২০২২ আইপিএলে দুম করে অধিনায়ক করে দে𝓡ওয়া হয়েছিল রবীন্দ্র জাদেজাকে। তাঁর নড়বড়ে নেতৃত্বে চেন্নাই সুপার কিংস একেবারে তলানীতে পড়ে গিয়েছিল। জাডড্ডুর নিজের পারফরম্যান্সও ছিল শোচনীয়। পরে তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। শেষের দিকে কিছু ম্যাচে চোটের অজুহাতে দল থেকেই বাদ দেওয়া হয় জাদেজাকে। চোট দেখিয়ে জাদেজাকে বসিয়ে দেওয়া হয়েছে বলেই দাবি তুলেছিল বিভিন্ন মহল। সেই সময়ে মহেন্দ্র সিং ধোনিকেই ফের নেতৃত্বের দায়িত্ব নিতে হয়েছিল।
এমন কী ২০২৩ আইপিএলে জাদেজাকে চেন্নাই সুপার কিংস রাখবে কি না সেই নিয়েও প্রশ্ন ছিল। যা খবর তাতে জাড্ডুকে ছেড়ে দিতেই চেয়েছিল সিএসকে ম্যানেজমেন্ট। জাদেজাও ক্ষোভ উগরেছিলেন চেন্নাইকে নিয়ে। তার পরেও তারকা অলরাউন্ডারের পাশে দাঁড়িয়েছিলেন মহেন্দ্র সিং ধোনিই। তাঁর কথাতেই ফের জাদেজাকে চলে রা♈খে সিএসকে ম্যানেজমেন্ট। যার হাতেগরম ফল তারা হাতেনাতে পেল। ২০২৩ আইপিএলে দল থেকে একপ্রকার বাদ পড়ে যাওয়া জাদেজার হাত ধরেই ট্রফি জিতল চেন্নাই।
আরও পড়ুন: মাত্র ১৫ ওভারের খেলা, IPL Final-এ চতুর্থ সর্বোচ্চ টܫোটাল চেসের রেকর্ড গড়ল CSK
ধোনির এ বারের দলের অন্যতম ধারাবাহিক ক্রিকেটারও ছিলেন রবীন্দ্র জাদেজা। এ বারের আইপিএলে ১৬ ম্যাচে মোট ২০টি উইকেট নিয়েছেন তারকা অলরাউন্ডার। ব্যাট হাতে খুব বেশি রান না করলেও, দরকারের সময় আসল কাজꦓটি করে দিয়েছেন। ফাইনালেই যেমন ছ’বলে ১৫ রান করেন। কিন্তু শেষ বলে চার আর তার আগের বলে ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়ে দেন তিবনি।
জাদেজার জন্ম গুজরাটেই। আর সেই রাজ্যের মাঠেই জ্বলে উঠল জাড্ডুর ব্যাট। নিজের রাজ্যের দলকে হারিয়ে শিরোপা জেতাতে শেষ বাজিমাত করলেন জাদেজাই। শেষ দুই বল๊ে ছয় আর চার মেরে হয়ে গেলেন শিরোপা জয়ের আসল নায়ক। শেষ ওভারে প্রয়োজন ছিল ১০ রান।
আরও পড়ুন: ভালো মানুষের সঙ্ℱগে তো ভালোই হয়- ধোনি প𝓰্রেম কাটছে না হেরো হার্দিকের
ডাগআউটে চোখ বন্ধ করে বসেছিলেন ধোনি। গ্যালারিতে কয়ꦆেকটা উদ্বিগ্ন মুখ। কে ভেবেছিল এই জায়গা থেকে জিতবে চেন্নাই সুপার কিসং! কিন্তু অসম্ভবকে সম্ভব করলেন জাড্ডু। শেষ দুই বলে পরপর ছয় এবং চার। ভূমিপুত্রের কাছেই হার গুজরাটের। শেষ বল সুইপ করেই সেলিব্রেট করতে শুরু করেন জাদেজা। মাঠে ঢুকে পড়ে চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা। কিন্তু তখনও সাইডলাইনে চোখ বন্ধ করে বসে ধোনি। জানেন না দল জিতে গিয়েছে। সটান দলনেতার কাছে ছুটে যান জাদেজা। জাড্ডুকে কোলে তুলে নেন ধোনি। নিঃসন্দেহে ঐতিহাসিক জয়।
ম্যাচ শেষে জাদেজা এই জয় ধোনিকে উৎসর্গ করেন। তিনি বলেন, ‘আমাদের দলের বিশেষ সদস্🅰যের নাম, মহেন্দ্র সিংহ ধোಌনি। তাঁকে এই জয় উৎসর্গ করছি। যে মাঠেই খেলতে গিয়েছি বিশাল সমর্থন পেয়েছি। সেই সব সমর্থককে ধন্যবাদ।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।