কারও পৌষমাস, কারও সর্বনাশ। উদ্বোধনী আইএল টি-২০'র আসরে যথার্থ প্রমাণিত হল প্রচলি🅠ত প্রবাদ বাক্যটি। শারজা ওয়ারিয়র্সের হারে প্লে-অফের টিকিট হাতে পেল দুবাই ক্যাপিটালস। শারজা জিতলে টুর্মামেন্ট থেকে বিদায় কার্যত নিশ্চিত ছিল ইউসুফ ꦬপাঠানদের।
গালফ জায়ান্টস বনাম শারজা ওয়ারিয়র্স ম্যাচের ফলাফল:-টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে শারজা ওয়ারিয়র্স ১৮.৩ ওভারে ১০৭ রানে অল-আউট হয়ে যায়। টম কোহলার ক্যাডমোর ৩২, মহম্মদ নবি ২১, মার্কাস স্টইনিস ১৭ ও নূর আহমেদ ১০ রান করেন। ডেভিড ওয়া🎐ইজ ২০ রানে ৫ উইকেট দখল করেন।
পালটা ব্যাট করতে নেমে ১৬.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১০৮ রান তুলে ম্যাচ জিতে যায় গালফ জায়ান্টস। কলিন ডি'গ🐠্র্𒐪যান্ডহোম ৩৫, জেমস ভিন্স ২৭ ও টম ব্যান্টন ১১ রান করেন। জুনাইদ সিদ্দিকি ২৭ রানে ২টি উইকেট নেন। ম্যাচের সেরা হন ওয়াইজ।
লিগ চ্যাম্পিয়ন হয়ে প্লে-অফে গালফ জায়ান্টস:-শারজার বিরুদ্ধে জয়ের সুবাদে ১০ ম্য়াচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের এক ন🥀ম্বরে উঠে আসে গালফ জায়ান্টস। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে যায় ডেজার্ট ভাইপার্স। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকে এমআই এমিরেটস। ১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে থাকে দুবাই ক্যাপিটালস।
আইএল টি-২০'র চূড়ান্ত পয়েন্ট টেবিল:-
প্লে-অফের সূচি:-প্রথম কোয়ালিফায়ার: ডেজার্ꦚট𝄹 ভাইপার্স বনাম গালফ জায়ান্টস (৮ ফেব্রুয়ারি)
এলিমিনেটর: দুবাইಞ ক্যাপিটাল💛স বনাম এমআই এমিরেটস (৯ ফেব্রুয়ারি)
দ্বিতীয় কোয়ালিফায়ার: প্রথম 🐬কোয়ালিফায়ারের পরাজিত দল বনাম এলিমিনেটরের জয়ী দল (১০ ফেব্রুয়ারি)।
ফাইনাল: প্রথম কোয়ালিফায়ারের ♏জয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দলܫ (১২ ফেব্রুয়ারি)।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।