বল করতে আসছিলেন মার্ক এডের। সেইসময় ধারাভাষ্যকার বলে দিলেন, ‘ডাবলিন ইনটু দ্য অ্যাটাক (ডাবলিন বল ক🦹রতে এসেছে)।' যে ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তুমুল হাসাহাসি শুর𒆙ু হয়েছে। রীতিমতো ট্রল করছেন নেটিজেনরা।
আরও পড়ুন: India vs Ireland: উমরান বল করার আগেই স্পিডোমিটারে ২০৮ কিমি, ভুবির 'কীর্তি' নিয়ে হইচই ন𝓀েটপাড়ায়
রবিবার ডাবলিনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টসে হেরে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নামে আয়ারল্যান্🙈ড। নির্ধারিত ১২ ওভারে চার উইকেটে ১০৮ রান তোলেন হ্যারি টেকটররা। ভারত যখন সেই রান তাড়া করতে নামে, তখনই কমেন্ট্রি বক্সে হয় বিপত্তি। নেটিজেনদের দাবি, এডের বল করতে আসার সময় এক ধারাভাষ্যকার বলেন যে ‘ডাবলဣিন (আয়ারল্যান্ডের রাজধানী) ইনটু দ্য অ্যাটাক (ডাবলিন বল করতে এসেছে)।'
সেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তাঁদের বক্তব্য, খেলোয়াড়দের বিষয়ে ঠিকভাবে না জেনেই ধারাভাষ্য করা হচ্ছে। এক নেটিজেন লেখেন, ‘ধারাভাষ্যকার বললেন যে ডাবলিন ইনটু দ্য অ্যাটাক। কারণ কিছুক্ষণের জন্য স্কোরকার্ডের ডানদিকে ডাবলি🐬ন লেখা ছিল। কীসব কꦗরে লোকজন!’ অপর এক নেটিজেন বলেন, ‘সোনিলাইভে ভারত বনাম আয়ারল্যান্ড ম্যাচ দেখছিলাম। মার্ক এডের বল করতে আসার সময় ধারাভাষ্যকার বললেন ডাবলিন ইনটু দ্য অ্যাটাক।’ এক নেটিজেন বলেন, 'এটা খেলোয়াড়দের জন্য খুবই খারাপ এবং অসম্মানজনক। মাঠে আসার আগে ধারাভাষ্যকারদের ন্যূনতম হোমওয়ার্ক করা উচিত নয় কি?'
কে সেই মন্তব্য করেন?
নেটিজেনদের একাংশের দাবি, অজিত আগরকর সেইসময় ভারাভাষ্য দিচ্ছিলেন। এক নেটিজেন বলেন, 'স্কোরকার্ডের এককোণায় শহরের নাম দেখাল। নতুন বোলার এলেন এবং আগরকর (যিনি বলেছেন, তিনি আগরকর কিনা, তা নিয়ে ধন্দে আছেন নেটিজেনরা) বললেন যে ডাবলিন বল করবেন।' তবে বিষয়টি স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে সম্প্রচারকারী꧋ সংস্থার তরফ🐭েও মুখ খোলা হয়নি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।