যখন ক্রিকেটের অন্যতম সুন্দর শট কভার ড্রাইভের কথা হয়, তখন প্রত্যেকের মনে চোখ বন🍬্ধ করলেই যার নাম ভেসে ওঠে তিনি হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তা সেই শট মাটি কামড়ে যাক বা ফিল্ডারদের মাথার উপর থেকে। সেই শটের বেতাজ বাদশা কিং কোহলি। এবার সেই শটটি মেরে সবাইকে তাক লাগিয়ে দিলেন ২২ বছর বয়সী তরুণ ব্যাটার ধ্রুব জুরেল। আইপিএলে রাজস্থান রয়্যালস বনাম পঞ্জাব কিংস ম্যাচে রাজস্থানের হয়ে খেলা জ♒ুরেল ভারতীয় বোলার আর্শদ্বীপের বলে শটটি মারেন।
রাজস্থান রয়্যালসের তরুণ ব্যাটার জুরেল ১৫ বলে অপরাজিত ৩২ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন। একটা সময় রাজস্থানের জয় কার্যত নিশ্চিত হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত ৫ রানে ꦫম্যাচ হেরে যায় রাজস্থান। তিনি ১৯ ওভারে আর্শদ্বীপের বলে দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মেরে খেলা জমিয়ে দেন। শেষ ওভারে জেতার জন্য রাজস্থানের প্রয়োজন ছিল ১৬ রান। কিন্তু স্যাম কারানের অসাধারণ বোলিংয়ে ম্যাচ হেরে যায় তারা। জুরেল তাঁর ১৫ বলের ইনিংসে তিনটি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি মারেন। সবচেয়ে বেশি রান সংগ্রহ করেন আর্শদ্বীপের ওভারে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামেন জুরেল। ব্যাট করতে নেমে কভারের ওপর থেকে বল দর্শকদের মাঝে পৌঁছে দেন। সেই সময় ধারাভাষ্যকার হিসাবে কমেন্ট্রি বক্সে থাকা ইয়ান বিশপ এবং ক্রিস মরিস শান্ত থাকতে পারেননি। বিশপ বলতে থাকেন, 'ওহহহ! দুর্দান্ত। অসাধারন। ইমপ্যাক্ট প্লেয়ারের থেকে ইমপ্যাক্ট ফর্ম।'
তবে জুরেলের জন্য সবচেয়ে প্রশ🥃ংসা জনক মন্তব্যটি করেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার মরিস। তিনি বলেন, ‘একটি আশ্চর্যজনক ক্রিকেট শট এটা। পিছিয়ে থেকে কভারের উপর দিয়ে একটি সুন্দর শট। ইমপ্যাক্ট প্লেয়ার এটিই করতে এসেছে। বিরাট কোহলি সাবধান ধ্রুব কিন্তু পিছনেই আছে।’ এই শটের প্রভাব ব্যাটারের উপরেও পড়ে। জুরেল উত্তেজনার বশে নিজেকে ঘুসিও মারেন।
ম্যাচটি উত্তেজনা🔴 পূর্ণ হলেও শেষ পর্যন্ত পঞ্জাব নিজেদের স্নায়ু ধরে রেখে ম্যাচটি ছিনিয়ে নিয়ে যায়। ওই শটের পর জুরেল তিনটি বলের মুখোমুখি হন। একটি বাউন্ডারি মারেন। রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ সাত নম্বরে ব্যাট করতেন নামায় হেটমায়ারকে। যা তাদের কৌশলগত ভুল হয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজস্থান টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্তে সমালোচনাও করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।