জয়ের জন্য বিশাল লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। ফের ব্যর্থ হন শুভমন গিল। ১৯ বলে ১৮ করে সাজঘরে ফিরতে হয় শুভমনকে।♊ কিন্তু প্রশ্ন হল গিল কি আদৌ আউট ছিল🧔েন?
৭.১ ওভারে স্কট বোল্যান্ডের বল গিলের ব্যাটের কানায় লেগে স্লিপে ক্যাচ ওঠে। সেখানে অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে ক্যাচও ধরেন ক্যামেরন গ্রিন। ফিল্ড আম্পায়াররা ক্যাচের বৈধতা নিয়ে নিশ্চিত ছিলেন না। তাই তাঁরা তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত জানতে চান। থার্ড🍌 আম্পায়ার রিচার্ড কেটেলবরো টেলিভিশন রিপ্লে দেখে গিলকে আউট ঘোষণা করেন। অথচ সাধারণ ক্রিকেটপ্রেমী থেকে বিশেষজ্ঞ- সকলেরই ধারণা, গ্রিন পরিষ্কার ক্যাচ ধরেননি।
টেলিভিশন রিপ্লে দেখে স্পষ্ট মনে হয়েছে যে, বল মাটি ছুঁয়েছিল। অথচ তৃতীয় আম্পায়ার জুম করে বল 🍌মাটি ছুঁয়েছে কিনা, তা যাচাই করার প্রয়োজনও বোধ করেননি। ফলে বিতর্কিত সিদ্ধান্তে আউট হয়ে সাজঘরে ফিরতে হয় শুভমন গিলকে।
তবে শুভমন কিন্তু ভালো ছন♚্দে ছিলেন। শুরুটা আত্মবিশ্বাসের সঙ্গেই করেছিলেন। ২টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ১৮ রান করে ফেলেছিলেন তিনি। মারেন ২টি চার। কিন্তু বিতর্কিত আউটের কারণে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ৪১ রানের মাথায় প্রথম উইকেট হারায়।
আরও পড়ুন: রাহানে-শার্দুল ဣꦕজুটি টপ অর্ডারকে বড় বার্তা দিয়েছে- রোহিত, কোহলিকে চিমটি সৌরভের
শুভমন গিল নিজে এই ক্যাচ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি এই ক্যাচের একটি ছবি শেয়ার করেছেন। সেখানে ক্যাপশনে আতস কাঁচ✤ আর মাথা চাপড়ানোর ইমোজি দিয়েছেন। বোঝাই যাচ্ছে, এই আউট নিয়ে শুভমন কতটা বিরক্ত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।