প্রাক্তন ভারত অধিনায়ক এবং নির্বাচক কমিটির প্রাক্তন চেয়ারম্যান, কৃষ্ণমাচারী শ্রীকান্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের স🍬িরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের দল নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকা🌳শ করেছেন। শ্রীকান্ত মনে করেন যে, শ্রেয়স আইয়ারের বদলে দীপক হুডারই প্রথম একাদশে সুযোগ পাওয়া উচিত ছিল।
টি-টোয়েন্টির প্রথম ম্যাচের লাইন আপে অধিনায়ক রꦆোহিত শর্মা সহ আরও সাত জন প্লেয়ারকে ফিরতে দেখা গিয়েছে। যাঁদের সবাইকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছিল। যে সিরিজে শিখ♍র ধাওয়ানের নেতৃত্বাধীন দল ৩-০ ভারতকে হোয়াইটওয়াশ করে।
আরও 𓆉পড়ুন: জিতেও খুশি নন রোহিত, বলে দিলেন কাদের এবং কোথায় উন্নতি প🐬্রয়োজন
টস করতে এসে রোহিত ঘোষণা করেছিলেন যে, শ্রেয়স আইয়ার ভারতের হয়ে ৩ নম্বরে ব্যাট করবেন। দীপক হুডার পরিবর্তে। ফ্যান কোডের সঙ্গে কথোপকথনের সময়ে শ্রীকান্ত উল্লেখ করেছিলেন, ভারতের হয়ে সাদা বলেꦺর উভয় ফর্ম্যাটেই হুডা শেষ কয়েকটি উপস্থিতিতে ব্যতিক্🧸রমী ছিলেন।
আরও পড়ুন: দীনেশ, রোহিত থেকে আর্শদীপ, বিষ্ণোই, ছন্নছাড়া উইন্ড🦂িজের বিরুদ্ধে এঁরাই জয় আন🔴লেন
শ্রীকান্তের সঙ্গে একই প্যানেলের অংশ ছিলেন প্রজ্ঞান ওঝা। তিনি ওঝাকে বলেছিলেন, ‘🀅হুডা কোথায়? তিনি টি-টোয়েন্টিতে ভালো করেছেন, ওয়ানডেতেও ভালো করেছেন। তাঁর দলে থাকা উচিত ছিল। টি-টোয়েন্টি ক্রিকেটে আপনাকে বুঝতে হবে, আপনার অলরাউন্ডার দরকার। ব্যাটিং অলরাউন্ডার, বোলিং অলরাউন্ডার, তাই আরও অলরাউন্ডার আপনার জন্য ভালো।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।