১৫তম আইপিএলের আট নম্বর ম্যাচের আগে এক মজার ঘটনা ঘটল। বর্তমানে চলতি আইপিএল-এর আসর বেশ জমে উঠেছে। এখনউত্তেজনাপূর্ণ ম্যাচের রাউন্ড চলছে। খেলোয়াড়দের পাশাপাশি ধারাভাষ্যকাররাও এই লিগকে সফল করতে ব্যস্ত হয়ে পড়েছেন। কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকরের ছেলে রোহন গাভাসকর তার বাবার দেখান পথেই এগিয়ে চলেছেন। রোহনও সম্প্রচারকারী সংস্থার ধারাভাষ্য দলের একজন সদস্য। ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে বিশেষ কিছু করতে পারেননি রোহান গাভাসকর। তিনি ২০১২সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন। এবার সোশ্যাল মিডিয়াতে রোহনের ক্রিকেট খেলা নিয়ে প্রশ্ন তুললেন এক ♎ভক্ত। মজা করে তারই উত্তর দিলেন তিনি।
রোহান গাভাসকর সোশ𒉰্যাল মিডিয়ায় শৈশব𒊎ের একটি ছবি শেয়ার করেছেন, যাতে তাকে ক্রিকেট খেলতে দেখা যায়। ছবির ক্যাপশনে রোহন লিখেছেন,‘এটা প্রমাণ যে আমি ক্রিকেট খেলেছি।’ আসলে রোহন গাভাসকরকে নিয়ে এক সমর্থক সোশ্যাল মিডিয়াতে লেখেন, তিনি যে কখন ক্রিকেট খেললেন এবং কখন অবসর নিয়েছেন তা জানি না। হয়তো আমি ক্রিকেটটা মিস করেছিলাম। সেই কথার জবাবেই সোশ্যাল মিডিয়াতে নিজের ছোট বয়সে খেলা একটি ছবি শেয়ার করেন রোহন। তারপরে মজা করে নিজের ক্রিকেট খেলার প্রমাণ দেন তিনি।
রোহন গাভাসকর ভারতের হয়ে ১১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। এই সময়ে, তিনি ১৮.৮৭ গড়ে মাত্র১৫১রান করেন। রোহানের সর্বোচ্♍চ স্কোর ছিল ৫৪ রান। রোহন গাভাসকরের একটি দুর্দান্ত প্রথম-শ𝕴্রেণির ক্যারিয়ার ছিল।যেখানে তিনি বাংলার হয়ে১১৭টিম্যাচে ৪৪.১৯ গড়ে ৬৯৩৮ রান করেছিলেন। এই সময়ে তার ব্যাট থেকে১৮টি সেঞ্চুরি এবং৩৪টি হাফ সেঞ্চুরি এসেছিল।
IPL 2022 এর কথা বলতে গেলে, শুক্রবার (১এপ্রিল) কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং পঞ্জাব কিংস (PBKS) এর মধ্যে একটি ম্যাচ খেলা হয়। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রথমে ব্যাট করে ১৮.২ ওভারে ১৩৭ রানে গুটিয়ে যায় পঞ্জাব। জবাবে ১৪.৩ ওভারে চার উইকেটে হারিয়ে নিজেদের লক্ষ্যে পৌঁছে যায় নাইট🌳 রাইডার্স। চলতি মরশুমে এটিই ছিল নাইটদে꧙র দ্বিতীয় জয়। এদিন চার ওভারে ২৩ রান দিয়ে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন উমেশ যাদব। আন্দ্রে রাসেল ৩১ বলে দুরন্ত অপরাজিত ৭০ রানের একটি ইনিংস খেলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।