GT vs DC: নো-বলে রান-আউট, ধোনির কৌশল কাজে লাগিয়ে ওয়ার্নারকে ফেরালেন রশিদ খান- ভিডিয়ো
1 মিনিটে পড়ুন Updated: 02 May 2023, 09:48 PM IST-
ওয়ার্নার কার্যত মাঝপিচে পৌঁছে গিয়েছিলেন, ফলে তাঁর পক্ষে ইউটার্ন নিয়ে বোলিং ক্রিজে ফিরে আসা সম্ভব ছিল না। ফিল্ডার রশিদ খান এক্ষেত্রে বুদ্ধ🍬িমত্তার পরিচয় দেন। তিনি স্টাম্পে বল না ছুঁড়ে নিজে দৌড়ে স্টাম্পের কাছে পৌঁছে যান এবং কোনও ঝুঁকি না নিয়ে বল-সহ হাত দিয়ে বেল ফেলে ওয়ার্নারের সাজঘরে ফেরা নিশ্চিত করেন।
রশিদ যদি বল ছুঁড়তেন তবে রান-আউট মিস হওয়ার সম্ভাবনা থাকত। কেননা স্টাম্পের পিছনে কোনও ফিল্ডার ছিলেন না। তাই সরাসরি বল স্টাম্পে না লাগলে বেঁচে যেতে পারতেন ওয়ার্নার। অতীতে মহেন্দ্র সিং ধোনিক💝ে কিপিং করার সময় এমন কৌশল অবলম্বন করতে দেখা গিয়েছে। দৌড়ে এসে স্টাম্পে বল লাগিয়ে ব্যাটসম্যানকে রান-আউট করতে দেখা গিয়েছে মাহিকে। ধোনির মতো সেই কৌশলই কাজে লাগান রশিদ। ফলে ব্যক্তিগত ২ রানে মাঠ ছাড়তে হয় ডেভিডকে। প্রিয়ম গর্গ অবশ্য এক্ষেত্রে নিজের উইকেট ছুঁড়ে দিয়ে ওয়ার্নারকে বাঁচাতে পারতেন, তবে তিনি নিজের উইকেট বাঁচিয়ে ক্যাপ্টেনকে সাজঘরের পথে ঠেলে দেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।