অবশেষ🌞ে জাতীয় দলের দরজা খুলে গেল সূর্যকুমার যাদবের সামনে। ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে ধারাবাহিক পারফর্ম্যান্স করা সত্ত্বেও দীর্ঘদিন টিম ইন্ডিয়ায় উপেক্ষিত ছিলেন মুম্বইয়ের তরুণ ব্যাটসম্যান। শেষমেশ ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলে জায়গা♈ পেলেন সূর্যকুমার।
মূলত আইপিএলের পারফরর্ম্যান্স দিয়েই জাতীয় দলে ঢুকে পড়লেন রাজস্থান রয়্যালসের রাহুল তেওয়াটিয়া। বিজয় হাজারে ট্রফিতে ১১টি ছক্কা ও ১৯টি চারের সাহায্যে ১৭৩ রানের চোখ ধাঁধানো ওইনিংস খেলার দিনে ইশান কিষানও সুখবর পেলেন। তাঁকেও জায়গা করে দেওয়া হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত🅰ের টি-২০ স্কোয়াডে।
আইপিএল ২০২০-তে দুরন্ত পারফর্ম্যান্সের সুবাদে অস্ট্রেলিয়া সফরের টি-২০ সিরিজে জায়গা পেয়েছিলেন কেকেআরের বরুণ চক্রবর্তী। তবে চ♐োটের জন্য বাদ পড়তে হয় তাঁকে। এবার চোট সারিয়ে ওঠায় দলে ফেরানো হয় বরুণকে। টেস্ট ক্রিকেটের ফর্ম দিয়ে টি-২০ দলে ফিরলেন ঋষভ পন্ত।
ভারতের টি-২০ স্কোয়াড: বিরাট কোহলি (ক্যাপ্টেন), রোহিত শর্মা (ভাইস ক্যাপ্টেন), লোকেশ 🐓রাহুল, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্ত (উইকেটকিপার), ইশান কিষান (উইকেটকিপার), যুজবেন্দ্র চাহাল, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন ♔সুন্দর, অক্ষর প্যাটেল, রাহুল তেওয়াটিয়া, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, নভদীপ সাইনি ও শার্দুল ঠাকুর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।