পরপর দু'টি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতকে। এবার ওয়েস্ট ইন্ডিজ সফরের অ্যাওয়ে সিরিজ দিয়ে নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু টিম ইন্ডিয়ার। স্বাভাবিকভাবেই হতাশা ঝেড়ে ফেলে সাফল্যের শিখরে পৌঁছনোর নতুন চ্যালেঞ্জ কোচ দ্রাবিড় ও ক্যাপ্টেন রোহিত শর্মার সামনে। দীর্ঘদিন কোনও আইসিসি ট্রফি হাতে তেলেনি ভারতীয় দল। টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন হতে গেলে দীর্ঘ ২ বছর ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলতে হবে টিম ইন্ডিয়াকে। তাই শুরুটা ভালো হওয়া দরকার। এখন দেখার যে, ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে হারিয়ে পুর൩ো পয়েন্ট নিয়ে দেশে ফিরতে পারেন কিনা রোহিতরা।
প্রথম দিনের খেলা শেষ
ওয়েস্ট ইন্ডিজের ১৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত প্রথম দিনের শেষে তাদের প্রথꦓম ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ৮০ রান সংগ্রহ করেছে। রোহিতরা সাকুল্যে ২৩ ওভার ব্যাট করেন। রোহিত ৬৫🅘 বলে ৩০ রান করে প্রথম দিনে নট-আউট থাকেন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মেরেছেন। যশস্বী ৭৩ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। তিনি ৬টি চার মেরেছেন। সুতরাং প্রথম ইনিংসের নিরিখে ভারত আপাতত ৭০ রানে পিছিয়ে রয়েছে। টিম ইন্ডিয়ার হাতে রয়েছে ১০টি উইকেট।
বৃষ্টির পরে পুনরায় খেলা শুরু
বৃষ্টির বাধা টপকে পুনরায় শুরু দিনের শেষ বেলার খেলা। ১৯ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ব♏িনা উইকেটে ৭০ রান। রোহিত শর্মা ২৯ রান༺ে ব্যাট করছেন। ৩১ রান করেছেন যশস্বী জসওয়াল।
বৃষ্টিতে থমকাল ম্যাচ
ভারতীয় ইনিংসের ১৫.৫ ওভারের পরে ব🐓ৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়ে যায়। ভারতের স্কোর তখন বিনা উইকেটে ৬৬ রান। প্রথম ইনিংসের নিরিখে ভারত পিছিয়ে রয়েছেꦐ ৮৪ রানে। যশস্বী ও রোহিত, উভয়েই ব্যক্তিগত ২৮ রানে ব্যাট করছেন।
জমাট জুটি রোহিত-যশস্বীর
১৫ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৬৫ র꧋া𒁃ন। ৪৫ বলে ২৮ রান করেছেন যশস্বী। তিনি ৪টি চার মেরেছেন। ৪৫ বলে ২৭ রান করেছেন রোহিত। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মেরেছেন।
৫০ টপকাল ভারত
১৩তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। টিম ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে ৫৪ রান। রোহিত ২৬ রানে ব্যাট 👍করছেন। ১৮ রান করেছেন যশস্বী জসওয়াল।
১০ ওভারের খেলা শেষ
১০ ওভার শেষে ভারত তাদের প্রথম ইনিংসে কোনও উইকেট ন📖া হারিয়ে ৩৯ রান তুলেছে। রোহিত শর্মা ৩০ বলে ১৫ রান করেছেন। মেরেছেন ২টি চার। যশস্বীও ২টি বাউন্ডারির সাহায্যে ৩০ বলে ১৫ রান করেছেন।
বাউন্ডারি দিয়ে খাতা খুললেন যশস্বী
৫.৪ ওভারে আলজারি জোসেফে🐽র বলে চার মেরে খাতা খোলেন যশস্বী জসওয়াল। ৭ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২৭ রান। রোহিত ১৩ ও জসওয়াল ৫ রানে ব্যাট করছেন।
এখনও খাতা খোলেননি যশস্বী
৫ ওভারের খেলা শেষ। 💖এখনও খাতা খোলেননি যশস্বী জসওয়াল। ভারতের স্কোর বিনা উইকেটে ২০ রান। রোহিত ১১ রানে ব্যাট করছেন। অতিরিক্ত হিসেবে ৯ রান উপহার পেয়েছে টিম ইন্ডিয়া।
আম্পায়ার্স কলে বাঁচলেন রোহিত
