IPL 2023-এ গুজরাট টাইটানস তাদের প্রথম পরাজয়ের সম্মুখীন হল। রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট ৩ উইকেটে হারল। গুজরাট ২০৫ রানের লক্ষ্য দিয়েছিল কলকাতাকে। যা কেকেআর শেষ বলে অর্জন করে।
IPL 2023 এর ১৩ তম ম্যাচে, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের বিজඣয় রথ থামিয়ে দিল🏅 কলকাতা নাইট রাইডার্স।
09 Apr 2023, 07:31 PM IST
রিঙ্কুর ঝড় উড়ে গেল গুজরাট
২০তম ওভারে কেকেআরের💃 জয়ের জন্য ২৯ রান দরকার ছিল যশ দয়ালের ওভারে রিংকু সিং গুজরাটের চোয়াল থেকে জয় ছিনিয়ে নিয়ে আসে। উমেশ যাদব (অপরাজিত ৫) ওভারের প্রথম বলে সিঙ্গেল নেন, এরপর টানা পাঁচটি ছক্কা মেরে কলকাতাকে জয়ী করেন রিংকু সিং।
09 Apr 2023, 07:24 PM IST
গুজরাটের বিজয়রথ থামিয়ে দিল কলকাতা
শেষ ওভারে পাঁচটা ছক্কা মে✅রে গুজারেট বিজয় রথ থামিয়ে দিল কলকাতা। এমন অসম্ভব কাজটি সম্ভব করে দেখালেন কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং। যশ দওয়ালের শেষ ওভারে একটি রান নেন উমেশ যাদব। তারপর পরপর পাঁচট𓂃া ছক্কা মেরে ম্যাচ জেতান রিঙ্কু।
09 Apr 2023, 07:19 PM IST
রিঙ্কুর ঝড় উড়ে গেল গুজরাট
দারুণ একটা ইনিংস 𓆉খেললেন রিঙ্কু সিং। যশ দওয়ালের শেষ ওভারে পরপর চারটি ছক্কা মেরে ম্য়াচ রঙ বদলে দিয়েছিলেন রিঙ্কু সিং। ম্যা𒐪চের শেষ বলে দরকার ছিল চার রান। শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জেতালেন রিঙ্কু সিং।
09 Apr 2023, 07:13 PM IST
১৯ ওভার শেষে KKR-এর স্কোর ১৭৬/৭
ম্য়াচ জিতত🎉ে হলে কলকাতা নাইট রাইডার্সকে ছয় বলে ২৯ রান করতে হবে। এই ওভারের ১২ রান নেয় কলকাতা। রিঙ্কু এই ওভারে একটি ছক্কা ও একটি চার মারেন।
09 Apr 2023, 07:09 PM IST
১৮ ওভার শেষে KKR-এর স্কোর ১৬২/৭
কলকাতা ম্যাচ জিততে হলে শেষ ১২ বলে ৪৩ রান প্রয়োজন। রিঙ্কু সিং ১১ বলে ৭ রান করে খেলছেন এবং ৪ বলে ৩ রান করে উমেশ যাদব🃏 ব্যাট করছেন।
09 Apr 2023, 07:04 PM IST
রশিদ খানের হ্যাটট্রিক
আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও শার্দুল ঠাকুরকে আউট করে হ্যাটট্রিক করলেন গুজরাট টাইটানসের ক্যাপ্টেন রশিদ খান। ১৭তম ওভারে ম্য়🍎াচ ঘুরিয়ে দেওয়ার বোলিং করলেন তিনি। এই ওভারে ২ রান দিয়ে তিন উইকেট নিলেন তিনি। ১৮ বলে ৪৮ রান করলে তবে জিততে পারবে কলকাতা।
09 Apr 2023, 06:59 PM IST
আউট সুনীল নারিন
রাসেলের পরে আউট হলেন সুনীল নারিন। রশিদ খানের বলে ছক্কা মারতে গি﷽য়ে জয়ন্ত যাদবের হাতে ক্যাচ দেন নারিন।
09 Apr 2023, 06:57 PM IST
আউট আন্দ্রে রাসেল
মাত্র এক রান করে আꦉউট হলেন আন্দ্রে রাসেল। রশিদ খানের বলে ভরতের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন রাসেল।
