ঘরের মাঠে খেলা বলেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা। যদিও টিম ইন্ডিয়াকে আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে বড় তিনটি সমস্যার মধ্যে পড়তে হতে পারে। দেখে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে পরিস্থি✤তি প্রতিকূল হয়ে দাঁড়াতে পারে রোহিতদের সামনে।
একাধিক সিনিয়র তারকার ফর্ম নিয়ে ধোঁয়াশা: দীর্ঘদিন পরে চোট সারিয়ে জাতীয় দཧলের হয়ে মাঠে ফিরছেন রবীন্দ্র জাদেজা। একটি রঞ্জি ম্যাচ খেলে নিজের ফর্ম ও ফিটনেসের প্রমাণ দিলেও তামিলনাড়ু বিরুদ্ধে ꧙মাঠে নামা আর অস্ট্রলিয়ার বিরুদ্ধে মাঠে নামা একই বিষয় নয়। তাই জাদেজাকে পরিচিত ছন্দে দেখতে পাওয়া নিয়ে সংশয় থেকেই যায়।
লোকেশ রাহুলের ফর্ম নিয়েও টিম ম্যানেজমেন্টের নিশ্চিন্ত🐻 হওয়ার উপায় নেই। চেনা ছন্দে নেই বলেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লোকেশের খেলায় জড়তা চ෴োখে পড়তে পারে।
আরও পড়ুন:- SA20: পয়েন্টে উড়ন্ত ক্যাচ ধরে জন্টি-পন্টিংদের স্মৃতি 🉐ফেরালেন নিশাম- ভিডিয়ো
মিডল অর্ডারে যথাযোগ্য ব্যাটসম্যান নির্বাচন: শ্রেয়স আইয়ারের চোট রয়েছে। বিসিসিআইয়ের তরফে প্রথম ২টি টেস্টে তাঁর মাঠে নামার সম্ভাবনা নিয়ে সরকারিভাবে কোনও আপডেট দেওয়া হয়নি। তবে শ্রেয়স যদি মাঠে নামতে না পারেন, তবে মিডল অর্ডারে শুভমন গিল অথবা সূর্যকুমার যাদবের মধ্যে কোনও একজনকে দায়িত্ব সামলাতে হবে। গিল তুখোড় ফর্মে রꦦয়েছেন। তবে তিনি মিডল অর্ডারে পরীক্ষিত নন। অন্যদিকে সূর্যকুমার যাদব দীর্ঘতম ফর্ম্যাটে একেবারেই আনকোরা।
এক্ষ🥃েত্রে বিকল্প হিসেবে লোকেশ রাহুলকে ওপেন থেকে মিডল অর্ডারে তুলে আনতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্টে। তাহলে রোহিতের সঙ্গে ওপেন করতে হবে গিলকে। ফর্মে না থাকা লোকেশ রাহুলকে তখন মাঝের দিকে ব্যাট কꦕরার চাপ সামলাতে হবে। রাহুল যে টপ অর্ডারে ব্যাট করতে পছন্দ করেন, সেটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না।
আরও পড়💖ুন:- ‘পাকিস্তানে খেলতে না এলে না আসবে, জাহান্নমে যাক ভারত’, বিষ উগরে দিলেন মিয়াঁদাদ
নির্ভরযোগ্য উইকেটকিপারের অভাব: এমনটা নয় যে, উইকেটকিপার হিসেবে কেএস ভরত ও ইশান কিষাণ নিতান্ত আ🎶নকোরা। বরং ইশান আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত করেছেন। তবে লাল বলের ক্রিকেটে তিনি তেমন একটা পরীক্ষিত নন। কেএস ভরত ঋষভ পন্তের অভাব পূরণ করতে পারবেন বলে বাজি ধরার লোক নিতান্ত কম। ভরত বেশ কিছুদিন ধরে ভারতের টেস্ট দলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। সম্ভবত প্রথম পছন্দের কিপার হিসেবে তিনিই সুযোগ পেতে প♍ারেন অজি সিরিজে। তবে তাঁর অনভিজ্ঞতাও চাপে রাখবে টিম ইন্ডিয়াকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।