ইডেন গার্ডেনসে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক ঘটেছিল রবি বিষ্ণোইর। আর অভিষেকে ম্যাচেই নিজেকে প্রমাণ করলেন তিনি। নির্ধারিত চার ওভারে দুই উইকেটের বিনিময়ে মাত্র ১৭ রান দিয়ে 🗹ম্যাচ সেরা হন তরুণ লেগ স্পিনার। তবে ম্যাচ শুরুর সময় হালকা চাপে ছিলেন তিনি। অভিষেকে ম্যাচে সেরা হওয়ার পর বিষ্ণোই বলেন, ‘এখন আর চাপ নেই। আমার দারুণ লাগছে। ভারতের হয়ে খেলা তো সকলেরই স্বপ্ন। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি দল এবং তাদের বিরুদ্ধেই এই (জাতীয় দলের হয়ে অভিষকে ঘটানোর) সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত।’ তবে ম্যাচে মাত্র ১৭ রান দিলেও, তার মধ্যে ছয়টি হোয়াইড ছিল। এই বিষয়ে বিষ্ণোই জানান, ‘পরের ম্যাচে কম হোয়াইড করার চেষ্টা করব।’
অভিষেকে ম্যাচে সের🐎া হওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ২১ বছর বয়সী লেগ স্পিনার বলেন, ‘আমাদের বোলিং করার সময় মাঠে তেমন শিশির পড়ছিল না। সত্যি বলতে আমি এখনও এমন কোনও ম্যাচ খেলিনি যেখানে শিশিরের কারণে বিশাল অসুবিধা হয়েছে। তবে হ্যাঁ, শিশির পড়লে বোলিংয়েও তাঁর প্রভাব পড়ে। আমরা তার জন্য অবশ্য আগে অনুশীলনও করি। অভিষেক ম্যাচ সেরা হব, এমনটা সত্যি বলতে কল্পনাও করিনি। এটা অনেকটা স্বপ্নের মতো।’
বিষ্ণোইয়ের সাফল্যে স্পষ্ট উচ্🙈ছ্বাস ধরা পড়ল অধিনায়ক রোহিত শর্মার গলায়। ম্যাচ শেষে সাক্ষাৎকারে বিষ্ণোইয়ের সম্পর্কে কথা বলতে গিয়ে রোহিত জানান, ‘বিষ্ণোই ভীষণ প্রতিভাবান, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। ও বাকিদের থেকে আলাদা, সেই কারণেই তো ওকে দলে নেওয়া হয়েছে। ও পাওয়ার প্লে থেকে ম্যাচের শেষ ওভার, যে কোনও সময়েই বল করতে পারে। এর ফলে আমাদের বাকি বোলারদের ঘুরিয়ে ফিরিয়ে বল করানোর বিকল্পও তৈরি হয়। দেশের হয়ে প্রথম ম্যাচে ওর সাফল্যে ভীষণ খুশি। ওর ভবিষ্যৎ ভীষণ উজ্জ্বল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।