রবিবার কেপ টাউনে পাকিস্তানের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচ দিয়ে মেয়েদের টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। ধারে ও ভারে ভারতীয় দল পাকিস্তানের থেকে অনেক এগিয়ে। তবে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামলে প্রত্যাশার চাপ থাকে বলেই হরমনপ্রীতদের ফেবারিট বলা যাবে না মোটেও। ম্যাচের দিন স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে যারা, বাজিমা♋ত করবে তারাই।
তবে অতীতের রেকর্ড এক্ষেত্রে স্পষ্ট ইঙ্গিত দেয় ভারত-পাকিস্তান ম্যাচে দাপট দেখায় কারা। তাই বিশ্বকাপের ম্য়াচে সম্মুখসমরে নামার আগে দেখে নেওয়া যাক দু'দলের মুখোমু🍰খি সাক্ষাতের ইতিহাস।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারত বনাম পাকিস্তান:-
২০২৩ টি-২০ বিশ্বকাপের আগে পর্যন্ত ভ♔ারত-পাকিস্তান উভয় দল মেয়েদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মোট ১৩টি ম্যাচে একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে। ভারত এক্ষেত্রে একতরফা দাপট দেখিয়েছে। কেননা ১৩টি ম্যাচের মধ্যে ভারত জিতেছে ১০টি ম্যাচ। পাকিস্তান জিতেছে মোটে ৩টি ম্যাচ।
মেয়েদের টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান:-
মহিলা টি-২০ বিশ্বকাপের ইতিহাসেও সম্মুখসমরে পাকিস্তানকে টেক্কা দিয়েছে ভারত। সংক্ষিপ্ত ফর্ম্যাটের বিশ্বকাপে ভার💛ত-পাকিস্তান একে অপরের বিরুদ্ধে মোট ৬টি ম্যাচে মাঠে নেমেছে। ভারত জিতেছে ৪টি ম্য়াচ। পাকিস্তান জিতেছে ২টি।
আরও পড়ুন:- IND vs AUS: নাগপꦑুরের ‘৫ উইকেটে’ অনিল কুম্বলের দুর্দান্ত রেকর্ড ছুঁলেন অশ্বিন
মহিলা টি-২০ ক্রিকেটে ভারত-পাকিস্তান শেষ সাক্ষাতের ফলাফল:-
গতবছর (২০২২ সালে) এশিয়া কাপের আসরে শেষবার আন্তর্জাতিক টি-২💃০ ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামে ভারত। যদিও হরমনপ্রীতদের ১৩ রানে ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয়।
সিলেটে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৩৭ রান তোলে। নিদা দার ৫৬ ও বিসমাহ মারু♐ফ ৩২ রান করেন। দীপ্তি শর্মা ৩টি ও পূজা বস্ত্রকার ২টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৯.৪ ওভারে ১২৪ রানে অল-আউট হয়ে যায়। রিচা ঘোষ ২৬, দায়ালান হেমলতা ২০, স্মৃতি মন্ধনা ১৭ ও দীপ্তি শর্মা ১৬ রান করেন। নাশরা সান্ধু ৩টি এবং সাদিয়া ইকবাল ও নিদা দার ২টি করে উইকেট নেন। ম্যাচের সেরা হন💖 নিদা।
আরও পড়ুন:- IND vs꧙ AUS: নাগপুরের পিচ খেলার অযোগ্য ছিল না, মেনে নিতে ব🧔াধ্য হলেন কামিন্স
মহিলা টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান শেষ সাক্ষাতের ফলাফল:-
২০১৮ সালের মহিলা টি-২০ বিশ্বকাপের গ্রুপ লিগের ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে পরাজিত করে ভারত। গায়ানায় টস হেরে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। তা💟রা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে✨র বিনিময়ে ১৩৩ রান তোলে। বিসমাহ মারুফ ৫৩ ও নিদা দার ৫২ রান করেন। ২টি করে উইকেট নেন হেমলতা ও পুণম যাদব।
পালটা ব্যাট করতে নেমে ভারত ১৯ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৩৭꧑ রান তুলে ম্যাচ জিতে যায়। মিতালি রাজ ৫৬ ও স্মৃতি মন্ধনা ২৬ রান করেন। ম্যাচের সেরা হন মিতালি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।