ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় আটকে যেতে হয় জেমিমাকে।
তিন ম্যাচের ওয়ান ডে স♈িরিজে অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে এগিয়ে থাকে। সিরি๊জের একমাত্র টেস্ট ড্র হয়। এবার ভারত ও অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল সিরিজের প্রথম টি-২০ ম্যাচে পরস্পরের মুখোমুখি। যদিও বৃষ্টির জন্য মাঝপথেই পরিত্যক্ত হয় ম্যাচ।
07 Oct 2021, 04:32 PM IST
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ
বৃষ্টিতে মাঝপথেই ভেস্তে গেল ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টি-২০ ম্যাচ। অস্ট্রেলিয়ার অন্তত ৫ ওভার ব্যাট করার জন্য নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব নয় দেখেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। মাল্টি-ফর্ম্যাট সিরিজে দু'দলকেই ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়। আপাতত অস্ꦍট্রেলিয়া সিরিজে এগিয়ে রয়েছে ৭-৫ পয়েন্টে।
07 Oct 2021, 04:19 PM IST
ভারতের ইনিংস শেষ মাঝপথেই
বৃষ্টির জন্য ১৫.২ ওভার🥀েই ভারতের ইনিংস শেষ করে দেওয়া হয়। বৃষ্টি থামার পর খেলা শুরু হলে জানানো হবে অস্ট্রেলিয়ার টার্গেট কত। তবে ভারতীয় সময় অনুযায়ী বিকাল ৪টে ৩৬ মিনিটে খেলা শুরু করতে না পারলে ফলাফল নির্ধারণের জন্য ৫ౠ ওভারের নূন্যতম সীমাও পূর্ণ করা সম্ভব হবে না।
07 Oct 2021, 03:24 PM IST
বৃষ্টিতে ম্যাচ সাময়িকভাবে বন্ধ
১৫.২ ওভার খেলা হওয়ার পর বৃষ্টিতে ম্যাচ সাময়িকভাবে বন্ধ। ভারতের স্কোর ১৩১/৪। হাফ-সেঞ্চুরির দোরগেড়ায় দাঁড়িয়ে জেমিমা। তিনি ৭টি বা⛎উন্ডারির সাহায্যে ৩৬ বলে ৪৯ রান করে নট-আউট রয়েছেন। রিচা ৩টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১৭ রান করে ব্যাট করছেন।
07 Oct 2021, 03:21 PM IST
১৫ ওভারে ভারত ১৩০/৪
১৫ ওভাꦐর শেষে ভারত ৪ౠ উইকেটের বিনিময়ে ১৩০ রান তুলেছে। জেমিমা রডরিগেজ ৪৮ ও রিচা ঘোষ ১৭ রানে অপরাজিত রয়েছেন।
07 Oct 2021, 03:14 PM IST
ম্যাকগ্রার ওভারে ৩টি বাউন্ডারি রিচার
১৪তম ওভারে ম্যাকগ্রার বলে ৩টি বাউন্ডারি মারেন রিচা। ভারত ১৪ ওভার শেষে ১২২/৪। রিচা ৯ বলে ১৪ রান করে ব্যাট করছেন। জেমিমা অপরাজিত রয়েছেন ৪৪༒ রানে।
07 Oct 2021, 03:06 PM IST
ভাটিয়া আউট
১৩তম ওভারে ওয়ারহ্যামের প্রথম বলে আউট হন যসꦿ্তিকা ভাটিয়া। ২টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১৫ রান করে ক্রিজ ছাড়েন তিনি। ভারত ১০৬ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটর রিচা ঘোষ। ভারত ১২তম ওভারে দলগত ১০০ রান পূর্ণ করে। শেষ ৩ ওভারে জেমিমা ২টি করে চার মারেন। তিনি ৪২ রানে অপরাজিত রয়েছেন।
07 Oct 2021, 02:55 PM IST
১০ ওভারে ভারত ৮৫/৩
১০ ওভার শেষে ভারত ৩ উইকেটের বিনিময়ে ৮৫ রান তুলেছে। জেমিমা রডরিগেজ ২২ বলে ২৭ রান কর🐻ে অপরাজিত রয়েছেন। ১০ লবল🦋ে ৯ রান করে ব্যাট করছেন যস্তিকা।
07 Oct 2021, 02:41 PM IST
হরমনপ্রীত আউট
ষষ্𓄧ঠ ওভারে মলিনাক্সের পঞ্চম বলে এলবিডব্লিউ হলেন হরমনপ্রীত। ৩টি বাউন্ডারির সাহায্যে ৫ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন ভারতের ক্যাপ্টেন। ভারত ৫৫ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার যস্তিকা ভাটিয়া। ভারত পাওয়ার প্লে-র ৬ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৫৫ রান তুলেছে।
07 Oct 2021, 02:29 PM IST
শেফালি আউট
মন্ধনাকে ফেরানোর পর একই ওভারের পঞ্𒀰চম বলে গার্ডনার আউট করেন শেফালি বর্মাকে। ৩টি ছক্কার সাহায্যে ১৪ বলে ১৮ রান করে ও𝓰য়ারহ্যামের হাতে ধরা পড়েন শেফালি। ভারত ৩৭ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার হরমনপ্রীত কউর।
07 Oct 2021, 02:27 PM IST
মন্ধনা আউট
চতুর্থ ওভারে গার্ডনারের দ্বিতীয় বলে আউট হন স্মৃত﷽ি মন্ধনা। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০ বলে ১৭ রান করে ডার্লিংটনের হাতে ধরা পড়েন মন্ধনা। ভারত ৩১ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার জেমিমা রডরিগেজ।
07 Oct 2021, 02:23 PM IST
ভারতের ব্যাটিং শুরু
ভারতের হয়ে ওপেন꧒ করতে নামেন স্মৃতি মন্ধনা ও শেফাল🍸ি বর্মা। বোলিং শুরু করেন টাইলা। প্রথম বলটিই নো-বল হয়। যদিও ফ্রি-হিটে এক রান সংগ্রহ করেন স্মৃতি মন্ধনা। দ্বিতীয় বলেই ছক্কা হাঁকিয়ে খাতা খোলেন শেফালি। প্রথম ওভারে ৮ রান ওঠে।
ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে 🦋টস জিতল অস্ট্রেলিয়া। টস জিতে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মেগ ল্যানিং প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় ভারতকে। সুতরাং কারারা ওভালে টস হেরে শুরুতে ব্যাটিং ভারতের।