ব্যাটিং নিয়ে চিন্তা নেই। বরং কিংস ইলেভেন পঞ্জাবের ব্যাটিং লাইনআপ রীতিমতো ইর্ষা 🃏করার মতো। কলকাতা নাইট রাইডার্সের প্র🐽াক্তন অধিনায়ক গৌতম গম্ভীর মনে করেন যে, পঞ্জাবের প্রয়োজন বিদেশি অল-রাউন্ডার ও ভারতীয় বোলার।
আইপিএল ২০২১ নিলামের ঠিক আগে গম্ভীর আশ🍸া করছেন, পঞ্জাব নিলাম👍ে এই দু'টি দিকেই নজর দেবে। টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা এক্ষেত্রে তিনজন ক্রিকেটারের কথা উল্লেখ করেন, যাঁদের দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে প্রীতি জিন্টার দল।
১. উমেশ যাদব: গম্ভীর মনে করেন মহম্মদ শামির সঙ্গে নতুন বলে ইনিংস শুরু করার জন্য উ𝄹মেশ যাদবকে দলে নিতে পারে পঞ্জাব।
২. কাইল জেমিসন: ম্যাক্সওয়েলের পরিবর্ত হিসেবে নিউজিল্যান্ডের অল-রাউন্ডারকে পঞ্জাব দ♓লে নেওয়ার চেষ্টা করতে পারে বলে মত গম্ভীরের।
৩. ক্রিস মরিস: দুই ভারতীয় পেসারের সঙ্গে জুটি বাঁধার জন্য ক্রিস মরিসকে পঞ্জাব যথাযথ বিকল্প মনে করতে পারে বলে ধারণ গম্ভীরের। এক্ষেত্রে ডেথ ওভারে বল করার দক্ষতার জন্যই মরিস প্রাধান্য পেতে পারে বলে মনে করছেন༒ তিনি।
গম্ভীর বলেন, ‘কিংস ইলেভেন পঞ্জাব সম্ভবত ভারতীয় বোলিং আক্রমণকে শক্তিশালী করতে পারে। সেক্ষত্রে উমেশ যাদবকে দলে নেওয়ার কথা ভাবতে পারে তারা। যদি নতুন বলে দু’জন ভারতীয় বোলার দলে থাকে, তব একজন বিদেশি ক্রিকেটারের জায়গা তৈরি ♛হয়ে যায়। সেক্ষত্রে ক্রিস মরিসকে ডেথ বোলিংয়ের জন্য নিতে পারে পঞ্জাব। সেই সঙ্গে কাইল জেমিসনকে অল-রাউন্ডার হিসেবে দলে নিলে পঞ্জাবের স্কোয়াডে ভারসাম্য চলে আসবে। ওদের ব্যাটিং এমনিতেই ভয়ঙ্কর।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।