কথায় আছে 'মর্নিং শোজ দ্য ডে'। চেন্নাই সুপার কিংসের মুকেশ চৌধরী বোধহয় সেই সকালটাই দে𓂃খিয়ে দিল চেন্নাইকে। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের ভোরের আভার বিচ্ছুরণ ঘটল চেন্নাইয়ের ২৫ বছরের তরুণের হাত ধরে।
বৃহস্পতিবার টসে জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে ব্যাট করতে পাঠায় সিএসকে। আ🔴র প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই শিবিরে যেন বড় দু'টি বিস্ফোরণ ঘটে যায়। আর সেটা ঘটান চেন্নাইয়ের মুকেশ। প্রথমে ওভারের দ্বিতীয় বলে রোহিত শর্মাকে সাজঘরে ফেরান তিনি। তাও রোহিত ২ বল খেলে ০ করে আউট হন। আর ওভারের পঞ্চম বলে বোল্ড করেন ইশান কিষাণকে। প্রথম বলেই বোল্ড হন ইশান। শূন্য রানে মুম্বইয়ের দুই তারকা ফিরিয়ে চাপে ফেলে দ🌌েয় বিপক্ষকে। আর প্রথম ওভারের সেই ধাক্কাটাই যেন গোটা দলের উপর পড়ে। যার নিট ফল, ৩ উইকেটে নিজেদের সপ্তম ম্যাচেও হারতে হয় মুম্বইকে।
ম্যাচের পর মুকেশ বলেন, ‘আমি কখনও ভাবিনি ক্রিকেট খেল൩ব। পুনের বোর্ডিং স্কুলে ছিলাম, আমাদꦇের এক ঘণ্টা খেলার সময় ছিল। এবং আমি সেখানে সব ধরনের খেলাধূলা করতাম। এখন ক্রিকেট খেলার চেষ্টা করছি এবং ভালো করতে চাইছি।’
আরও পড়ুন: মোট ৩ বার শেষ ওভারে ১৫-র বেশি করে জেতালেন ধোনি, অন্যরা𓂃 ক'বার করেছেন?
আরও পড়ুন: ফের ব্যর্থ রোহিত, ফিরলেন শ♋ূন্যতে, IPL-এর ইতিহাসে লজ্জার নজিরও গড়লেন
এ দিনের ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, ‘পাওয়ার-প্লেতে ভালো বল করতে হবে, কারণ এখানে ৩ ওভার বল করতে হচ্ছে আমাকে। আসলে কোন চাপ নেই। আসলে চারপাশে এত বড় বড় খেলোয়াড়, সব চাপ নিজে থেকেই দূর হয়ে যায়। আমি শুধু একট𒁏ি ভাল সময় খেলতে এবং নিজেকে উপভোগ করতে চাই।’
তবে ২ উইকেট নিয়েই খিদে কমনি মুকেশের। তিনি তৃতীয় ওভারের শেষ বলে ডেওয়াল্ড ব্রেভিসকেও আউট করেন। বেবি এবি-ও এ দিন ব্যর্থ হন। ৭ বল খেলে ཧমাত্র ৪ রান করেন তিনি। ৩ ওভার বল ক𒀰রে ১৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন মুকেশ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।