শুভব্রত মুখার্জি: উইন্ডসোর পার্কে প্রথম টেস্টে ক্যারিবিয়ান বাহিনীর মুখোমুখি হয়েছে ভারতীয় দল। ২০২৩-২৫ এই চক্রের ডব্লুটিসিতে এটাই ভারতের প্রথম সিরিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। যার প্রথম টেস্টে উইন্ডসোর পার্কেই ভা𒀰রতীয় দলের হয়ে অভিষেক হল দুই নবীন তারকার। সাদা পোশাকে লাল বলের ক্রিকেটে এদিন ভারতের সিনিয়র টেস্ট দলের হয়ে অভিষেক হল বাঁহাতি ওপেনার ব্যাটার যশস্বী জসওয়াল এবং কিপার ব্যাটার ইশান কিশানের। গত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে যশস্বী এবং মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ইশান ভালো পারফরম্যান্স করার পুরস্কার স্বরূপ তাঁদেরকে দলে জায়গা দেওয়া হল। আর এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে জায়গা পেয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্টে অভিষেককারী তৃতীয় ভারতীয় কিপার হয়েগেলেন ইশান কিশান।
প্রথম ভারতীয় কিপার হিসেবে টেস্টে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে অভিষেক হয়েছিল পচিয়া কৃষ্ণমূর্তির। ১৯৭১ সালে কিংস্টন টেস্টে অভিষেক হয়েছিল তাঁর। দ্বিতীয় ভারতীয় কিপার হিসেবে লাল বলের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হয়েছিল অজয় রাত্রার। ২০০২ সালে পোর্ট অফ স্পেনে অভিষেক হয়ে♑ছিল রাত্রার। আর এ দিন উইন্ডসোর পার্কে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে অভিষেক হল ইশান কিশানের। তবে এ দিনের ম্যাচে ইশান ছাড়াও অভিষেক হয়েছে যশস্বী জসওয়ালের।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে এ দিন টসে জিতেছেন ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট। টসে জিতে তিনি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। টসের সময়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, ‘আমরা এখানে (ক্যারিবভূমে) অনেকদিন ধরে রযꩵ়েছি। বার্বাডোসে আমরা অনুশীলন ম্যাচেও খেলেছি। ডমিনিকাতে গত চার দিন ধরে রয়েছি। বৃষ্টি মাঝে মধ্যে বিঘ্ন ঘটিয়েছে। চ্যাম্পিয়নশিপের ফাইনালের (ডব্লুটিসির) এখনও দুই বছর বাকি রয়েছে। তবে আমরা ধার🐎াবাহিকভাবে ভালো পারফরম্যান্স করেছি। গত কয়েকটা চক্রেই আমাদের পারফরম্যান্স খুব ভালো। দলে বেশ কিছু নতুন সদস্য যোগ দিয়েছেন। আমরা দলগতভাবে ভালো পারফরম্যান্স করাটা জারি রাখতে চাই। আমি চাই নতুন দুই অভিষেককারী উপভোগ করে খেলুক। ওঁরা কঠোর পরিশ্রম করে এই জায়গায় পৌঁছাতে পেরেছে। আমি ওদেরকে এখানে স্বস্তির একটা পরিবেশ দিতে চাই। যা ওদের পারফরম্যান্সের অনুকূল হয়ে উঠবে বলে আশা রাখি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।