আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফের একসঙ্গে মাঠে নামছেন সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগ, যুবরাজ সিং, ইরফান পাঠান, ইউসুফไ পাঠানের মতো কিংবদন্তিরা। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ ২০২১-এর প্রথম ম্যাচে ইন্ডিয়া লেজেন্ড মুখোমুখি হচ্ছে বাংলাদেশ লেজেন্ডের। দেখে নেওয়া যাক দুই প্রতিবেশী দেশের প্রাক্তন তারকাদের লড়াই কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন 🔥চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।
কবে অনুষ্ঠিত হবে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ ২০২১-এর প্রথম ম্যাচ: ৫ মার্চ, ২০২১ (শুক্রবার)।
কোথায় অনুষ্ঠিত হবে ইন্ডিয়া লেজেন্ড বনাম বাংলাদেশ লেজেন্ড ম্যাচ: শহিদ বীর নারায়ন সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়া𒉰মে (রায়পুর)।
কখন শুরু ম্যাচ: ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়। টস অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটꦿে।
কোন চ্যানেলে দেখা যাবে সরাসরি সম্প্রচার: কালার্স সিনেপ্লেক্স (COLO🎶RS Cineplex), কালার্স কন্নাড়া সিনেমা (COLORS Kannada Cinema), রౠিশতে সিনেপ্লেক্স (Rishtey Cineplex) ও ডিডি স্পোর্টসে (DD Sports) দেখা যাবে সরাসরি সম্প্রচার।
অনলাইন কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং: Voot app, Jio app, Jio Tv ও ওয়েবসাইটে দেখা যাবে অনলাইন স্ট্রিমিং। এছাড়া ম্যাচের স্কোর ও লাইভ আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।