দ্বিতীয় ওভারে বল করতে আসেন 🧸আলজারি জোসেফ। দ্বিতীয় ডেলিভারি করতে এসে ওয়াইড বল করেন তিনি। সেই বল বাউন্ডারিতে চলে যাওয়ায় অতিরিক্ত হিসেবে ৫ রান উপহার পায় ভারত। ওভারের দ্বিতীয় বলে চার মারেন রোহিত। তৃতীয় বলে রোহিতের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন জানায় ওয়েস্ট ইন্ডিজ। আম্পায়ার আউট দেননি। ওয়েস্ট ইন্ডিজ রিভিউ নিলে আম্পায়ার্স কলে বেঁচে যান হিটম্যান। ২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১০ রান।
রান তাড়া শুরু ভারতের
যশস্বী জসওয়ালকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বোলিং শুরু করেন কেমার রোচ। প্রথম ওভারে কোন🌄ও রান সংগ্রহ করেনি🐬 ভারত। ৬টি বলের মোকাবিলা করেন যশস্বী।
৫ উইকেট অশ্বিনের, অল-আউট ওয়েস্ট ইন্ডিজ
৬৪.৩ ওভারে অশ🧔্বিনের বলে শুভমন গিলের হাতে ধরা পড়েন জোমেল ওয়ারিকান। ১৩ বলে ১ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ১৫০ রানে তাদের প্রথম ইনিংস শেষ করে। কর্নওয়াল ৩টি বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ১৯ রান করে নট-আউট থাকেন। অশ্বিন ২৪.৩ ওভার বল করে ৬০ রানের বিনিময়ে ৫ট উইকেট দখল করেন। জাদেজা ১৪ ওভার বল করে ২৬ রানের বিনিময়ে ৩টি উইকেট পকেটে পোরেন।
রোচকে ফেরালেন জাদেজা
৬১.৩ ওভারে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন কেমার রোচ। প্রাথমিকভাবে আম্পায়ার আউট দেননি। তꦉবে রিভিউ নিয়ে সাফল্য পায় ভারত। ১৬ বলে ১ রান করে সাজঘরে ফেরেন রোচ। ওয়েস্ট ইন্ডিজ দলগত ১৪৭ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জোমেল ওয়ারিকান। জাদেজা ২৪ রানে ৩ উইকেট নিয়েছেন।
অশ্বিনের ওভারে জোড়া বাউন্ডারি কর্নওয়ালের
চায়ের বিরতির পরে অশ্বিনের প্রথম ওভারে ২টি চার মারেন রাকিম কর্নওয়াল। ৫৯ ওভার শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৮ উইকেটে ১৪৬ রান। কর্নওয়াল ১৭ ༺রানে ব্যাট করছেন।
চায়ের বিরতি
প্রথম দিনের চায়ের বিরতিতে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ৮ উইকেটের বিনিময়ে ১৩৭ রান তুলেছে। তারা সাকুল্যে ৫৮ ওভার ব্যাট করেছে। ৮ রানে ব্যাট করছেন কর্নওয়াল। অশ্বিন ২১ ওভার বল করে 𒊎৬টি মেডেন-সহ ৪৯ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছেন।
অশ্বিনের চতুর্থ শিকার অথানাজে
নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া আলিক আথানাজের। ৫৪.৬ ওভারে অশ্বিনের বলে বড় শট নেওয়ার চেষ্টায় শার্দুল ঠাকুরের হাতে ধরা পড়েন তিনি। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯৯ বলে ৪৭ রান করে মাঠ ছাড়েন অভিষেককারী আথানাজে।♚ ১২৯ রানে ๊৮ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নামেন কেমার রোচ। অশ্বিন ৪৯ রানে ৪ উইকেট দখল করেন।
দুর্দান্ত নজির অশ্বিনের
ডমিনিকায় তেজনারায়ণের উইকেট নেওয়া মাত্রই অশ্বিন বিরল এক রেকর্ড গড়ে ফেলেন। এমন এক নজির গড়েন ভারতের তারকা স্পিনার, যা আর কোনও ভারতীয় ক্রিকেটারের নেই। বিস্তারিত পড়ুন:- IND vs WI: পিতা-পুত্রের অঙ্কে ফুলমার্কস অশ্বিনের, চন্দ্রপলদ𒐪ের ফিরিয়ে ইতিহাস গড়লেন রবিচন্দ্রন- ভিডিয়ো
জোসেফকে ফেরালেন অশ্বিন
