Chennai Super Kings vs Gujarat Titans IPL 2023 Final Live Score: আমদাবাদে ৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলে প্রবল বৃষ্টি। তাই রবিবার অনুষ্ঠিত হয়নি চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটানস আইপিএল ২০২৩-এর ফাইনাল ম্যাচ।
লিগ টেবিলꦑের এক নম্বরে থেকে আইপিএল ২০২৩-এর প্লে-অফে উঠলেও প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের কাছে হার মানতে হয় গুজরাট টাইটানসকে।ౠ পরে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বইকে হারিয়ে এবার টুর্নামেন্টের ফাইনালে ফের সেই চেন্নাই সুপার কিংসের মুখোমুখি টাইটানস। চেন্নাই এই নিয়ে মোট ১০ বার আইপিএলের ফাইনালে উঠেছে। গুজরাট আইপিএলে আত্মপ্রকাশেই পরপর ২ বছর খেতাবি লড়াইয়ের যোগ্যতা অর্জন করে। এখন দেখার যে, আমদাবাদের ফাইনালে প্রতিপক্ষটে টেক্কা দিয়ে ট্রফির দখল নেয় কারা। চেন্নাই জিতলে এটি তাদের ৫ নম্বর আইপিএল খেতাব হবে। গুজরাট জিতলে টানা ২ বছর আইপিএল চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়বে তারা।
28 May 2023, 11:03 PM IST
রিজার্ভ ডে-তে গড়াল ম্যাচ
রাত ১১টা নাগাদ বৃষ্টি থামলেও ম্যাচ শুরু করা গেল না। আম্পায়াররা মাঠ পরিদর্শন করে দু'দলের কোচের সঙ্গে কথা বলেন এবং নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেন। রবিবার ম্যাচ ভেস্তে যাওয়ায় আইপিএল ২০২৩-এর ফাইনাল গড়াল রিজার্ভ ডে-তে। সুতরাং, সোমবার পুনরায় নির্ধারিত সূচি অনুযায়ী আয়োজিত হবে চেꦐন্নাই বনাম গুজরাটের খেতাবি লড়াই। বৃষ্টি বাধ না সাধলে ম্যাচ যথারীতি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
28 May 2023, 10:39 PM IST
গুরুত্বপূর্ণ আপডেট দিলেন আম্পায়াররা
দুই আম্পায়ার নীতীন মেনন ও রড টাকার জানিয়ে দেন যে, তাঁরা চেষ্টা করবেন ম্যাচ যাতে আজই অনুষ্ঠিত হয়। তবে রাত ১১টার মধ্যে বৃষ্টি না থামলে ১♍২টা ৬ মিনিটে ম্য়াচ শুরুর করা সম্ভব হবে না। কেননা মাঠকর্মীদের ১ ঘণ্টা লাগবে খেলার মতো পরিস্থিতি তৈরির জন্য। সুতরাং, ১১টার সময়েউ স্পষ্ট হয়ে যাবে, খেলা রিজার্ভ ডে-তে গড়াবে কিনা।
28 May 2023, 10:06 PM IST
১৭ ওভারের ম্যাচও সম্ভব নয়
ঘড়ির কাঁটা রাত ১০টা টপকানো মাত্রই♔ নিশ্চিত হয়ে যায় যে, ১৭ ওভার প্রতি ওভারের খেলাও আয়োজন করা সম্ভব নয়। যদিও ম্যাচ রিজার্ভ ডে-র দিকেই এগচ্ছে বলে মনে হচ্ছে।
28 May 2023, 09:28 PM IST
ফের ফিরল বৃষ্টি, ওভার কমা নিশ্চিত
আম্পায়াররা মাঠ পরিদর্শনে নেমে পড়েছিলেন। তবে ফের ♒বৃষ্টি নামায় সকলকে ফিরতে হয় সাজঘরে। ফের ঢাকা পড়ে পিচ। খেলা যদি শুরুও হয়, তবে ওভার কমা নিশ্চিত। রাত ১০টায় খেলা শুরু হলে ১৭ ওভার প্রতি ইনিংসের ম্যাচ আয়োজিত হবে। ১০টা ৩০ মিনিটে শুরু হলে ১৫ ওভার প্রতি ইনিংসের ম্যাচ হবে। রাত ১১টায় খেলা শুরু হলেಌ ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ ওভার প্রতি ইনিংসের।