09 Apr 2023, 06:54 PM IST
১৬ ওভার শেষে KKR-এর স্কোর ১৫৫/৪
গুজরাটের হয়ে দারুণ একটা ওভার করলেন আলজারি জোসেফ। মাত্র ছয় রান দিয়ে একটি উইকেট শিকার করলেন তিনি। আনꦡ্দ্রে রাসেল ব্য়াট🧜 করতে নামলেন। ম্যাচ জিততে কলকাতার ২৪ বলে ৫০ রান দরকার।
09 Apr 2023, 06:52 PM IST
আউট বেঙ্কটেশ আইয়ার
৪০ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ বলে ৮৩ রান করে আউট হলেন বেঙ্কটেশ আইয়ার। আলজারি জোসেফের বলে বড় শট মারতে গিয়ে বাউন্ডারিতে শুভমন গিলের হাতে ধরা দিয়ে সাজঘরে ফেরেন বেঙ্কটেশ।
09 Apr 2023, 06:45 PM IST
১৫ ওভার শেষে KKR-এর স্কোর ১৪৯/৩
ঝড় তুলেছেন বেঙ্কটেশ আইয়ার। ৩৭ বলে ৭৯ রান করেছেন। তিনি এখনও পাঁচটি ছক্কা ও সাতটি চার মেরেছꦜেন। কলকাতাকে ম্যাচ জিততে হলে ৩০ বলে করতে হবে ৫৬ রান।
09 Apr 2023, 06:39 PM IST
১৪ ওভার শেষে KKR-এর স্কোর ১৩২/৩
মাত্র চার দিলেন আলজারি জোসেফ। এই ওভারে একটি উইকেট নিলেন তিনি। একদিকে বেঙ্কটেশ লড়াই চালাচ্ছেন। তাঁকে সঙ্গ দিতে মাঠে নেমেছেꦕন রিঙ্কুᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ সিং।
09 Apr 2023, 06:35 PM IST
আউট নীতিশ রানা
মাত্র পাঁচ রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করলেন নীতিশ রানা। ২৯ বলে ৪৫ রান করে আলজারি জোসেফের বলে মহম্মদ শামির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন নীতিশ রানা।&n﷽bsp;
09 Apr 2023, 06:33 PM IST
১৩ ওভার শেষে KKR-এর স্কোর ১২৭/২
ম্যাচ জিততে হলে ৪২ বলে কলকাতার দরকার ৭৭ রান। এই ওভারে ১২ রান নিল কলকাতা নাইট🦩 রাইডার্স। আর পাঁচ রান করলেই অর্ধশতরান করবেন নীতিশ রানা।
09 Apr 2023, 06:29 PM IST
১২ ওভার শেষে KKR-এর স্কোর ১১৬/২
যশ দওয়ালের এই ওভারে পঞ্চাশ করলেন🅺 বেঙ্কটেশ আইয়ার। এছাড়াও ১০০ রান টপকাল কলকাতা। এই ওভারে ১৭ রান তুলল কলকাতা নাইট রꦍাইডার্স।
09 Apr 2023, 06:26 PM IST
বেঙ্কটেশের পঞ্চাশ
💞মাত্র ২৬ বলে হাফ সেঞ্চুরি করলেন বেঙ্কটেশ আইয়ার। এই ইনিংসে তিনি তিনটি ছক্কা ও পাঁচটি চার মারলেন।
09 Apr 2023, 06:25 PM IST
১১ ওভার শেষে KKR-এর স্কোর ৯৯/২
রশিদ খানের এই ওভারে ১৩ রান তুলল কলকাতা। এই ওভারে বেঙ্কটে🍃শ একটি ছক্কা মারেন ও নীতিশ রানা একটি চার মারেন।
09 Apr 2023, 06:24 PM IST
১০ ওভার শেষে KKR-এর স্কোর ৮৬/২
১৮𓂃০.৯৫ স্ট্রাইক রেটে ব্যাট করছেন বেঙ্কটেশ, ১৩৮.৮৯ স্ট্রাইক রেটে ব্যাট করছেন নীতিশ রানা। জিততে ৬০ বলে কলকাতার ১১৯ রান দরকার।
09 Apr 2023, 06:15 PM IST
৯ ওভার শেষে KKR-এর স্কোর ৭৮/২
