পোশাকি নাম এলিমিনেটর। তবে আসলে এটি লখনউ ও ব্যাঙ্গালোর দু'দলের কাছে ছিল আইপিএলের কোয়ার্টার ফাইনাল। টুর্নামেন্টের প্রথম নক-আউট ম্যাচে নবাগত লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দ্বিতীয় কোয়াল♍িফায়ারের টিকিট পকেটে পোরে। এবছরের মতো এলিমিনেটর থেকে বিদায় নিতে হয় লোকেশ রাহুলদের।
ম্যাচের সেরা রজত
১২টি চার ও ৭টি ছক্কার সাহায𒆙্যে ৫৪ বলে অপরাজিত ১১২ রান করে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন রজত পতিদার।
কোয়ালিফায়ারে রাজস্থানের বিরুদ্ধে লড়াই কোহলিদের
শুক্রবার আইপিএল ২০২২-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে𒉰 রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
১৪ রানে জয়ী আরসিবি
শেষ ওভারে হার্ষালের প্রথম বলে ১ রান নেন লুইস। দ্বিতীয় বল ওয়াইড করেন হার্ষাল। পুনরায় দ্বিতীয় বল করে কোনও রান♔ খরচ করেননি তিনি। তৃতীয় বলে ছক্কা হাঁকান চামিরা। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলেও কোনও রান ওঠেনি। আরসিবির ৪ উইকেটে ২০৭ রানের জবাবে লখনউ ৬ উইকেটে ১৯৩ রানে আটকে যায়। ১৪ রানে ম্যাচ জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট পকেটে পোরে আরসিবি। টুর্নামেন্✤ট থেকে বিদায় নিতে হয় লখনউকে।
ক্রুণাল পান্ডিয়া আউট
১৮.৫ ওভারে হ্যাজেলউডের ফুলটস বলে তাঁর হাতেই ধরা দেন সদ্য ক্রিজে আসা ক্রুণাল পান্ডিয়া। লখনউ ১৮০ রানে ৬ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন দুষ্মন্ত চামিরা। ১৯ ওভারে লখনউয়ের স্কোর ৬ উইকেটে ১৮৪ রান। শেষ ওভারে জয়ের জন্🐓য ২৪ রান দরকার তাদের।
লোকেশ রাহুল আউট
১৮.৪ ওভারে হ্যাজেলউডের বলে শাহবাজ আহমেদের হাত𒊎ে ধরা পড়েন লোকেশ রাহুল। ৩টি চার ও ৫টি ছক্কা📖র সাহায্যে ৫৮ বলে ৭৯ রান করে মাঠ ছাড়েন লোকেশ। লখনউ ১৮০ রানে ৫ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন ক্রুণাল পান্ডিয়া।
স্টইনিস আউট
১৭.৩ ওভারে হার্ষাল প্যাটেলের বলে রজত পতিদারের হাতে ধরা পড়েন মার্কাস স্টইনিস। ১টি ছক্কার সাহায্যে ৯ বলে ৯ রান করে মাঠ ছাড়েন মার্কাস। 🐠লখনউ ১৭৩ রানে ৪ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন লুইস। ১৮ ওভার শেষᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚে লখনউয়ের স্কোর ৪ উইকেটে ১৭৫ রান। জয়ের জন্য ২ ওভারে দরকার ৩৩। ৫৫ বলে ৭৮ রান করেছেন লোকেশ রাহুল।
৩ ওভারে লখনউয়ের দরকার ৪১ রান