28 May 2023, 09:11 PM IST
তুলে ফেলা হচ্ছে কভার
বৃষ্টি থেমেছে। মাঠ থেকে কভার তুলে ফেলা হচ্ছে। দু'দলের ক্রিকেটাররা ইতিমধ্য🌼েই মাঠে নেমে পড়েছেন। গা ঘামাতে শুরু করেছেন তাঁরা। মাঠে দেখা যাচ্ছে বিসিসিআই কর্তাদেরও।
28 May 2023, 08:50 PM IST
মুহূর্তের জন্য থেমে ফের শুরু বৃষ্টি
আশার আলো দেখিয়েও ফের আঁধার নামল আমদাবাদে। থেমে গিয়েছিল 👍বৃষ্টি। মাঠকর্মীদের তৎপরতা দেখা গিয়েছিল তড়িঘড়ি। দর্শকরা ধীরে ধীরে গ্যালারিতে ফিরতে শুরু করেছিলেন। যদিও মাঠের যা অবস্থা ছিল, তাতে তড়িঘড়ি ম্যাচ শুরু হওয়ার কোনও সম্ভাবনা ছিল না। অবশ্য মুহূর্তের বিরাম শেষে ফের ঝেঁপে বৃষ্টি নামে আমদাবাদে।
28 May 2023, 08:32 PM IST
বৃষ্টি কমতেই কাজ শুরু সুপার সপারের
বৃষ্টি হালকা হতেই মাঠে নামে সুপার সপার। মাঠ থেকে জমা জল তুলে ফেলার কাজ শুরুর করেছেন মাঠকর্মীরা। যদিও 🌠কিছুক্ষণ𒊎ের মধ্যেই পুনরায় ফিরে আসে বৃষ্টি।
28 May 2023, 08:25 PM IST
৫ ওভার প্রতি ইনিংসে ম্যাচ শুরু হতে পারে কখন
২০ ওভার প্রতি ইনিংসের ম্যাচ শুরু হওয়ার কাট অফ টাইম রাত ৯টা ৩৫ মিনিট। রাত ১২টা ৬ মিনিটে ৫ ওভার প্র🌞তি ইনিংসের ম্যাচ শুরু করা যেতে পারে। তার পরে আর ম্যাচ শুরু করা সম্ভব নয়।
আশঙ্কাই সত্যি হল। প্রবল বৃষ্টিতে পিছিয়ে গেল টসের সময়। বেশ কিছুꦕক্ষণ ধরে টানা বৃষ্টি চলছে। সুতরাং, ম্যাচ দেরিতে শুরু হওয়াই কার্যত নিশ্চিত।
28 May 2023, 06:36 PM IST
বৃষ্টি শুরু আমদাবাদে
আইপিএল ২০২৩-এর আগে ক্রিকেটপ্রেমীদের জন্য দুঃসংবাদ। বৃষ্টি শুরু আমদাবাদে। পিচ ঢাকা দেওয়া হয়েছ🐼ে ইতিমধ্যেই। ম্যাচ নির💦্ধারিত সময়ে শুরু হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। দ্বিতীয় কোয়ালিফায়ারের মতো ফাইনাল ম্যাচও দেরিতে শুরু হতে পারে।
28 May 2023, 06:30 PM IST
মাইলস্টোনের সামনে ধোনি
আমদাবাদে গুজরাট টাইটানসের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর ফাইনাল ম্যাচটি হতে চলেছে মহেন্দ্র সিং ধোনির কেরিয়ারের ২৫০তম আইপিএল ম্যাচ♒𒊎। প্রথম ক্রিকেটার হিসেবে এমন দুর্দান্ত মাইলস্টোন ছুঁতে চলেছেন চেন্নাই দলনায়ক।
28 May 2023, 06:26 PM IST
কোন পথে ফাইনালে গুজরাট
১. চেন্নাইকে ৫ উইকেটে হারিয়ে দেয়। ২. দিল্লিকে ৬ উইকেটে হারিয়ে দেয়। ৩. কলকাতার কাছে ৩ উইকেটে হেরে যায়। ৪. পঞ্জাবকে ৬ উইকেটে হারিয়ে দেয়। ৫. রাজস্থানের কাছে ৩ উইকেটে হেরে যায়। ৬. লখনউকে ৭ রানে হারিয়ে দেয়। ৭. মুম্বইকে ৫৫ রানে হারিয়ে দেয়। ৮. কলকাতাকে ৭ উইকেটে হারিয়ে দেয়। ৯. দিল্লির কাছে ৫ রানে হেরে যায়। ১০. রাজস্থানকে ৯ উইকেটে হারিয়ে দেয়। ১১. লখনউকে ৫৬ রানে হারিয়ে দেয়। ১২. মুম্বইয়ের কাছে ২৭ রানে হেরে যায়। ১৩. হায়দরাবাদকে ৩৪ রানে হারিয়ে দেয়। ১৪. আরসিবিকে ৬ উইকেটে হারিয়ে দেয়। ১৫. প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইয়ের কাছে ১৫ রানে হেরে যায়। ১৬. দ্বিতীয় কোয়ালিফায়া𝔍রে মুম্বইকে ৬২ রানে হারিয়ে দেয়।