৩০ বলে ৫০ রানের পার্টনারশিপ গড়লেন নীত🌟িশ রানা ও বেঙ্কটেশ আইয়ার। রশিদ খানের এই ওভারে ১০ রান নিল কলকাতা। নীতিশ ১৫ বলে ২৪ রান করেছেন এবং ১৯ বলে ৩৩ রান করে খেলছেন বেঙ্কটেশ।
09 Apr 2023, 06:11 PM IST
৮ ওভার শেষে KKR-এর স্কোর ৬৮/২
আলজারি জোসেফের এই ওভারে ২টো ছক্কা মারলেন নীতিশ র🍰ানা। ১২ বলে ১৮ রান করেছেন। ১৬ বলে ২৯ রান করেছেন বেঙ্কটেশ আইয়ার।
09 Apr 2023, 06:06 PM IST
৭ ওভার শেষে KKR-এর স্কোর ৫৬/২
নীতিশ রানা ৬ বলে ৬ রান করে খেলছেন এবং বেঙ্কটেশ আইয়ার ১৬ বলে ২৯ রান🐟 করে অপরাজিত রয়েছেন। যশ দয়ালের এౠই ওভারে ১৩ রান নিল নাইট রাইডার্স।
09 Apr 2023, 06:02 PM IST
৬ ওভার শেষে KKR-এর স্কোর ৪৩/২
শেষ হল পাওয়ার প্লে। কলকাতা ২ উইকেটের বিনিময়ে ৪৩ রান তুলল। বেঙ্কটেশ আইয়ার ১৩ বলে ১৮ 🐬রান করে খেলছেন এবং নীতিশ রানা ৩ ব✤লে ৪ রান করে খেলছেন।
09 Apr 2023, 05:56 PM IST
৫ ওভার শেষে KKR-এর স্কোর ৩৭/২
এই ওভারটি মহম্মদ শামি কর🦋লেন। এই ওভারে তিনি ৯ রান নিলেন। নীতিশ রানার দিকে গোটা নাইট শিবির তাকিয়ে রয়েছে।
09 Apr 2023, 05:53 PM IST
৪ ওভার শেষে KKR-এর স্কোর ২৮/২
জশ লিটল এই𝔉 ওভারে মাত্র ২ রান খরচ করলেন। এই ওভা🐻রে তিনি একটি উইকেট নিলেন।
09 Apr 2023, 05:51 PM IST
আউট এন জগদীশন
৮ বলে ৬ রান করে সাজঘরে ফিরলেন🍸 এন জগদীশন। ২৮ রানে নিজেদের দ্বিতীয় উইকেট হারাল কলকাতা ন𒐪াইট রাইডার্স। জোশ লিটিল ফেরালেন এন জগদীশনকে।
09 Apr 2023, 05:46 PM IST
৩ ওভার শেষে KKR-এর স্কোর ২৬/১
ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে মাঠে নামলেন বেঙ্কটেশ আইয়ার। মাঠে নেমেই ছক্কা হাঁকান তিনি। ღশামির এই ওভারে একটি উইকেট হারালেও ১২ রান নিল কলকাতা নাইট রাইডার্স।
09 Apr 2023, 05:44 PM IST
আউট রহমানউল্লাহ গুরবাজ
১২ বলে ১৫ রান করে আউট হলেন রহমানউল্লাহ গুরবাজ। শামির বলে বড় হিট করতে যান। বল ব্যাটে কানেক্ট হয়নি। বল যায় কেএস ভꦰরত ও যশ দয়ালের কাছে। সেই সময়ে দারুণ ক্যাচ ধরেন যশ দয়াল। ২০ রানের মাথায় প্রথম উইকেট হারায় কলকাতা।
09 Apr 2023, 05:40 PM IST
২ ওভার শেষে KKR-এর স্কোর ১৪/০
রহমানউল্লাহ গুরবাজ ৯ বলে ৯ রান করে খেলছেন, এন জগদীশন ৩ বলে ৫ রান করে🦂 খেলছেন। জোশ লিটল নিজের প্রথম ওভারে ১২ রান দিলেন।
09 Apr 2023, 05:35 PM IST
১ ওভার শেষে KKR-এর স্কোর ২/০
রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে ব্যাট করতে নামলেন এন জগ⛄দীশন। প্রথম ওভারে বল করে মাত্র ২ রান খরচ করলেন মহম্মদ শামি
গুজরাট নির্ধারিত ২০ ওভারে ২০৪ রান তুলﷺল। বিজয় শঙ্কর ও সাই সুদর্শন হাফ সেঞ্চুরি করলেন। এখন দেখার কলকাতা নাইট রাইডার্স কী করে?
