বেঙ্গালুরুর চি💮ন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ক্যাপিটালস। আর এই ম্য়াচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালো করেন বিরাট কোহলি এবং ফাফ ডু'প্লেসি। দিল্লি বোলারদের উপর চাপ সৃষ্টি করতে থাকেন কোহলিরা। দুই ব্যাটারের ব্যাটে ভর করে এগিয়ে যায় আরসিবি।
অর্ধশতরান করেন বিরাট কোহলিও। ৩৪ বলে ৫০ রানের ইনিংস খেলেন তিনি। বিরাট সংগ্রহ করেন ৬টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারি। এই মুহূর্তের স্বপ্নের ফর্মে রয়েছেন ভিকে। এই ম্য়াচেও যা তিনি 🍬জারি রেখেছেন। একটা সময় আরসিবির ব্যাটারদের দাপটে বেশ চাপে পড়ে যায় দিল্লি ক্যাপিটালস। চাপ বাড়তে থাকে ওয়ার্নারের দলের উপর। তবে পরিস্থিতি কিছুটা হলেও বদলে দেন মিচেল মার্শ। মহীপাল লোমরোরকে ফিরিয়ে দেন মার্শ। আর এখানেই ঘটে মজার ঘটনা। ১২.৩ ওভারে মিচেল মার্শের বলে অভিষেক পোড়েলের হাতে ক্𓄧য়াচ দেন মহীপাল লোমরোর। আম্পায়ার প্রাথমিকভাবে আউট দেননি। বোলার মার্শ ছাড়া আর কেউ আউটের আবেদনও জানাননি। ওয়ার্নার অভিষেক পোড়েলকে জিজ্ঞাসা করেন, বল ব্যাটে লেগেছে কিনা?
অধিনায়ককে জানিয়ে দেন, বল ব্যাটে লাগেনি। ওয়ার্নার কী করবেন বুঝতে পারছিলেন না। বাধ্য হয়েই ডিআরএস নেন দিল্লি অধিনায়ক। আর সেখানে ♛দেখা যায়, বল ব্য়াটে লেগেছে। ১৮ বলে ২৬ রানে ফিরে যান লোমরোর। স্বাভাবিক ভাবেই পোড়েলের এমন সিদ্ধান্ত নিয়ে মজাও করতে ছাড়েননি সতীর্থরা। দেখা যায় অক্ষর প্যাটেল পোড়েলকে কিছু বোঝানোর চেষ্টা করছেন। সোশ্যাল মিডিয়াতেও এর প্রভাব পড়েছে। অনেকেই বলতে শুরু করেছে, পোড়ের নাকি আরসিবির হয়ে খেলছেন। এমনই হাস্যকর ঘটনায় মেতে উঠল বেঙ্গালুরু।
লোমরর ১৮ বলে ১৬ রানে ফিরে যেতেই ম্য়াচের পরিস্থিতি বদলাতে থাকে। অক্ষর প্যাটেল হার্ষালকে তুলে নেন। ঠিক পরের ওভারের প্রথম দুই বলে কুলদীপ যাদব ম্যাক্সওয়েল এবং দীনেশ কার্তিককে তুলে নিয়ে বড়সড় ঝটকা দেন। সেদিক থেকে দেখতে গেলে পরপর তিন বলে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আরসিবি। এমনটা যে হবে তা কল্পনাও করতে পারেননি ফাফ, বিরাট🍎 কোহলিরা। ম্যাচে ফিরে আসে দিল্লি। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে আরসিবি।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।