গুজরাট টাইটানসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। শেষ ওভারে যখন প্রয়োজন ২৯ রান, তখন কেকেআর সমর্থকরা ভেবেই নেয়, এই মরশুমের দ্বিতীয় হারের মুখ দেখতে হচ্ছে তাদের দলকে। কিন্তু ম্যাচের পর🎉িস্থিতি পুরো বদলে দেন রিঙ্কু সিং। শেষ ওভারে ৫টি ওভার বাউন্ডারি মেরে দলকে জেতান তিনি। এই রুদ্ধশ্বাস জয়ের পর স্বাভাবিক ভাবেই নায়ক হয়ে উঠেছেন রিঙ্কু।
গুজরাটের বিরুদ্ধে♓ এই জয় সানরাইজার্স হায়দরাবাদকে বেশ চাপে ফেলে দিল বলা চলে। আগামী ১৪ এপ্রিল ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। তার আগে এই জয় অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়ে তুলল শাহরুখ খানের দলকে। ক্রিকেট যে শেষ বলের খেলা, তা যেন ফের একবার প্রমাণিত হয়ে গেল। সেই সঙ্গে বলতেই হবে, রিঙ্কু যেভাবে ম্যাচ জেতালেন তা অবিশ্বাস্য। নাইট সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসও ধরা পড়েছে। প্রতি বলে তিনি যেমন ওভার বাউন্ডারি মারছিলেন তখনই নাইট সমর্থকদের উচ্ছ্বাস ধরা পড়েছে।
ওড়িশায় আয়োজিত আইপিএলেল ফ্যান পার্ক এমনই ছবি ধরা পড়েছে। ওড়িশা ফ্যান পার্কের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওভারের 🗹একেবারে শেষ বলে যখন রিঙ্কু ওভার বাউন্ডারি মেরে কেকেআরকে জেতালেন, তখন ওড়িশায় থাকা নাইট সমর্থকরা বাধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়লেন। তা হবে নাই বা কেন, শুধু মাত্র কেকেআর সমর্থকরাই নন, গুজরাটের বিরুদ্ধ যেভাবে ম্যাচ জিতল নাইটরা, তা যেকোনও রুদ্ধশ্বাস ম্যাচকে পিছনে ফেꦰলে দেবে। স্বাভাবিক ভাবেই, এই ম্যাচ ক্রিকেট প্রেমীদের মনে আলাদা জায়গা করে নিয়েছে।
শুধু ওড়িশার ফ্যান পার্ক নয়, দেশের এক𝓡াধিক ফ্যান পার্কেই এমন ছবি ধরা পড়েছে। যে শহরে কোনও আইপিএল দল নেই বা শহর থেকে অনেকটাই দূরে কোনও অঞ্চলে যেখানতকার সমর্থকরা মাঠে বসে আইপিএল দেখার থেকে বঞ্চিত হন, সেখানে মাঠের বসে আইপিএলের স্বাদ পেতে ফ্যান পার্ক আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিসিআই। কোনও একটি মাঠে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে ম্যাচ দেখানো হয়। শুধু খেলা দেখানোই নয়, সঙ্গে থাকে বিনোদন মূলক অনুষ্ঠানও। স্টেডিয়ামে না গিয়েও সেই সব সমর্থকরা ফ্যান পার্কের মাধ্যমে স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ পান।
গত কয়েক বছর ধরেই এই ফ্যান পার্ক চালু করেছে বিসিসিআই। সমর্থকদের ভিড✅়ও দেখা যায় এই ফ্যান পার্কগুলিতে। গত কয়েক দিন আগেই পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে ফ্যান পার্কের আসর বসে। সেখানেও ভিড় জমান অনেকে। সেই ফ্যান পার্কে দেখা যায় আইপিএল গভর্নিং বডির সদস্য তথা প্রাক♔্তন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াকেও।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।