09 Apr 2023, 05:15 PM IST
২০ ওভার শেষে GT স্কোর ২০৪/৪
দারুণ ব্যাটিং করলেন বিজয় শঙ্কর। শার্দুল ঠাকুরের এই ওভারে♛ তিনটি পরপর ছক্কা মারলেন বিজয় শঙ্কর। শেষ ওভা♒রে ২০ রান তুলল গুজরাট।
09 Apr 2023, 05:12 PM IST
বিজয় শঙ্করের হাফ সেঞ্চুরি
ইনিংসের শেষ ওভার😼🧔ে বল করতে আসেন শার্দুল ঠাকুর। এদিকে ২১ বলে ৫১ রান করলেন বিজয় শঙ্কর।
09 Apr 2023, 05:09 PM IST
১৯ ওভার শেষে GT স্কোর ১৮৪/৪
লকি ফার্গুসনের এই ওভারের প্রথম বলেই চা🦂র মারলেন বিজয় শঙ্কর তবে দ্বিতীয় বল নো বল করলেন। ওভারের প্রথম দুই বলে ১২ রান নিলেন বিজয় শঙ্কর। তৃতীয় বলে চার মারলেন বিজয়। ওভারের শেষও ছক্কা মারলেন বিজয়। এই ওভারে ২৫ রান দিলেন লকি ফার্গুসন।
09 Apr 2023, 05:04 PM IST
১৮ ওভার শেষে GT স্কোর ১৫৯/৪
চার ওভꦰারে ৩৩ রান দিয়ে তিন উইকেট নিয়ে নিজের এদিনের স্পেল শেষ করলেন সুনীল নারিন। মাঠে ডেভিড মিলার ও বিজয় শঙ্কর রয়েছেন।
09 Apr 2023, 05:02 PM IST
সুনীল নারিনের তৃতীয় উইকেট
সাই সুদর্শনকে নি༒জের জালে ফাঁসালেন সুনীল নারিন। ৩৮ বলে ৫৩ রান করে সাজঘরে ফিরলꦓেন সাই সুদর্শন।
09 Apr 2023, 05:00 PM IST
১৭ ওভার শেষে GT স্কোর ১৫১/৩
লকি ফার্গুসনের এই ওভারে মাত্র সাত রান💝 করল গুজরাট। ৩৭ বলে ৫৩ রান করেছেন সাই। বিজয় ১০ বলে ১৬ রান করে খেলছেন।
09 Apr 2023, 04:58 PM IST
৩৪ বলে ৫০ রান করলেন সাই সুদর্শন
এই ওভারের আগেই শেষ হল টাইম আউট। এরপরেই নিজের অ🍸র্ꦇধশতরান করে ফেললেন সাই সুদর্শন। এই ইনিংসে তিনি তিনটি চার ও ২টি ছক্কা মারেন। কেন উইলিয়ামসনের অভাব মেটাচ্ছেন সাই।
09 Apr 2023, 04:53 PM IST
১৬ ওভার শেষে GT স্কোর ১৪৪/৩
নিজের চার ওভারের স্পেল শেষ করলেন সুয়াশ শর্মা। ৩৫ রান দিয়ে এক উইকেট নিলেন তিনি। সাই ৩২ বলে ৪৭ রান ⭕করে খেলছেন। বিজয় শঙ্কর ৮ বলে ১৪ꦯ রান করে খেলছেন।
09 Apr 2023, 04:48 PM IST
১৫ ওভার শেষে GT স্কোর ১৩২/৩
পঞ্চাশের পথে এগিয়ে চলেছেন সাই সুদর্শন। ৩১ বলে ৪৬⛄⭕ রান করে খেলছেন। বিজয় শঙ্কর ৩ বলে ৩ রান করে খেলছেন। এখন দেখার বাকি ৫ ওভারে GT কত রান করেন।
09 Apr 2023, 04:44 PM IST
১৪ ওভার শেষে GT স্কোর ১২৩/৩
দারুণ একটা ওভার বল করলেন সুয়াশ শর্মা। মিডিল ওভারে বল করত এসে ৮ রান দিয়ে এক উইকেট নিলেন। ব্যাট করত🃏ে নেমেছেন বিজয় শঙ্কর।