জয়ের জন্য শেষ ৩ ওভারে লখনউয়ের দরকার ৪১ রান। তারা ১৭ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৬৭ রান সংগ্রহ করেছে। লোকেশ✃ রাহুল ৩টি চার ও ৫টি ছক্কার স🀅াহায্যে ৫৪ বলে ৭৭ রান করেছেন। মার্কাস স্টইনিস ৬ বলে ৯ রান করেছেন।
হুডা আউট
১৪.৪ ওভারে দীপক হুডাকে বোল্ড করেন হাসারাঙ্গা। তার আগে সেই ওভারেই ২টি ছক্কা মারেন হুডা। তিনি ১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৪৫ রান করে মাঠ ছাড়েন। লখনউ ১৩৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন মার্কাস স্টইনিস। তিনি ওভারের শেষ 🐭বলে ছক্কা মারেন। ওভারে ১৮ রান ওঠে এবং ১টি উইকেট পড🍰়ে। ১৫ ওভার শেষে লখনউয়ের স্কোর ৩ উইকেটে ১৪৩। জয়ের জন্য ৫ ওভারে ৬৫ রান দরকার লখনউয়ের।
হাফ-সেঞ্চুরি রাহুলের
২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লোকেশ রাহুল। হ্যাজেলউডকে ছক্কা হাঁকিয়ে পঞ্চাশের গণ্ডি টপকে যান লখনউ দলনায়ক। ১৪ ওভারে লখনউয়ের স্কোর ২ 🌜উইকেটে ১২৫ রান। লোকেশ ৫৭ ও হুডা ৩৩ রানে ব্যাট করছেন।
১০০ টপকাল লখনউ
১২ ওভার শেষে লখনউ সুপার জায়ান্টসের স্কোর ২ উইকেটে ১০২ রা🅷ন। ৩৯ বলে ৪৫ রান করেছꦉেন লোকেশ রাহুল। তিনি ২টি চার ও ২টি ছক্কা মেরেছেন। ১টি ও ১টি ছক্কার সাহায্যে ১৭ বলে ২২ রান করেছেন দীপক হুডা।
৯ ওভারে লখনউয়ের স্কোর ২ উইকেটে ৮৪
৯ ওভা𒁏রে লখনউ সুপার জায়ান্টসের স্কোর ২ উইকেটে ৮৪ রান। লোকেশ রাহুল ২৮ বলে ♏৩৪ রানে ব্যাট করছেন। দীপক হুডা ১০ বলে ১৭ রান করেছেন।
পাওয়ার প্লে-র ৬ ওভারে লখনউয়ের স্কোর ২ উইকেটে ৬২
পাওয়ার প্লে-র ৬ ওভারে লখনউ সুপার জায়ান্টসের স্কোর ২ উইকেটে ৬꧃২ রান। সিরাজের ওভারে ১টি চার ও ২টি 🌳ছক্কা মারেন রাহুল। লোকেশ ১৭ বলে ২৬ রানে ব্যাট করছেন।
মনন আউট
পঞ্চম ওভারে হ্যাজেলউের প্রথম বলে চার ও দ্বিতীয় বলে ছক্কা মারেন মনন ভোরা। তৃতীয় বলে শাহবাজের হাতে ধরা পড়েন তিনি। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১১ বলে ১৯ রান করে মাঠ ছাড়েন মনন। লখনউ ৪১ রানে ২ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন দীপক হুডা। ৫ ওভার শেষে 🅰লখনউয়ের সংগ্রহ ২ উইকে🍷টে ৪৫ রান।
৪ ওভারে লখনউয়ের স্কোর ১ উইকেটে ৩১
৪ ওভার শেষে লখনউয়ের স্কোর ১ উইকেটে ৩১ রান। ১১ বলে ৯ রান করেছেন ল🥀োকেশ রাহুল। ৮ বলে ৯ রান করেছেন মনন ভোরা।
প্রথম ওভারেই আউট ডি'কক