৫২.৪ ওভারে অশ্বিনের বলে জয়দেব উনাদকাটের হাতে ধরা পড়েন আলজারি জোসেফ। ১টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ৪ রান করে মাঠ ছাড়েন তিনি। ওয়েস্ট ইন্ডিজ দলগত ১২৪ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রাকিম কর্নওয়াল। অশ্বিন ৪৭ 🐷রানে ৩ উইকেট নিয়েছেন। তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এটি অশ্বিনের ৭০০তম উইকেট।
হোল্ডারকে ফেরালেন সিরাজ
৪৯.৪ ওভারে মহম্মদ সিরাজের বলে বড় শট নেওয়ার চেষ্টায় শার্দুল ঠাকুরের হাতে ধরা পড়েন জেসন হোল্ডার। ৬১ বলে ১৮ রান করে মাঠ ছাড়েন তিনি। ১টি চার মারেন জেসন। ওয়েস্ট ইন্ডিজ ১১৭ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নཧামেন আলজারি জোসেফ। তিনি মাঠে নেমে নিজের দ্বিতীয় তথা ওভারের শেষ বলে চার মারেন। ৫০ ওভার শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৬ উইকেটে ১২১ রান। ২৪ রানে ১ উইকেট নিয়েছেন সিরাজ। ৪১ রানে ব্যাট করছেন আথানাজে।
পার্টনারশিপ গড়ছেন হোল্ডার-আথানাজে
৪৮ ওভার শেষে প্রথম ইনিংসে ওয়েস্൲ট ইন্ডিজের স্কোর ৫ উইকেটে ১০৮ রান। ৩৫ র🥀ানে ব্যাট করছেন আথানাজে। ১৫ রানে অপরাজিত রয়েছেন জেসন হোল্ডার। ষষ্ঠ উইকেটের জুটিতে এখনও পর্যন্ত ৩২ রান যোগ করেছেন দু'জনে।
১০০ টপকাল ওয়েস্ট ইন্ডিজ
৪৪তম ওভারে প্রথম ইনিংসে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায়ജ ওয়েস্ট ইন্ডিজ। তাদের স্কোর ৫ উইকেটে ১০২ রান। ৩৪ রানে ব্যাট করছেন আথানাজে। ১০ রান করেছেন জেসন হোল্ডার।
তিন অঙ্কের দিকে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
৪১ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫ উইকেটে ৯১ রান। ২৯ রানে ব্যাট করছেন আথানাজে। তিনি ৫টি চার মেরেছেন। ৪ রানে ব্যাট 🦄করছেন জেসন হোল্ডার।
অশ্বিন-জাদেজার সাঁড়াশি আক্রমণ ভারতের
দুই প্রান্ত দিয়ে স্পিন আক্রমণ শানাচ্ছে ভারত। একওপ্রান্ত দিয়ে বল করছেন অশ্বিন। অপর প্রান্ত দিয়ে আক্রমণ করছেন জাদেজা। ৩৮ ওভার শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫ উইকেটে ৮৭ রান।
একা লড়ছেন আথানাজে
কার্যত একা♔ লড়ছেন ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অভিষেককারী আলিক আথান🐈াজে। ৩৫ ওভার শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫ উইকেটে ৮২ রান। ৪৩ বলে ২৩ রান করেছেন আলিক। তিনি ৪টি চার মেরেছেন।
জোশুয়াকে ফেরালেন জাদেজা
৩১.৫ ওভারে রবীন্দ্র জাদেজার বলে ইশান কিষানের দস্তানায় ধরা পড়েন জোশুয়া ডা'সিলভা। ১৩ বলে ২ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ৭৬ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জেসন হোল্ডার। জাদেজা ৪ ওভার ব♔ল করে ১টি মেডেন-সহ ১১ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।
দ্বিতীয় সেশনের খেলা শুরু
লাঞ্চের পরে দ্বিতীয় সেশনের শুরুতেই বল করতে আসেন শার্দুল ঠাকুর। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসেন জোশুয়া ডা'লিসভা। জাদেজা দ্বিতীয় সেশনের প্রথম ওভারে কোনও রান খরচ করেননি। ৩০তম ওভার🌠ে জাদেজাকে ১টি চার মারেন আথানাজে। ৩০ ওভার শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪ উইকেটে ৭৩ রান। ১৭ রানে ব্যাট করছেন আথানাজে।
ব্ল্যাকউডকে ফেরালেন জাদেজা, লাঞ্চের বিরতি