09 Apr 2023, 04:39 PM IST
আউট অভিনব মনোহর
বল করতে এলেন সুয়াশ শর্মা। ১৩.৩ ওভার 👍শেষে GT নিজের তৃতীয় উইকেট হারাল। অভিনব মনোহর ১🔯৪ রান করে সাজঘরে ফিরলেন।
09 Apr 2023, 04:33 PM IST
১৩ ওভার শেষে GT স্কোর ১১৫/২
ব্যাট করতে নেম🌠েই দারুণ পারফর্ম করলেন অভিনব মনোহর। এই ওভারে বল করতে এসেছিলেন অভিনব মনোহর। নেমেই উমেশের এই ওভারের প্রথম তিনটে বলে তিনটে চার মারেন তিনি। ৭ বলে ১৪ রান করে খেলছেন মনোহর। সাই ২৩ বলে ৩২ রান করে খেলছেন।
09 Apr 2023, 04:29 PM IST
১২ ওভার শেষে GT স্কোর ১০১/২
এই ওভারে ১০০ টপকাল গুজরাট। ত🌄বে এই ওভারে ১০ রান দিলেন নারিন। অভিনব মনোহর ব্যাট 💛করতে নামলেন।
09 Apr 2023, 04:27 PM IST
শুভমন গিল আউট
ছক্কা মেরে নারিনকে এই ওভারে স্বাগত জানালেন সাই সু꧒দর্শন। তবে এই ওভারেই গিলকে ফেরালেন নারিন। ৩১ বলে ৩৯ রান করে উমেশ যাদবের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন শুভমন।
09 Apr 2023, 04:24 PM IST
১১ ওভার শেষে GT স্কোর ৯১/১
স্পিনের পরিবর্তে ফের পেসকে ফিরিয়ে আনলেন নীতিশ রানা। 🔯লকি ফার্গুসন ১১তম ওভারে বল করতে এলেন। এই ওভারে মাত্র তিন রান নিতে পারল গুজরাট। সাই ২০ বলে ২৪ রান করেছেন, গিল ২৯ বলে ৩৭ রান করে খেলছেন।
09 Apr 2023, 04:20 PM IST
১০ ওভার শেষে GT স্কোর ৮৮/১
সুয়াশ শর্মা ন๊িজের এই ওভারে দিলেন ৯ রান। ধীরে ধীরে রানের পাহাড়ে উঠছে গুজরাট টাইটান𝔍স।
09 Apr 2023, 04:18 PM IST
৯ ওভার শেষে GT স্কোর ৭৯/১
ফের বড় রান হজম করলেন বরুন চক্রবর্তী। নিজের এই ওভারে ১১ রান দিলেন তিনি। ওভারের শেষ বলে সাই সুদর্শꦗন 💙একটি ছক্কা মারলেন। ১৪ বলে ২০ রান করে খেলছেন সাই, ২৩ বলে ৩০ রান করে খেলছেন শুভমন গিল। ২ ওভারে ২৭ রান দিয়েছেন বরুন চক্রবর্তী।
09 Apr 2023, 04:11 PM IST
টাইম আউট
GT একটি ভালো শুরু করল এবং সাই সুদর্শন এবং শুভমন গিল উভয়ই ভালো দেখাচ্ছেℱন। স্পিনারদের জন্য খুব বেশি সাহায্য করেনি যদিও সুয়াশ শর্মা তাঁর ♛ওপেনিং ওভারে ভালো বোলিং করেছিলেন।
09 Apr 2023, 04:09 PM IST
৮ ওভার শেষে GT স্কোর ৬৮/১
বোলিং-এ পরিবর্তন। বরুন চক্রবর্তীর জায়গায় বল করতে এলেন সুয়াশ শর্মা। এই ওভারেꦯ সাই সুদর্শন তাঁকে একটি চার মারলেও তিনি নিজের ওভারে ৬ রান দিলেন সু꧙য়াশ।
09 Apr 2023, 04:04 PM IST
