আমদাবাদে বৃষ্টির জন্য রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নির্ধারিত সময়ে শুরু করা যায়🌳নি আইপিএল ২০২৩-এর ফাইনাল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বদলাতে থাকে ম্যাচের প্লেয়িং কন্ডিশন। শেষমেশ ভেস্তে যায় রবিবারের খেলা। ম্যাচ গড়ায় রিজার্ভ ডে-তে। একঝলকে দেখে নেওয়া যাক, কখন ম্যাচ শুরু হলে কত ওভারের খেলা আয়োজন করা যাবে, আইপিএলের নিয়ম কী বলছে।
আইপিএল ফাইনালের প্লেয়িং কন্ডিশন:-টসের সময়: সন্ধ্যা ৭টায় টস অনুষ্ঠিত হওয়ার কথা।ম্যাচ শুরু: ৭টা ৩০ মিনিটে ম্যাচ শুরু হওয়ার কথা।
২০ ওভারের ম্যাচের জন্য কাট অফ টাইম: রাত ৯টা ৩৫ মিনিট। এক্ষেত্রে ৩০ মিনিটের ইনিংসের বিরতি এবং প্রতি ইনিংসে ২টি করে স্ট্র্যাট﷽েজিক টাইম-আউট দেখা যাবে।🍌
১৯ ওভারের ম্যাচের জন্য কাট অফ টাইম:🎃 রাত ৯টা ৪৫ মিনিট। এক্ষেত্রেও ৩০ মিনিটের ইনিংসের বিরতি এবং প্রতি ইনিংসে ২টি করে স্ট্র্যাটেজিক টাইম-আউট দেখা যাবে।
১৭ ওভারের ম্যাচের জন্য কাট অফ টাইম: রাত ১০টা। এক্ষেত্🌃রেও ৩০ মিনিটের ইনিংসের বিরতি এবং প্রতি ইনিংসে ২টি করে স্ট্র্যাটেজিক টাইম-আউট দেখা যাবে।
১৫ ওভারের ম෴্যাচের জন্য কাট অফ টাইম: রাত ১০টা ১৫ মিনিট। এক্ষেত্রেও ৩০ মিনিটের ইনিংসের বিরতি এবং প্রতি ইনিংসে ২ট��ি করে স্ট্র্যাটেজিক টাইম-আউট দেখা যাবে।
আরও পড়ুন:- CSK vs GT IPL Fi🅠nal: শেষমেশ সত্যি হল আশঙ্কা, রবিবারের আইপিএল ফাইনাল খেলা হবে সোমবার
বিরতি👍র সময় কমিয়ে ১৫ ওভারের ম্যাচের জন্য কাট অফ ❀টাইম: রাত ১০টা ৩০ মিনিট। এক্ষেত্রে ২০ মিনিটের ইনিংসের বিরতি এবং প্রতি ইনিংসে ২টি করে স্ট্র্যাটেজিক টাইম-আউট দেখা যাবে।
১৪ ওভারের ম্যাচের জন্য কাট অফ টাইম: রাত ১০টা ৪৫ মিনিট। এক্ষেত্রে ২০ মিনিটের ইনিংসের বিরতি দেখা 🌄যাবে। তবে কোনও স্ট্র্যাটেজিক টাইম-আউট দেখা যাবে না।
১২ ওভারের ম্যাচের জন্য কাট অফ 𒆙টাইম: রাত ১১টা। এক্ষেত্রেও ২০ মিনিটের ইনিংসের বিরতি দেখা যাবে। তবে কোনও স্ট্র্যাটেজিক টাইম-আউট দেখা যাবে না।
১০ ওভারের ম্যাচের জন্য কাট অফ টাইম: রাত ১১টা ১৫ মিনিট। এক্ষেত্রেও 🍌২০ মিনিটের ইনিংসের বিরতি দেখা যাবে। তবে কোনও স্ট্র্যাটেজিক টাইম-আউট দেখা যাবে না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।