শুরুটা ভালো করেও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে বড় রানের ইনিং গড়ে তুলতে পারল না কিংস ইলেভেন পঞ্জাব। টপ অর্ডারে লুঙ্গি এনগিদির জোরালো ধাক্কা ও তাহিরের গেইলকে বেঁধে রাখার সুবাদে লোকেশ 𒐪রাহুলদের নাগালের মধ্যে আটকে রাখতে সক্ষম হন ধোনিরা। যদিও পঞ্জাবের মান বাঁচায় দীপক হুডার ব্যাট। অনবদ্য হাফ-সেঞ্চুরি করে হুডাই পঞ্জাবকে লড়াই থেকে ছিটকে যেতে দেননি।
আবু ধাবিতে চেন্নাইয়ের বিরুদ♏্ধে প্রথমে ব্যাট করতে নেমে পঞ্জাব নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের♌ বিনিময়ে ১৫৩ রান তোলে।
(আইপিএলের যাবতীয় আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লি🐓ক কর🅘ুন এখানে।)
ওপেনিং জুটিতে লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল ৪৮ রান যোগ করেন। মায়াঙ্ক ১৫ বলে ২৬ রান করে আউট হন। তিনি ৫টি বাউন্ডারি মারেন। লোকেশ ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৭ বলে ২৯ রান করে সাজঘরে ফেরেন। পঞ্জাবের দুই ওপেনারকেই ফেরত পাঠান এনগিꦗদি। গেইল ১৯ বলে ১২ রান করে তাহিরের বলে এলবিডব্লিউ হন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।