্ত্বেও আইএল টি-২০'রꦓ দ্বিতীয় কোয়ালিফায়ারে হার এমআই এমিরেটসের। এমআইকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়ে উদ্বোধনী ইন্টারন্যাশনাল লিগ টি-২০'র ফাইনালে উঠল গালফ জায়ান্টস।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে এমিরেটসকে শুরুতে ব্যাট করতে পাঠায় জায়ান্টস। এমআই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৬৭ রান তোলে। পোলার্ড ৩টি চার ও ৪টি ছক্কার ℱসাহায্যে ৩৫ বলে ৫৭ রানের মারকাটারি ইনিংস খেলে অপরাজিত থাকেন।
এছাড়া মহম্মদ ওয়াসিম ২৬ বলে ৩১ রান করেন। তিনি ৩টি ছক্কা মারেন। ১৭ বলে ২১ রান করেন লরকান টাকার। তিনি ৪টি চার মারেন। ২৫ বলে ২৯ রান করেন নিকোলাস পুরান। তিনি ৩টি ছক্কা হাঁকান। আন্দ্রে ফ্লেচার ৪, ড্যജান মাউসলি ৭ ও ডোয়েন ব্র্যাভো ২ রানের সংক্ষিপ্ত যোগদান রাখেন।
গালফ জায়ান্টসের ডেভিড ওয়াইজ ও🅺 ক্রিস জর্ডন ২টি করে উইকেট দখল করেন। ১টি উইকেট দখল করেন কার্লোস ব্রাথওয়েট। উইকেট পাননি কলিন ডি'গ্রꦑ্যান্ডহোম।
জবাবে ব্যাট করতে নেমে গালফ জায়ান্টস ১৮.১ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৮ রান তুলে ম্যাচ জিতে যায়। ক্যাপ্টেন জেমস ওপেন করতে নেমে ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন। ৫৬ বলের ধ🥃ুমধাড়াক্কা ইনিংসে তিনি ১০টি চার ও ১টি ছক্কা মারেন।
এছাড়া ক্রিস লিন ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৪ বলে ২৪ রান করেন। ৫ বলে ১০ রান করেন গ্র্যান্ডহোম। তিনি ১টি ছক্কাꩲ মারেন। ১৪ বলে ১২ রান করেন এরাসমাস। ১০ বলে ১৫ রান করেন ডেভিড ওয়াইজ। তিনি ১টি চার🅘 ও ১টি ছক্কা মারেন। ৯ বলে ১৩ রান করেন কার্লোস। তিনিও ১টি চার ও ১টি ছক্কা মারেন। খাতা খুলতে পারেননি শিমরন হেতমায়ের।
আর♌ও পড়ুন:- সোয়্যাগ দেখুন ফিল্ডারের, সহজ ক্যাচ বলে 🅺দু'হাতে ধরলেন না, এক হাতেই বাজিমাত- ভিডিয়ো
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।