৭ ওভার শেষে GT স্কোর ৬২/১
দারুণ একটা ওভার করলেন সুনীল নারিন। এই ওভারে তিনি দিলেন ৮ রান। ওভারের শেষ বলে চার মেরে আইপিএল-এ ২০০০ রান পূর্ণ কর🃏লেন শুভমন গিল✤।
09 Apr 2023, 04:01 PM IST
৬ ওভার শেষে GT স্কোর ৫৪/১
শেষ হল পাওয়া প্লে। বরুণ চক্রবর্তীকে বল করাতে নিয়ে আনেন নীতিশ রানা। তবে বরুণ সেভাবে সফল হতে পারলেন না। শুভমন গিল এই ওভারে দুটি চার মারলেন। মোট ১৬ রান দি🎶🦩লেন বরুন চক্রবর্তী। ১৪ বলে ২০ রান করলেন শুভমন গিল।
09 Apr 2023, 03:57 PM IST
৫ ওভার শেষে GT স্কোর ৩৮/১
ঋদ্ধিান সাহা আউট হতে ব্য়াট হাতে নামেন সাই সুদর্ꦇশন। পাঁচ ওভার শেষে GT স্কোর ৩৮/১ রান। সুনীল নারিন এই ওভারে সাত রান দিয়ে একটি উইকেট শিকার করলেন।
09 Apr 2023, 03:53 PM IST
আউট ঋদ্ধিমান সাহা
মাঠে কি স্পিন দেখতে পেয়েছেন। পঞ্চম ওভারেই সুনীল নারিনকে বল করাতে নিয়ে এলেন নীতিশ রানা। নিজের ওভারের দ্বিতীয় ꦑবলে ঋদ্ধিমান সাহাকে আউট করলেন তিনি। এন জগদীশন দারুণ একটি ক্যাচ নিলেন। ১৭ বলে ১৭ রান করে সাজঘরে 𝓡ফিরলেন তিনি।
09 Apr 2023, 03:51 PM IST
৪ ওভার শেষে GT স্কোর ৩১/০
শার্দুলের জায়গাꦯয় বল করতে এলেন লকি ফার্গুসন। চতুর্থ ওভারে বল করতে এলেন গুজরাটের প্রাক্তন বোলার। জ্বলে উঠেছেন ঋদ্ধিমান সাহা। এই ওভারে ফার্গুসনের তৃতীয় বলে চার মারলেন। এই ওভারে সাত রান নিল গুজরাট।
09 Apr 2023, 03:46 PM IST
৩ ওভার শেষে GT স্কোর ২৪/০
এই ওভারে দারুণ একটি চার মারলেন ঋদ্ধিমান সাহা। ১২ বলে ১১ রান করে খেলছেন তিনি। ৬ বলে ৯ রান করেছেন শཧুভমন গিল। উমেশ যাদব ২ ওভার বল করে ১০ রান দিয়েছেন।
09 Apr 2023, 03:41 PM IST
২ ওভারে GT স্কোর ১৭/০
শার্দুল ঠাকুর ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসেছেন এবং নিজের এই ওভারে ১৩ রান দিলেন তিনি। গিল ৫ বলে ৮ রান করেছেন এবং ঋদ্ধি সাত বলে ৬ রা𝔍ন করেছেন।
09 Apr 2023, 03:36 PM IST
প্রথম ওভারে GT স্কোর ৪/০
কলকাতার হয়ে ইনিংসের প্রথম ওভার বল করলেন উমেশ যাদব। প্রথম ওভারে মাত্র চার রান খরচ ক൲রলেন তিনি। শুভমন গিল ২ বলে 🎃২ রান করেছেন এবং ৪ বলে ১ রানকরেছেন ঋদ্ধিমান সাহা।
09 Apr 2023, 03:30 PM IST
কলকাতার বিরুদ্ধে ব্যাট করতে নামলেন ঋদ্ধি
