বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ইতিহাসে চিরকালের মতো নাম খোদাই করে নিলেন ট্রেভিস হেড। ভারতীয় বোলারদের ছাতু করে প্রথম খেলোয়াড় হিসেবে 'টেস্টের বিশ্বকাপে' শতরান হাঁকালেন অস্ট্রেলিয়ার তারকা। যে সেঞ্চুরির সঙ্♎গে একদিনের ক্রিকেট বিশ্বকাপের প্রথম শতরানেরও অভাবনীয় মিল আছে। একদিনের ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি এসেছিল ১৯৭৫ সালে। সেই শতরান হাঁকিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড। দু'জনেই বাঁ-হাতি ব্যাটার। পাঁচ নম্বরে নামা ব্যাটারের ব্যাট থেকেই সেই দুটি শতরান এসেছিল।
বুধবার ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেমে ভারতীয় বোলারদে⛄র বেধড়ক মারতে থাকেন। একেবারে একদিনের ক্রিকেটের মতো খেলতে থাকেন। মাত্র ৬০ বলে অর্ধশতরান পূরণ করেন। তারপর রানের গতি আরও বাড়ান। মাত্র ৪৬ বলে পরের ৪৮ রান পূর্ণ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম শতরান হাঁকান হেড (বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণের ফাইনাল হচ্ছে আজ)। যা সার্বিকভাবে টেস্টে তাঁর ষষ্ঠ শতরান। আ🔴র ভারতের বিরুদ্ধে সেটি প্রথম শতরান অজি তারকার।
আরও পড়ুন: IND vs AUS WTC Final 2023 Liꦜve Updates: জমাট জুটিতে ভারতকে ব্যা🎃টফুটে ঠেলছেন স্মিথ-হেড
শুধু তাই নয়, বুধবার স্টিভ স্মিথের সঙ্গে আরও একাধিক নজির গড়েন হেড। প্রথম জুটি হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাই🌳নালে শতরান পূরণ করেন (এতদিন সর্বোচ্চ ছিল অপরাজিত ৯৬ রান, যে জুটি গড়েছিলেন নিউজিল্যান্ডের রস টেলর এবং কেন উইলিয়ামসন)। সেখানেই থামেননি হেড এবং স্মিথ। প্রথম জুটি হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ্বিশতরান যোগ করেছেন তাঁরা। আপাতত তাঁরা অস্ট্রেলিয়াকে ৩০০ রানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলাღয়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।