ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের প্☂রথম ইনিংসে ইংল্যান্ড ব্যাটসম্যানদের একেবারে বেহাল দশা। জো রুট একা ৬৪ রান করেছেন। বাকি ক্রিকেটাররা কেউই ৩০ রানের গণ্ডিই টপকাতে পারেননি। ১৮৩ রানে ইংল্যান্ড অল আউജট হয়ে গিয়েছে। তবে ইংল্যান্ড ব্যাটিং অর্ডারের এই করুণ পরিস্থিতির মধ্যেও কিন্তু ইতিহাস গড়ে ফেলেছেন জো রুট। বুধবার ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ রানের মালিক হলেন জো রুট।
৩০ বছরের অধিনায়ক এ দিন অ্যালেস্টার কুককে টপকে গেলেন। ৩৮৭টি ইনিংসে অ্যালেস্টার কুকের রান ছিল ১৫,৭৩৭। এ দিন আর ২২ রান করলেই কুককে টপকেꦐ যেতেন জো রুট। ৩🎀৩ ওভারে মহম্মদ সিরাজের শেষ বলে খুব সুন্দর একটি কভার ড্রাইভ মেরে অ্যালেস্টার কুককে টপকে যান রুট। এ দিন তিনি মোট ৬৪ রান করেছেন।
রুট ৩৬৬টি ইনিংস খেলে ১৫,৭৩৯ রান করেছেন। এই রানের সংখ্যাটা আরও বাড়বে। কারণ এখনও আরও কিছু বছর জো রুট খেলবেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন কেভিন পিটারসেন। তিনি ৩৪০ ইনিংস খেলে মোট ১৩,৭৭🔴৯ রান করেছেন। ইয়ান বেল এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। তিনি ৩৭০ ইনিংসে ১৩,৩৩১ রান করেছেন। এবং গ্রাহাম গুচ ৩৩৯ ইনিংসে ১৩,১৯০ রান করেছেন।
তবে গোটা বিশ্বের মধ্যে রান সংগ্রহকারীদের তালিকায় রুট ২৯ নম্বর স্থ🅘ানে রয়েছে। এই তালিকায় একে রয়েছেন সচিন তেন্ডুলকর। তাঁর রান ৩৪,৩৫৭। তিনটি ফর্ম্যাট মিলিয়ে জো রুট ৩💧৬টি শতরান করেছেন। তাঁর গড় ৪৮.৬৫।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।