মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে সম্পূর্ণ ভিন্নরকম পারফরম্যান্স। রবিবার (১২ জুন) যেখানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নাকানি চোবানি খেয়েছিল ꦍভারতীয় দল, সেখানে মঙ্গলবার দাপুটে পারফরম্যান্সে ৪৮ রানে জিতল টিম ইন্ডিয়া। দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা নিলেন তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল।
গত ম্যাচে ক্লাসেন ঝড়ে উড়ে গিয়েছিলেন চাহাল। নির্ধারিত চার ওভারে দিয়েছিলেন ৪৯ রান। সেখানে বিশাখাপত্তনমে চার ওভারে ২০ রান দিয়ে ক্লাসেনসহ মোট তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন চাহালই। গত ম্যাচের পর নিজের ভুল শুধরে নিয়েই এই সাফল্য এসেছে বলে জানান যুজি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি গত ম্যাচে অতিরিক্ত🔯 পরিমাণে দ্রুত গতির স্লাইডার বল করছিলাম। তারপরে পরশ (মামরে, বোলিং কোচ) স্যার এবং বাকি কোচেদের সঙ্গে সেই নিয়ে কথাবার্তা বলি। এই ম্যাচে আমি লেগ স্পিনটা করার ওপরই বেশি জোর দিই এবং বলের সিম পজিশনটাও ভিন্ন ছিল। আমি বল স্পিন এং ডিপ করাতে চাই। গত ম্যাচে সেটাই করতে পারছিলাম না এবং ওরা আমার বল মারতেও সক্ষম হয়। আজ লাইন বদল করে স্পিন করানোর চেষ্টা করি, যা আমার মজবুত পক্ষ।’
আরও পড়ুন:- ডুꦜ-অর-ডাই ম্যাচে দাপুটে জয়, প্রোটিয়াদের দুরমুশ করে সিরিজে ফিরꦍল টিম ইন্ডিয়া
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।