28 May 2023, 06:18 PM IST
কোন পথে ফাইনালে চেন্নাই
১. গুজরাটের কাছে ৫ উইকেটে হেরে যায়। ২. লখনউকে ১২ রানে হারিয়ে দেয়। ৩. মুম্বইকে ৭ উইকেটে হারিয়ে দেয়। ৪. রাজস্থানের কাছে ৩ রানে হেরে যায়। ৫. আরসিবিকে ৮ রানে হারিয়ে দেয়। ৬. হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে দেয় ৭. কলকাতাকে ৪৯ রানে হারিয়ে দেয়। ৮. রাজস্থানের কাছে ৩২ রানে হেরে যায়। ৯. পঞ্জাবের কাছে ৪ উইকেটে হেরে যায়। ১০. লখনউ বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। ১১. মুম্বইকে ৬ উইকেটে হারিয়ে দেয়। ১২. দিল্লিকে ২৭ রানে হারিয়ে দেয়। ১৩. কলকাতার কাছে ৬ উইকেটে হেরে যায়। ১৪. দিল্লিকে ৭৭ রানে হারিয়ে দেয়। ১৫. প্রথম কোয়ালিফায়ারে গুজরাটকে ১৫ রানে 🌱হারিয়ে দেয়।
১. সব থেকে বেশি ১০ বার আইপিএলের ফাইনালে ওঠে চেন্নাই। ২. সব থেকে বেশি ১২ বার আইপিএলের শেষ চারে পৌঁছয় সিএসকে। ৩. দ্বিতীয় সর্বোচ্চ ৪ বার আইপিএল চ্যাম্পিয়ন হয় চেন্নাই। ৪. সব থেকে বেশি ৫ বার আইপিএলে রানার্স হয় সিএসকে। ৫. মোটে দু'বার আইপিএলের প্লে-অফে উঠতে ব্যর্থ হয় চেন্নাই। ৬. দু'টি মরশুমে আইপিএল থেকে নির্বাসিত থাকে সিএসকে। ৭. ভারতে অনুষ্ঠিত হোম-অ্যাওয়ে ভিত্তিক আইপিএলে প্রতিবার ফাইনালে ওঠে চেন꧂্নাই সুপার কিংস।
28 May 2023, 05:22 PM IST
মুখোমুখি লড়াইয়ে এগিয়ে গুজরাট
আমদাবাদেই আইপিএল ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নেমেছিল গুজরাট। সেই ম্যাচে ধোনিদের পরাজিত করেন হার্দিকরা। পরে প্রথম কোয়ালিফায়ারে গুজরাটকে হারিয়ে চলতি মরশুমে মুখোমুখি লড়াইয়ের হিসাব ১-১ করে চেন্নাই। যদিও সার্বিকভাবে চেন্নাই ও গুজরাট এর আগে আইপিএলে মোট ৪টি ম্য়াচে মাঠে নেমেছে। ৩টি ম্যাচ জিতেছে গুজরাট এবং ১টি ম্যাচ জিতে♉ছে চেন্নাই।
28 May 2023, 04:56 PM IST
রেকর্ড ছোঁয়ার হাতছানি চেন্নাইয়ের সামনে
মুম্বই ইন্ডিয়ান্স এখনও পর্যন্ত সব থেকে বেশি ৫ বার আ𓆉ইপিএলের ট্রফি ঘরে তুলেছে। চেন্নাই সুপার কিংস আইপিএল চ্ꦿযাম্পিয়ন হয়েছে ৪ বার। সুতরাং, এবার ফাইনালে গুজরাটকে হারাতে পারলে ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়ে মুম্বই ইন্ডিয়ান্সের রেকর্ড ছুঁয়ে ফেলবেন মহেন্দ্র সিং ধোনিরা।
28 May 2023, 04:47 PM IST
ইতিহাস গড়ার হাতছানি গুজরাটের সামনে
গুজরাট টাইটানস গত বছরে আই🌄পিএলের আঙিনায় আত্মপ্রকাশ করেছে। প্রথম বছরেই তারা ট্রফি জেতে। সুতরাং, এবারও যদি আইপিএলের খেতাব জিততে পারেন হার্দিক পান্ডিয়ারা, তাহলে নতুন ইতিহাস রচিত হবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে। কেননা টুর্নামেন্টে আত্মপ্রকাশেই পরপর ২ বার আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি কোনও দল।