২০২৩ আইপিএল-এ গুজরাট টাইট♊ানস তাদের প্রথম পরাজয়ের সম্মুখীন হয়েছে। রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট ৩ উইকেটে হেরেছে। কলকাতা নাইট রাইডর্সের সামনে ২০৫ রানের লক্ষ্য দিয়েছিল গুজরাট টাইটানস। এই লক্ষ্য কেকেআর শেষ বলে অর্জন করেছিল। টানটান এই ম্যাচে ২০তম ওভারে কেকেআরের জয়ের জন্য ২৯ রান দরকার ছিল।🦂 সেই সময়ে বল করতে এসেছিলেন যশ দয়াল। সেই ওভারে গুজরাট টাইটানসের চোয়াল থেকে জয় ছিনিয়ে নিয়ে আসেন নাইট রাইডার্সের রিংকু সিং। উমেশ যাদব যিনি অপরাজিত ৫ রানের ইনিংস খেলেন তিনি অবশ্য রিঙ্কুর উপর ভরসা রেখেছিলেন। তাই তো শেষ ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে রিঙ্কুকে স্ট্রাইক দেন তিনি।
এরপর আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওঠে রিঙ্কু ঝড়। এই ম্যাচ জিততে শেষ পাঁচ বলে কলকাতার দরকার ছিল ২৮ রান। অর্থাৎ ওভারের বাকি সবকটি বলেই বাউন্ডারি দরকার ছিল। সেই সময়ে অনেকেই আশা করেছিলেন যে এই ম্য়াচ কলকাতার হাত থেকে বেরিয়ে গিয়েছে। কিন্তু ক্রিকেটে যে অসম্ভব বলে কোনও কথা নেই সেটাকেই প্রমাণ করল💝েন নাইটদ𒀰ের রিঙ্কু সিং। যশ দয়ালের সেই ওভারে পরপর পাঁচটি ছক্কা মেরে নাইটদের জয় নিশ্চিত করেন তিনি। তিনি ২১ বলে ১টি চার ও ৬ ছক্কার সাহায্যে অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলেন। এটা কলকাতা নাইট রাইডার্সের টানা দ্বিতীয় জয় ছিল। তবে এই ম্যাচে গুজরাট টাইটানসের IPL 2023-এর বিজয়রথ থামিয়ে দিলেন রিঙ্কু সিং।
আরও পড়ুন… দয়া করে IPL খেলতে আসবেন না- ওয়ার্নারের ওপর কেন ℱচটলে📖ন বীরু
এই জয়ের সঙ্গে একটি অনন্য রেকর্ড গড়েছিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএল-এর ইতিহাসে শেষ ওভারে সর্বাধিক রান করে লক্ষ্য পূ꧂রণ করল কলকাতা। এদিনের ম্যাচে শেষ ওভারে ২৯ রান দরকার ছিল, সেটাই অর্জন করেছিল নাইট রাইডার্স। তবে এর আগে ২০১৬ সালে ভাইজাকে পঞ্জাব কিংসের বিরুদ্ধে শেষ ওভারে ২৩ রান তুলে ম্যাচ জিতেছিল রাইজিং পুনে। ২০২২ মুম্বই-এর মাঠেও এমন উত্তেজনার ম্য়াচ দেখা গিয়েছিল। সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটানস ও সানরাইরাজর্স হায়দরাবাদ। সেই ম্যাচে গুজরাট শেষ ওভারে ২২ রান করে ম্যাচ জিতিয়েছিল।
আরও পড়ুন… GT vs KKR IP𓂃L 2023: শেষ ওভারে পরপর ৫টা ছক্কা! GT-র বিজয়রথ থামাল KKR-র রিঙ্কু ঝড়
এই ম্যাচ জেতায় লিগ টেবিলে ২ নম্বরে উঠে এসেছে নীতিশ রানার কলকাতা নাইট রাইডার্স। এক নম্বর জায়গাটা রাজস্থাল রয়্যালসের নামে রয়েছে। তবে তিনে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। এমন অবস্থায় আজকের ম্যাচ হের🍌ে লিগের চার নম্বরে নেমে গিয়েছে গুজরাট টাইটানস। চেন্নাই সুপার কিংস তালিকার পাঁচ নম্বরে রয়েছে। আসলে প্রত্যেকটি দল এখনও একটি করে ম্যাচ হেরেছে এবং দুটি করে ম্যাচ জিতেছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ড🐻াউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।