শুভব্রত মুখার্জি: যে কোনও বোলারের কাছেই টেস্টের আঙিনায় পারফরম্যান্স করাটা খুব গুরুত্বপূর্ণ। কিপ্টে বোলিং, ব্যাটারদের নাকানি-চোবানি খাওয়ানো থেকে অবশ্যই উইকেট নেওয়া যে কোনও বোলারের কাছে গুরুত্বপূর্ণ। দিল্লি টেস্টে অজিদের হয়ে অভিষেক হয়েছিল বাঁহাতি স্পিনার ম্যাথিউ কুনম্যানের। আর ই🎃ন্দোরের তৃতীয় টেস্টে এসেই তিনি কেরিয়ারে প্রথমবার এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন। আর এই কৃতিত্ব গড়ার পরে স্বাভাবিকভাবেই এই মুহূর্তকে 'অত্যন্ত স্পেশাল অনুভূতি' বলেই আখ্যা দিয়েছেন ম্যাথিউ কুনম্যান।
ইন্দোর টেস্টে ভারতের প্রথম ইনিংসে দিনের প্রথম সেশনেই স্পিন ভেল্কিতে ভারতীয় ব্যাটারদের বারবার সমস্যায় ফেলেছেন। এদিন তিনি মাত্র ১৬ রান দিয়ে নিয়েছেন পাঁচটি উইꦫকেট। যার মধ্যে রয়েছে দুই ওপেনার রোহিꦗত শর্মা এবং শুভমন গিলের উইকেট।
কুনম্যান𒆙ের স্পিন ভেল্কির জালে পড়ে এদিন ভারত অল আউট হয়ে যায় ম🌄াত্র ১০৯ রানে। দিনের শেষে ছয় উইকেট হাতে নিয়ে ৪৭ রানে এগিয়ে রয়েছে অজিরা। প্রথম দিনের খেলা শেষে ম্যাথিউ কুনম্যান জানিয়েছেন ' এটা অসাধারণ (মুহূর্ত)। ২২ গজে দলের হয়ে পারফরম্যান্স করতে পারাটা সবসময় আনন্দের। '
তিনি আরও যোগ করেন ' আমি মনে করি সবমিলিয়ে আজকের দিনটা আমাদের কাছে খুব ভালো গেছে। বোলাররা আজ দারুণ পারফরম্যান্স করেছে। পাশাপাশি ব্যাটাররা ও নিজেদের খেলাটাকে পরের ধাপে নিয়ে যেতে পেরেছে। তবে এখনও খেলার অনেকটাই বাকি রয়েছে। কালকের দিনটা আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ। আজকে ২২ গজে বল খুব বেশি স্পিন করেছে। আমরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করেছি যে আমরা সবাই একটা নির্দিষ্ট লাইন এবং লেন্থে বল করতে চাই। নাথান লিয়ন আজকে দারুন বোলিং করেছে। আমাকে বলেছিল বেশি ভেবো না। উপভোগ করো। এই কৃতিত্ব বারবার হবে না। প্রতিদিন 🌳এত এত উইকেটও পাবে না। সুতরাং উপভোগ করো। আমার কাছে এই মুহূর্তটা খুব স্পেশাল ছিল।'
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।