২৭.৬ ওভারে রবীন্দ্র জাদেজার বল🃏ে জার্মাইন ব্ল্যাকউডের দুর্দান্ত ক্যাচ ধরেন মহম্মদ সিরাজ। ৩৪ বলে ১৪ রান করেন ব্ল্যাকউড।♋ তিনি ১টি চার মারেন। ওয়েস্ট ইন্ডিজ ৬৮ রানে ৪ উইকেট হারানো মাত্রই প্রথম দিনের লাঞ্চের বিরতি ঘোষিত হয়। আথানাজে ২টি বাউন্ডারির সাহায্যে ২৬ বলে ১৩ রান করে ব্যাট করছেন। অশ্বিন ২৫ রানে ২টি উইকেট নিয়েছেন। শার্দুল ৭ রানে ১ উইকেট নিয়েছেন। জাদেজা ৬ রানে ১টি উইকেট সংগ্রহ করেন। এখনও উইকেট পাননি সিরাজ ও উনাদকাট।
৫০ টপকাল ওয়েস্ট ইন্ডিজ
๊২১তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ২৩ ওভার শেষে প্রথম ইনিংসের ক্যারিবিয়ানদের স্কোর ৩ উইকেটে ৫৭ রান। ব্ল্যাকউ ৯ ও আথানাজে ৭ রানে ব্যাট করছেন। অশ্বিন ২০ রানে ২টি উইকেট নিয়েছেন। শার্দুল ৭ রানে ১টি উইকেট নিয়েছেন।
রেমনকে ফেরালেন শার্দুল
২০তম ওভারে প্রথমবা♒র বল করতে আসেন ဣশার্দুল ঠাকুর। নিজের প্রথম ওভারেই রেমন রেইফারকে সাজঘরে ফেরান তিনি। ১৯.৩ ওভারে শার্দুলের বলে রেইফারের দুর্দান্ত ক্যাচ ধরেন ইশান কিষান। ১৮ বলে ২ রান করেন রেমন। ওয়েস্ট ইন্ডিজ ৪৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আলিক আথানাজে। ২০ ওভার শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩ উইকেটে ৪৯ রান।
ব্রাথওয়েটকে ফেরালেন অশ্বিন
ওয়েস্ট ইন্🌱ডিজের দুই ওপেনারকেই ফেরালেন রবিচন্দ্রন অশ্বিন। ১৬.৩ ওভারে অশ্বিনের বলে রোহিত শর্মার হাতে ধরা দিয়ে সাজঘরে ফেরেন ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন ক্রেগ ব্রাথওয়েট। ৪৬ বলে ২০ রান করেন তিনি। মারেন ৩টি চার। ৩৮ রানে ২ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নামেন জার্মাইন ব্ল্যাকউড। অশ্বিন ৫ ওভারে ৩টি মেডেন-সহ ১১ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।
চন্দ্রপলকে ফেরালেন অশ্বিন
১২.৫ ওভারে ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। ৪৪ বলে ১২ রান করে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তেজনারায়ন চন্দ্রপল। দলগত ৩১ রা🌳নে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নামেন রেমন রেইফার। অশ্বিন ৩ ওভারে ২টি মেডেন-সহ ৫ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।
১০ ওভারে উইকেটহীন ভারত
ম্যাচ তথা দিনের প্রথম ১০ ওভারের খেলা শেষ। যদিও এখনও কোনও উইকেট তুলতে পারেಞনি ভারত। ইতিমধ্যেই অশ্বিনকে আক্রমণে এনেছে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের স্♒কোর বিনা উইকেটে ২৯ রান। ব্রাথওয়েট ১২ ও চন্দ্রপল ১১ রানে ব্যাট করছেন।
টাইট বোলিং উনাদকাটের
৮ ওভার শেষে ♐প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর বিনা উইকেটে ২১ রান। ব্রাথওয়েট ৮ রানে ব্যাট করছেন। ৭ রান করেছেন চন্দ্রপল। অতিরিক্ত হিসেবে ৬ রান পেয়েছে ক্যারিবিয়ান দল। উনাদকাট ৪ ওভারে মাত্র ৪ রান খরচ করেছেন। তিনি ২টি মেডেন ওভার নিয়েছেন। সিরাজ ৪ ওভারে ১১ রান꧋ খরচ করেছেন।
সতর্ক শুরু ওয়েস্ট ইন্ডিজের
৫ ওভারের খেলা শেষ। ৫ ওভার শেষে ওয়েস্ট🐻 ইন্ডিজের স্কোর 𝓡বিনা উইকেটে ১৪ রান। ১৫ বলে ৭ রান করেছেন ব্রাথওয়েট। মেরেছেন ১টি চার। ১৫ বলে ৫ রান করেছেন চন্দ্রপল। ৩ ওভারে ১০ রান খরচ করেছেন সিরাজ। ২ ওভারে ২ রান খরচ করেন উনাদকাট।
খাতা খুললেন চন্দ্রপল
