রবিবার ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ ওয়ানডেতেও ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। ২২ বলে মাত্র ১৭ করেছেন তিনি। কিছুতেই ব্যর্থতা কাটিয়ে রানের পথে ফিরতে পারছেন না কোহলি। আর তাঁর এই হতাশাজনক পারফরম্যান্সের হাত ধরেই একের পর এক ⭕লজ্জার নজির গড়ে চলেছেন কোহলি নিজেই।
কোহলির এ দিনের ১৭ রা🐻নে ছিল তিনটি চার। শুরুটা খারাপ করেননি। তবে তিনি কিছুতেই বড় রানের লক্ষ্যে পৌঁছতে পারছেন না। এ দিন রিস টপলির বলে আউট হয়ে সাজঘরে ফিরতে 🙈হয় তাঁকে।
আরও পড়ুন: 'ছয় বলে ছ'টা ছক্কা খেলেও পরোয়া নেই যদি উইকেট আসে', স্পষ্টবাক সিরিজ সেরা 𝓡হার্দিক
সেই সঙ্গে কোহলি এই সিরিজের তিন ম্যাচে করেছেন মাত্র ৩৩ রান। যা তাঁর কোনও ওডিআই সিরিজে চতুর্থ সর্বনিম্ন স্কোর। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওডি♍আই-এ করেছেন যথাক্রমে ০, ১৬ এবং ১৭ রান।
আরও পড়ুন: কোহলির পরামর্শেই বাজিমাত স𝔍িরাজের, শূন্যতেই ফেরান রুটকে- ভিডিয়ো
কোহলির শেষ পাঁচটি ওডিআই স্কোর:
৮, ১৮, ০, ১৬, ১৭
ওডিআই সিরিজে কোহলির সর্বনিম্ন স্কোরের তালিকা:
১৩ রান বনাম পাকিস্তান (২০১২)
২৬ রান বনাম ওয়েস্ট ইন্ডিজ (২০২২)
৩১ রান বনাম দক্ষিণ আফ্রিকা (২০১৩)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।