আইসিসির চলতি এফটিবি অর্থাৎ ফিউচার ট্যুর প্রোগ্রামে আগামী বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ৫০ ওভারের আইসিসি বিশ্বকাপের মাধ্যমে শেষ হবে। এর পর আইসিসি তাদের নতুন এফটিপি জারি করবে। জানা গ🌌িয়েছে যে পরবর্তী ফিউচার ট্যুর প্রোগ্রামটি ২০২৪ থেকে ২০৩২ পর্যন্ত করা হবে। এর কারণেই ভারতীয় দল দু’বার অস্ট্রেলিয়া সফর করতে পারে। এখন পর্যন্ত ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজে চারটি ম্যাচ খেলা হয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই দুই দেশের মধ্যে সিরিজের ক্রমবর্ধমান জনপ্রিয়তার পরিপ্রেক্ষিতে ম্যাচের সংখ্যা বাড়তে পারে। ভারতের অস্ট্রেলিয়া সফরে এখন চারটির পরিবর্তে ৫টি ম্যাচ খেলা যাবে।
আরও পড়ুন… অগস্টে জিম্বাব꧅োয়ে সফরে যেতে পারে ভারত! আবার কি নতুন অধিনায়ক পা♍বে টিম ইন্ডিয়া?
দ্য এজ-এর একটি রিপোর্ট অনুসারে, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) সম্প্রতি দেশীয় এবং আন্তর্জাতিক উভয় সম্প্রচারককে জানিয়েছে যে এটি পরের এফটিপিতে ভারত ও ইংജল্যান্ডের দুটি করে টেস্ট সফর সুরক্ষিত করা হয়েছে। ভারত সফরে চার থেকে বেড়ে হয়েছে পাঁচ ম্যাচের সিরিজ।
আরও পড়ুন… অগস্টে জিম্বাবোয়ে সফরে যেতে পারে ভারত! ꦐআবার কি নতুন অধিনায়ক পাবে টিম ইন্ডিয়া?
ভারত ২০১৮ সাল থেকে দু’বার অস্ট্রেলিয়া সফর করেছে এবং প্রতিবারই টিম ইন্ডিয়া ক্যাঙ্গারুদের স্তব্ধ করতে পেরেছে। শেষ সিরিজ টিম ইন্ডিয়ার জন্য খুব স্মরণীয় ছিল, কারণ কোহলি ছাড়াও অনেক খেলোয়াড় আহত হয়েছিল এবং ভারত তরুণ খেলোয়াড়দের শক্তিতে সেই সিরিজ জিতে ছিল টিম ইন্ডিয়া। ২৫ এবং ২৬ জুলাই বার্মিংহামে আইসিꦓসির বার্ষিক সভাকে ঘিরে এই মাসের শেষের দিকে সম্পূর্ণ এফটিপি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।