দ্বিতীয় ওভারে বল করতে আসেন জয়দেব উনাদকাট। পঞ্চম বলে ২ রান নিয়ে খাতা খোলেন তেজনারায়ণ চন্দ্রপল। ২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর বিনা উইকেটে ৮ রা༺ন।
প্রথম টেস্টের লড়াই শুরু
তেজনারায়ণ চন্দ্রপলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ওয়েস্ট ইন্ডিজ দলনায়ক ক্রেগ ব্রাথওয়েট। ভারতের হয়ে বোলিং শুরু করেন মহম্মদ সিরাꦚজ। চতুর্থ বলে ২ রান নিয়ে খাতা খোলেন ব্রাথওয়েট। শেষ বলে চার মারেন তিনি। প্রথম ওভারে ৬ রান ওঠে।
য়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ
ক্রেগ ব্রাথওয়েট (ক্যাপ্টেন), তেজনারায়ণ চন্দ্রপল, রেমন রেইফার, জার্মাইন ব্ল্যাকউড, আলিক আথানাজে, জেসন হ𒁏োল্ডার, জোশুয়া ডা'সিলভা, রাকিম কর্ন💛ওয়াল, আলজারি জোসেফ, কেমার রোচ ও জোমেল ওয়ারিকান।
ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, শুভমন গিল, 🥃বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে (ভাইস ক্যাপ্টেন💧), রবীন্দ্র জাদেজা, ইশান কিষান (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, জয়দেব উনাদকাট ও মহম্মদ সিরাজ।
টস জিতল ওয়েস্ট ইন্ডিজ
ভারতের বিরুদ্ধে সিরিℱজের প্রথম টেস্ট ম্যাচে টস জিতল ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ওয়েস্ট ইন্ডিজ দলনায়ক ক্রেগ ব্রাথওয়েট শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, ডমিনিকায় রান তাড়া করবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল।
ভারতের হয়ে টেস্ট অভিষেক যশস্বী-ইশানের
ভারতের হয়ে একই সঙ্গে টেস্ট অভিষেক হল যশস্বী জসওয়াল ও ইশান কিষানের। যশস্বীর টেস্ট অভিষেক হওয়া কার্যত নিশ্চিত ছিল। তিনি রোহিতের সঙ্গে ওপেন করতে নামবেন। চেতেশ্বর পূজারার জায়গায় তিন নম্বরে ব্যℱাট করতে নামবেন শুভমন গিল। কেএস ভরতের ভাগ্যে প্রথম টেস্টের শিকে ছিঁড়ল না। উইকেটকিপার হিসেবে মাঠে নামবেন ইশান কিষান।
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতের টেস্ট স্কোয়াড
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, রুতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, যশস্বী জসওয়াল, অজিঙ্কা রাহানে (ভাইস ক্যাপ্টেন), কেএস ভরত (উইকেটকিপার), ইশান কিষান (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট এবং নভদীপ♔ সাইনি।
এটাই তুলনায় সহজ অ্যাওয়ে সিরিজ ভারতের
নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতকে তিনটি অ্যাওয়ে সিরিজ খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তিনটি সিরিজের মধ্যে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এই সিরিজটিই যে ভারতীয় দলের কাছে তুলনায় সহজ অ্যাওয়ে সিরিজ, সে বিষয়ে সংশয় প্রকাশ করবেন না কেউই। ঘরের মাঠে ভারত বরাবর ভালো ক্রিকেট খেলে। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে টিম ইন্ডিয়াকে পয়েন্ট তুলতে হবে বিদেশেও। তাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ ম্যাচের এই অ্যাওয়ে সিরিজটি যে ভারতের কাছে মহা গুরুত্বপূর্ণ, সেবিষয়ে কোনও সন্দেহ নেই। এই সিরিজ থেকে 💖পুরো পয়েন্ট পকেটে পোরাই হবে টিম ইন্ডিয়ার একমাত্র লক্ষ্য। উল্লেখ্য, নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারত হোম সিরিজ খেলবে ইংল্যান্ড, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।