শুভব্রত মুখার্জি: কথায় বলে 'স্পোর্টস ইজ অ্যা গ্রেট লেভলার'। মানে ভারসাম্যটা যেন কোথাও না কোথাও তা বজায় রাখে। ঠিক যেমনটি শনিবাসরীয় রাতে চলতি আইপিএলে অনুভব করলেন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকর! গত ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের শেষ ওভারে মাত্র পাঁচ রান দিয়ে একটি উইকেট নিয়ে দলকে জয় এনে দিয়ে হিরো হয়ে গিয়েছিলেন তিনি। এবার ঠিক তারপরের ম্যাচেই পঞ্জাব কিংসের বিরুদ্ধে এক ওভারে ৩১ রান দিয়ে সোজ☂া এসে পরলেন বাস্তবের মাটিতে। সঙ্গে সঙ্গে গড়ে ফেললেন মু্ম্বইয়ের হয়ে একাধিক লজ্জার নজিরও!
আরও পড়ুন… C📖SK vs SRH: এই পিচে কমপক্ষে ১৬০ রান করা যেত- দলের ব্যাটারদের উপর চটলেন SRH-এর ক্যাপ্টেন মার্করাম
এ দিন ওয়াংখেড়েতে বল হাতে একেবারেই ফর্মে ছিলেন না অর্জুন। বল হাতে তিন ওভার করেন সচিন পুত্র🐼। দেন ৪৮ রান। পাশাপাশি একটি উইকেটও নিয়েছেন তিনি। নিজের তিন নম্বর ওভারে ৩১ রান দিয়ে বসেন অর্জুন তেন্ডুলকর। একটি ওয়াইড এবং একটি নো বলে চার রানও রয়েছে যার মধ্যে। ফলে মু্ম্বই ইন্ডিয়ান্সের হয়ে তিনি দ্বিতীয় বোলার যিনি এক ওভারে এত বেশি রান দিলেন। বলা যায় আইপিএলের ইতিহাসে এক ওভারে সর্বাধিক রান দেওয়া মু্ম্বই ইন্ডিয়ান্স বোলারদের তালিকায় দুই নম্বরে উঠে এলেন অর্জুন। প্রথম স্থানে রয়েছেন ড্যানিয়েল সামস। তিনি এক ওভারে ৩৫ রান দিয়েছিলেন।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।