দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজে ঋষভ পন্তের ব্যক্তিগত সংগ্রহ সাকুল্যে ৫৮ রান। এমনটা নয় যে রীতিমতো আগ্রাসী মেজাজে ব্যাট করেছেন তিনি। ৫৫টি বল খেলে এই রান সংগ্রহ করেন ঋষভ। সুতরাং তাঁর স্ট্রাইক-রেট ১০৫.৪৫। ব্যাটিং গড় মোটে ১৪.৫০।꧒ ৫টি ম্যাচে পন্ত যথাক্রমে𒁃 ২৯, ৫, ৬, ১৭ ও অপরাজিত ১ রান করেন।
গত আইপিএলে ঋষভ মন্দ ব্যাটিং করেননি। তবে মোটেও নিজের সুনাম অনুযায়ী পারফর্ম্যান্স মেলে ধরতে পারেননি তিনি। স্বাভাবিকভাবেই ভারতীয় দলে ই🎉শান কিষাণ, দীনেশ কার্তিক, লোকেশ রাহুলরা ঘুরে বেড়ানোয় পন্তের টি-২০ বিশ্๊বকাপের দলে জায়গা পাওয়া অনিশ্চিত দেখাচ্ছে।
তার উপর আয়ারল্যান্ড সিরিজে সঞ্জু স্যামসন যদি ব্যাট হাতে দারুণ কিছু করে দেখান, তবে পন্তকে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাওয়ার জন্যই কঠিন লড়াই চালাতে হত🔜ে পারে।
টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড় অবশ্য বিন্দুমাত্র বিচলিত꧅ নন পন্তের ফর্ম নিয়ে। বরং তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে, পন্ত ভারতের বিশ্বকাপ ভাবনার বড় এবং অবিচ্ছদ্য অংশ।
আরও পড়ুন:- IND vs SA: ফিনিশার কার🌼্তিক, ইশানের ফর্ম, দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে আর কী কী পেল ভারত?
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের শেষে সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় বলেন, ‘ব্যকᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ্তিগতভাবে ওর (পন্তের) হয়ত আরও বেশি কিছু রান করলে ভালো লাগত, তবে দলের জন্য এটা চিন্তার বিষয় নয়। সামনের কয়েক মাসে ও আমাদের পরিকল্পনার বড় অংশ।’
দ্রাবিড় আরও বলেন, ‘এই নিয়ে অহেতুক কꦏাটা-ছেঁড়া করতে চাই না। মাঝের ওভারগুলোয় আপনার এমন ক্রিকেটার দরকার, যে আগ্রাসী ক্রি𝔍কেট খেলে দলকে আরও একটু এগিয়ে দেবে। দু-তিনটি ম্যাচের পারফর্ম্যন্সের উপর নির্ভর করে সেটা বিচার করা কখনও কখনও নিতান্ত কঠিন হয়ে দাঁড়ায়। তাছাড়া স্ট্রাইক-রেটের নিরিখে ওর আইপিএল খারাপ কাটেনি। ব্যাটিং গড় হয়তো আরও একটু ভালো হতে পারত।’
🤪শেষে টিম ইন্ডিয়ার হেড কোচ বলেন, ‘আক্রমণাত্মক খেলার চেষ🦹্টায় কেয়কটা ম্যাচে খারাপ পারফর্ম্যান্স হতেই পারে। তবে ও আমাদের ব্যাটিং লাইনআপের অবিচ্ছেদ্য অঙ্গ।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।