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ব্যাট করতে নামলেন ঋদ্ধিমান সাহা। ঋদ্ধির সঙ্গে ব্যাট করতে নেমেছেন শুꦬভমন গিল। শুরু হল আজকের প্রথম ম্যাচ।
খেলতে পারবেন না হার্দিক পান্ডিয়া। হার্দিকের বদলে গুজরাটের নেতৃত্বে এলেন রশিদ খান। এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল গুজরাট🦩।
09 Apr 2023, 03:00 PM IST
হার্দিকের বদলে GT-র ক্যাপ্টেন্সি করবেন রশিদ খান
আইপিএল ২০২৩ এর ১৩ তম ম্যাচটি আ♋মদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিജত হবে। ম্যাচটি ডিফেন্ডিং আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস এবং দুইবারের শিরোপা জয়ী কলকাতা নাইট রাইডার্সের মধ্যে অনুষ্ঠিত হবে। এই স্টেডিয়ামটি বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, যার দর্শক ধারণক্ষমতা ১ লক্ষ ১০ হাজারের বেশি। এটি গুজরাট দলের হোম গ্রাউন্ড। অন্যদিকে, এই মরশুমের কথা বললে, গুজরাট তাদের দুটি ম্যাচেই জিতেছে এবং কলকাতা একটি ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচে হেরেছে।
09 Apr 2023, 02:45 PM IST
পিচ কেমন হতে পারে?
আমদাবাদে খেলা টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে গুজরাট টাইটানস সফলভাবে ১৮০ রানের লক্ষ্য তাড়া করে। মাঠের বড় বাউন্ডারির বিবেচনায় এবারও স্কোর থাকবে ১৮০-এর কাছাকাছি। গভীরে মিস-হিট শট এখানে ক্যাচে রূ🃏পান্তরিত হতে পারে। আমদাবাদে লাল-মাটি এবং কালো-কাদামাটির পিচ রয়েছে। স্বাগতিক গুজরাট টাইটানস হয়তো লাল-মাটির পিচে খেলতে পছন্দ করবে। লাল মাটির পিচে বল তুলনামূলকভাবে কম স্পিন করে যা ড্যাশিং স্পিনারে ভরা কলকাতা নাইট রাইডার্সের কার্যকারিতা কমিয়ে দিতে পারে। এই ম্যাচটি দিনে খেলা হবে, তাই শিশির বা টস এই ম্যাচে কোনও পার্থক্য করবে না।
প্রথমে বোলিং করলে সুয়াশ শর্মা প্রথম একাদশে থাকবেন। পরে ব্যাট ✅করলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সুয়াশকে নামানো 𒅌হতে পারে।
09 Apr 2023, 02:39 PM IST
HT বাংলা লাইভ ম্যাচে স্বাগত
আজ আবার IPL 2023-এ সুপার সানডে।🌱 আজ টুর্নামেন্টের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে গুজরাট টাইটানসের দল কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে, দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ ও পঞ্জাব কিংসের মধ্যে খেলা হবে।