ভারত অধিনায়ক রো🃏হিত শর্মা এবং বিরাট কোহলি শুধু ভারতীয় ক্রিকেটেরই নয়, বিশ্ব ক্রিকেটে তাঁরা সুপারস্টার। তবে কে কতটা ভালো, এই চুলচেরা বিশ্লেষণ করা বেশ কঠিন কাজ। কোহলি এবং রোহিতের আলাদা ফ্যানবেꦓস রয়েছে। প্রায় সময়েই দু'টি ফ্যান ক্লাব একে অপরের সঙ্গে লড়াইও করে থাকে। তবে যখনই দুই ক্রিকেটারের কেউ একজন ভালো পারফর্ম করেব, তখন পুরো ভারত তার সেলিব্রেশন করে।
আরও পড়ুন:𝓀 ঝোড়ো অর্ধশতরান করে নয়া রেকর্ড রোহিতের, পিছনে ফেললেন কোহলি-দ্রাবিড়কে
রোহিত এবং কোহলির মধ্যে কিন্তু বিতর্কেরও শেষ নেই। অবশ্যই কোহলি হলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা। এবং বছরের পর বছর ধরে তাঁর ধারাবাহিকতার গ্রাফ যা, তা অন্য কোনও ব্যাটারের নেই। তবে রোহিতও কিন্তু নিজের একটি বড় জায়গা করে ন💎িয়েছেনষ তাঁর নামের পাশে ব্যাটিং রেকর্ডও বেশ ঝকঝক করছে। এমন কী রোহিতের টি-টোয়েন্টিতে সেঞ্চুরি এবং ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি-র যে রেকর্ড রয়েছে, সেটা কিন্তু কোহলির নেই।
আরও পড়ুন: ‘সচিন-💎রাহুল-আমিও এমন খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি’, ꧟কোহলির পাশে দাঁড়ালেন সৌরভ
তবে পাকিস্তানের প্রাক্তন তারকা ওপেন🌱ার ইমাম-উল-হক কিছুটা অবাক দাবি করেছেন, রোহিত শর্মার প্রতিভা রয়েছে। কোহলির সেটা নেই। ভারত অধিনায়ক সেকেন্ডে ম্যাচের ꦡরং বদলাতে পারেন। কোহলি সেটা পারেন না।
সামা নিউজে (SAMAA News) ইমাম-উল-হক বলেছেন, ‘আমার মনে হয়, রোহিত শর্মার প্রতিভা আছে, বিরাট কোহলির তা নেই। আমি ওদের দু'জনকেই খেলতে দেখেছি। কিন্তু রোহিত যে ভাবে খেলছে, তাতে মনে হচ্ছে ও রিপ্লেতে ব্যাটিং করছে। ওর কাছে প্রচুর সময় আছে। প্🌃রথম বার আমি সত্যিটা বুঝতে পারলাম, টাইমিংয়ের অর্থ। কারণ আমি বেশির ভাগ সময় পয়েন্টে ফিল্ডিং করি এবং আমি সেটা বুঝতে পারি। বিরাট কোহলি এবং রোহিত শর্মা- দু'জনেই আমার সামনে ব্যাট করেছে। কিন্তু রোহিতকে ঈশ্বর অনেক সময় উপহার দিয়েছেন। তিনি এমন একজন খেলোয়াড🦋়, যিনি সেকেন্ড খেলা পরিবর্তন করতে পারেন। যখন ও সেট হয়ে যায়, তখন ও ইচ্ছেমত মারতে থাকে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।