কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের শেষ ম্যাচে মহেন্দ্র সিং ধোনিকে তাঁর ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করে কোটি কোটি চেন্নাই অনুরাগীদের স্💖বস্তি দিয়েছিলেন ড্যানি মরিসন। এবার সেই মরিসনই আইপিএলে অপ্রীতিকর বিতর্কে জড়িয়ে পড়লেন।
মেয়েদের আইপিএলে ভেলোসিটির ক্যাপ্টেন মিতালি রাজকে ‘মাই ডিয়ার’ বলে সম্বোধন করেন মরি🍸সন। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা মহিলা তারকাকে প্রাক্তন কিউয়ি পেসার তথা প্রখ্যাত ধারাভাষ্🍨যকার মরিসনের এমন সম্বোধন ভালো লাগেনি অনেকেরই।
(আইপিএলের লাইভ আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন♏ এখানে।)
দুই প্রখ্যাত সাংবাদিক এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ প্রকাℱশ করেন। ইএসপিএন-ক্রিকইনফো ও উইজডেন ক্রিকেট মন্থলির রাইটার রাফ নিকোলসন টুইটারে লেখেন, 'বিশ্বাস হচ্ছে না ২০২০-তেও এমনটা বলা হচ্ছে। দয়া করে মহিলা খেলোয়াড়দের মাই ডিয়ার বলে ডাকবেন না বা ম্যাচের শেষে সাক্ষাত্কার নেওয়ার সময় তাদের হাসতে বলবেন না।'
প্রাক্তন ক্রিকেটার তথা ডব্লিউসিএসের প্রখ্যাত কলামিস্ট ইসাবেলে ওয়েস্টবারি টুইট করেন, ‘সাক💖্ষাত্কার নেওয়ার সময় আন্✤তর্জাতিক মহিলা ক্রীড়াবিদদের মাই ডিয়ার বলে সম্বোধন করবেন না। আপনি এটি কোনও পুরুষকে বলতে পারবেন না। তাই কাউকেই বলার প্রয়োজন নেই।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।