আমদাবাদে ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ তথা শেষ টেস্টের চতুর্থ দিনে বিরাট কোহলির পুরনো ছন্দে দুরন্ত সেঞ্চুর🃏ি হাঁকান। এবং সাতে ব্যাট করতে নেমে অক্ষর প্যাটেল একটি বিস্ফোরক হাফসেঞ্চুরি করেন। সেই সঙ্গে দুই তারকা মিলে ভারতকে সাড়ে ৫০০ পার করিয়ে দেন। শীর্ষ ছয় ভারতীয় ব্যাটিং জুটি কমপক্ষে পঞ্চাশ রানের পার্টনারশিপ করেছে, যা বর্ডার-গাভাসকর ট্রফির সিরিজ নির্ধারক ম্যাচের শেষ দিনেও বুঝিয়ে দিয়েছে, আমদাবাদে পুরোটাই ব্যাটিং পিচ। রবীন্দ্র জাদেজা এবং কেএস ভরতের সঙ্গে কোহলি জুটিতে পঞ্চাশ রানের পার্টনারশির করার পর, তিনি তাঁর ২৮তম টেস্ট সেঞ্চুরি করেন এবং ষষ্ঠ উইকেটে অক্ষর প্যাটেলের সঙ্গে ১৬২ রানের পার্টনারশিপ গড়েন। যা ভারতকে ১০০ রানের কাছাকাছি লিড পেতে সাহায্য করে।
আর꧋ও পড়ুন: আমি মনে করি, তুমি ১৫,০০০ রানও করতে পারো- সচিনের নজির ভাঙবেন শুভমন, আশা♐য় গাভাসকর
কোহলি এবং অক্ষর দু'জনে মিলেই অস্ট্রেলিয়ান বোলিংকে ছিন্নভিন্ন করতে থাকেন। বিশেষ করে অক্ষর প্যাটেল তাঁর হাফসেঞ্চুরি পূূরণ করার পরে তাণ্ডব চালিয়েছিলেন। তিনি ১০ বলের ব্যবধানে তিনটি ছক্কা এবং একটি চার মারেন। আর আমদাবাদের দর্শকরা তাঁদের ঘরের ছেলের এই তাণ্ডবটা বেশ꧟ উপভোগ করেন। ৫০ করার পর অক্ষর যে তাণ্ডব শুরু করেছিলেন, তার প্রথম শটটিই ছিল ছক্কা। ম্যাথিউ কুনম্যানকে তিনি লম্বা ছক্কা হাঁকান। বাঁ-হাতি ব্যাটাররা সব সময়ে বাঁ-হাতি স্পিনারদের মুখোমুখি হতে পছন্দ করেন। কারণ শট খেলা তাদের জন্য সহজ হয়ে যায়। আর অক্ষর সেই সুযোগই কাজে লাগিয়েছেন। তিনি ১৬৮.৩ ওভারে কুনম্যানের বলটি সুইপ করেন। কিছুটা বেন্ড হয়ে ৮০-মিটার লম্বা ছক্কা হাঁকান।
আরও পড়ুন: এটা কেমন শট? জাড্ডুর উ♛ইকেট ছুড়ে দেওয়া নিয়ে রেগে 🍌লাল গাভাসকর- ভিডিয়ো
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।