শুভব্রত মুখার্জি: প্যারিস অলিম্পিক গেমসের আসর শুরু হতে চলেছে আর কয়েক দিন পরেই। সারা বিশ্বের প্রায় ১০,৫০০ অ্যাথলিট তাদের দেশের হয়ে লড়াইতে নামবেন। দেশকে গর্বিত করতে, বিশ্ব মঞ্চে পদক জিততে নামবেন তারা। ভারতও এবার তাদেܫর অলিম্পিক ইতিহাসে সব থেকে বড় স্কোয়াড নিয়ে যাচ্ছে প্যারিসে। আশা রয়েছে তারা এবার পদক জয়ের নিরিখে নয়া নজির গড়বে। এমন আবহে দেশের অন্যতম সেরা অলিম্পিয়ান সাক্ষী মালিক আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন প্যারিস থেকে ভারত কুস্তিতে অন্ততপক্ষে তিনটি পদক পাবেই। প্রসঙ্গত দেশের হয়ে সাক্ষী মালিক নিজেও এর আগে অলিম্পিক্স থেকে পদক জিতেছেন। ভারতীয় কুস্তির জগতকে তিনি একেবারে হাতের তালুর মতন চেনেন। ফলে তাঁর এই দাবি যে যথেষ্ট জোরালো হতে চলেছে, তা আশা করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: ওডিআই এবং টেস্টে রোহ♕িতই অধিনায়ক, WTC ও চ্যাম্পিয়꧙ন্স ট্রফি নিয়ে ঘোষণায় বোঝালেন জয় শাহ
অলিম্পিক্স ইতিহাসে ভারতের হয়ে প্রথম পদকজয়ী মহিলা কুস্তিগীর সাক্ষী। তিনি সম্প্রতি যোগ দিয়েছ🦄িলেন জেএসডব্লু আয়োজিত এক প্যানেল আলোচনাতে। ২০১৬ রিও অলিম্পিক গেমসে তিনি ব্রোঞ্জ জয়ের পরে তাঁর বাসস্থান রোহতকে কী ভাবে কুস্তির প্রতি মানুষের আগ্রহ বেড়েছে তাও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত প্রায় বছর খানেক ধরে ভারতীয় কুস্তিগীররা তৎকালীন ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ শর্মার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে আন্দোলন চালিয়ে প্রশাসনিক সংস্🍒কার এনেছেন। এই আন্দোলনের পুরভাগে ছিলেন সাক্ষী মালিক। পাশাপাশি এবার প্যারিস অলিম্পিক গেমসে ভারতের হয়ে কোয়ালিফাই করা কুস্তিগীরদের লিঙ্গগত পরিসংখ্যান নিয়ে তিনি নানা তথ্য তুলে ধরেছেন।
আরও পড়ুন: ধোনির জন্মদিনের সেলিব্রেশনের কেক খেতে মা🍸ঝরাতে হাজির সলমন খান, ভিডিয়ো কলে শুভেচ্ছা জানালেন রুতুরাজ
সাক্ষী ꦺবলেছেন, ‘একটা সময় ছিল যখন মানুষ মনে করেছিল মেয়েরা কুস্তি করতে পারে না বা পারবেও না। তবে আজকে এই চিত্রটা একেবারেই বদলে গিয়েছে। ভারত থেকে পাঁচ জন মহিলা কুস্তিগীর প্যারিস অলিম্পিক গেমসে যাচ্ছেন দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে। অন্যদিকে দেখুন মাত্র একজন পুরুষ কুস্তিগীর যাচ্ছেন প্যারিসে। একটা সময়ে যে মেয়েদের দাবিয়ে রাখা হত, তারাই আজ সাহসের সঙ্গে সামনে চলে আসছে। কুস্তিতে দারুণ পারফরম্যান্স করছে তারা। মেয়েরা কুস্তিতে অংশ নেবে না বা পারবে না এই ধারণা ভেঙে গিয়েছে। আমি অলিম্পিক্সে পদক জয়ের পরে কুস্তিতে সকলে আসছে, শুধু এটা ভেবে নয় যে, আমি একটা চাকরি পাব। বরং তারা এই লক্ষ্য নিয়ে আসে যে, দেশের হয়ে অলিম্পিক গেমসের মতন টুর্নামেন্টে আমরা পদক জিতব। মানসিকতার এই পরিবর্তন অনবদ্য এক পরিবর্তন। তাই আমি এটা বলতে পারি, প্যারিস অলিম্পিক্সে আর অন্য কোনও বিভাগ থেকে কে কী পাবে, আমি জানি না। তবে কুস্তি থেকে ভারত তিনটি পদক পাবেই পাবে। আমি মনে করি, এটা আমাদের ইতিহাসে সেরা অলিম্পিক্স হতে চলেছে। মেয়েরা বেশি ভালো পারফরম্যান্স করবে বলে আমি মনে করি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।