আগামী ডিসেম্বরে সীমিত ওভারের সিরিজ খেলতে ভারত সফরে আসছে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল, সেটা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল দু'দেশের ক্রিকেট বোর্ডের তরফে। এবার পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল বিসিসিআই। জানিয়💧ে দেওয়া হল, কবে কোথায় খেলা হবে ম্যাচগুলি।
পাঁচটি ম্যাচ খেলা হবে মুম্বইয়ের ২টি স্টেডিয়ামে। প্রথম ২টি ম্যাচ আয়োজিত হবে ডিওয়াই পাতিল🏅 স্টেডিয়ামে। শেষ ৩টি ম্যাচ আয়োজন করবে সিসিআই। সিরিজ শুরু হবে ৯ ডিসেম্বর। দ্বিতীয় ম্যাচ খেলা হবে ১১ ডিসেম্বর। শেষ ৩টি ম্যাচ আয়োজিত হবে যথাক্রমে ১৪, ১৭ ও ২০ ডিসেম্বর তারিখে। সুতরাং, ১২ দিনে খেলা হবে ৫টি ম্যাচ।
অস্ট্রেলিয়া দল ভারত সফরে উড়ে আসবে বিগ ♎ব্যাশ লিগের পরেই। অন্যদিকে ভারতীয় ক্রিকেটাররাও ঘরোয়া টুর্নামেন্টের পরে হাই-ভোল্টেজ আন্তর্জাতিক সিরিজ🗹 খেলতে নামবেন। সেদিক থেকে উভয় দলই পুরোপুরি প্রস্তুত হয়ে লড়াইয়ের ময়দানে নামবে। সেকারণেই ব্যাট-বলের উত্তেজক লড়াই দেখা যাবে নিশ্চিত।
২০২৩ সালের শুরুর দিকেই দক্ষিণ আফ্রিকায় বসবে মেয়েদের টি-২০ বিশ্বকাপের আসর। সুতরাং, দু'💃দলের বিশ্বকাপের যথাযথ প্🍎রস্তুতি শুরু হবে এই সিরিজ থেকেই। নিজেদের শক্তি-দুর্বলতা যাচাই করার এটাই সেরা মঞ্চ হিসেবে বিবেচিত হতে পারে হরমনপ্রীতদের কাছে।
ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের সূচি:-৯ ডিসেম্বর (শুক্রবার): প্রথম টি-২০ (ডিওয়াই পাতিল স্টেডিয়াম)১১ ডিসেম্বর (রবিবার): দ্বিতীয় টি-২০ (ডিওয়াই পাতিল স্টেডিয়াম)১৪ ডিসেম্বর (বুধবার): তৃতীয় টি-২০ (সিসিআই)১৭ ডিসেম্বর (শনিবার): চতুর্থ টি-২০ (সিসিআই)২০ ডিসেম্বর (মঙ্গলবার): পঞ্চম টি-২০ (সিসিআই)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।