স🦄িরিজের প্রথম টি-২০ ম্যাচে ব্যর্থতার পরে টিম ইন্ডিয়াকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন ওয়াসিম জাফর। জয়ে ফিরত꧟ে হার্দিকদের দ্বিতীয় টি-২০ ম্যাচের কম্বিনেশনে রদবদলের পরামর্শ দেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা।
জাফর চাইছেন, ভারত গায়ানায় একজন স্পিনার কম খেলাক। তার বদলে বোলিং বিকল্প হিসেবে তিলক বর্মাকে ব্যবহার করার নিদান দেন তিনি। তাছাড়া আইপিএলের চোখ ধাঁধানো পারফর্ম্যান্সের পরে যশস্বী জসওয়ালকে র𝓀িজার্ভ বেঞ্চে বসিয়ে রাখা🥀র পক্ষপাতী নন জাফর। বরং যশস্বীকে ওপেনে দেখতে চাইছেন তিনি।
ইএসপিএন-ক্রিকইনফোর আলোচনায় জাফর বলেন, ‘সবার আগে আমি চাইব যশস্বী জসওয়াল মাঠে নামুক। এছাড়া আপনি চান ৮ নম্বরে কোনও ব্যাটার অথবা অল-রাউন্ডারকে খেলাতে। হয় হার্দিক পান্ডিয়া, নয়তো অক🐼্ষর প্যাটেল, দলে অল-রাউন্ডার বলতে এরা দু’জনই রয়েছে। অক্ষর প্যাটেল যদি ৮ নম্বরে আসে, তাহলে কুলচার (কুলদীপ ও চাহালের) মধ্যে কোনও একজনকে খেলানোর সুযোগ থাকবে। কেননা এই দলে শার্দুল ঠাকুর নেই। সেক্ষেত্রে একজন বাড়তি ব্যাটসম্যান খেলাতে হলে বাধ্য হয়েই হয়তো একজন স্পিনার কম খেলাতে হবে। হতে পারে তিলক বর্মাকে দিয়ে বল করাতে হল ভারতকে। আপাতত যশস্বী জসওয়ালের সুযোগ পাওয়া উচিত এবং ওর ওপেনার হিসেবে সুযোগ পাওয়া উচিত বলে আমি মনে করি।'
কার বদলে যশস্বীকে ওপেন করানো উচিত, তাও বাতলে দিয়েছেন জাফর। তিনি বলেন, ‘ইশান কিষানের টি-২০ ক্রিকেটের সাম্প্রতিক ফর্ম আহামরি কিছু নয়। গত ১৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে একবারও ৪০ রানের গণ্ডি টপকাতে পারেনি ও। স্ট্রাইক-রেটও কম। ওয়ান ডে ক্রিকেটে দারুণ ফর্মে থাকলেও ওর ট💃ি-২০ ফর্ম দুশ্চিন্তার বিষয়। তাছাড়া ওর আইপিএল মরশুমও নিতান্ত সাধারণ কেটেছে। ওর বদলে সেই ছেলেটাকে (যশস্বী) খেলানো উচিত, যার আইপিএল মরশুমꦗ দারুণ কেটেছে এবং এমার্জিং প্লেয়ারের পুরস্কারও জিতেছে। (দ্বিতীয় টি-২০ ম্যাচে) আমি এই বদলটা অবশ্যই দেখতে চাইব।’
জাফর দাবি করেন, সঞ্জু স্যামসনের উপরের দিকে ব্যাট করা উচিত। তবে তিনি এটাও স্বীকার করে নেন যে, ইচ্ছা থাকলেও স্যামসনকে এখনই আরও উপরে ব্যাট করতে পাঠানোর উপায় নেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের হাতে। ওয়াসিমের কথায়, ‘সঞ্জু স্যামসনকে উপরের দিকে খেলানো যায়। তবে আমাদের লাইনআপ ব্যাটসম্যানে ঠাসা। তার উপর একজন স্পিনারকে বসিয়ে𝕴 আরও একজন ব্যাটসম্যানকে দলে ঢোকালে সঞ্জু স্যামসনকে আরও উপরে ব্যাট করানো মুশকিল। চাইলেও সেই সুযোগ আপনার কাছে নেই।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।