লখনউয়𓄧ের হয়ে ওপেন করতে নামেন কুইন্টন ও লোকেশ। আরসিবির হয়ে বোলিং শুরু করেন সিরাজ। পঞ্চম বলে ছক্কা হাঁকান কুইন্টন। শেষ বলে ফ্যাফের হাতে ধরা পড়েন তিনি। ৫ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন ডি'কক। ৮ রানে ১ উইকেট হারায় লখনউ। ব্যাট হাতে ক্রিজে আসেন মনন ভোরা।
আরসিবি ২০ ওভারে ৪ উইকেটে ২০৭
আরসিবি নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২০৭ রান সংগ্রহ করে। ১২টি চার ও ৭টি ছক্কার সাহায🌳্যে ৫৪ বলে ১১২ রান করে অপরাজিত থাকেন রজত পতিদার। দীনেশ൩ কার্তিক ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৩ বলে ৩৭ রান
চামিরার ওভারে ২১ রান
১৯তম ওভারে দুষ্মন্ত চামিরার বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন দীনেশ কার্তিক। ১টি চার ও ১টি ছক্কা মারেন রজত। ওভারে মোট ২১ রান ওঠে। ১৯ ওভার শেষে আরসিবির স্কোর ৪ উইকেটে ১৯৪ রান। রজত ১১১ ও কার্তিক ৩০ রানে ব꧂্যাট করছেন।
৪৯ বলে শতরান রজতের
১৭.৩ ওভারে মহসিন খানের বলে রজত পতিদারের ক্যাচ ছাড়েন মনন ভোরা। পরের বলে ছক্ক༒া হাঁকিয়ে ব্যাক্তিগত শতরান পূর্ণ করেন তিনি। ১১টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৪৯ বলে সেঞ্চুরি করেন তিনি। আরসিবি ১৮ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭৩ রান সংগ্রহ করেছে। রজত ১০১ ও কার্তিক ১৯ রানে ব্যাট করছেন।
বিষ্ণোইয়ের ওভারে ২৭ রান
১৬তম ওভারে রবি বিষ্ণোইয়ের বলে ৩টি ছক্কা ও ২টি চার মারেন রজত পতিদার। ওভারে মোট ২৭ রꦿান ওঠে। ১৬ ওভারে আরসিবি ৪ উইকেটে ১৫০ রান সংগ্রহ করে। ৪৪ বলে ৯২ রান করেছেন রজত। ৬ রান করেছেন কার্তিক। রজত ১১টি চার ও ৫টি ছক্কা মেরেছেন।
জীবন দান পেলেন কার্তিক ও রজত
১৪.৫ ওভারে মহসিনের বলে কার্তিকের ক্যাচ ছাড়েন লোকেশ রাহুল। ১৫.৩ ওভারে রবি বিষ্ণোইয়ের বলে রজতের ক্যাচ ছাড়েন দীপক হু💙ডা।
মহীপাল আউট
১৩.১ ওভারে রবি বিষ্ণোইয়ের বলে মহীপাল লোমরোরের লো ক্যাচ ধরেন লোকেশ রাহুল। ২টি ব✅াউন্ডারির সাহায্যে ৯ বলে ১৪ রান করে মাঠ ছাড়েন মহীপাল। ১১৫ রানে ৪ উইকেট হারায় আরসিবি। ব্যাট হাতে ক্রিজে আসেন দীনেশ কার্তিক। ১৪ ওভারে ব্যাঙ্গালোরের স্কোর ৪ উইকেটে ১১৭ রান। ৩৭ বলে ৬৪ রান করেছেন রজত।
১০০ টপকাল আরসিবি
১২ ওভারে আরসিবির স্কোর ৩ উইকেটে ১০৬ রান। চামিরার বলে ২টি চার মারেন লোমরোর। ১টি চার মারಞেন পতিদার। রজত ৫৭ ও মহীপাল ১২ রানে ব্যাট করছেন।
ম্যাক্সওয়েল আউট
১০.৩ ওভারে ক্রুণাল পান্ডিয়ার বলে লুইসের হাতে ধরা পড়েন গ্লেন ম্যাক্সওয়েল। ১টি ছক্কার সাহায্যে ১০ বলে ৯ রান করে মাঠ ছাড়েম ম্যাক্সওয়েল। আরসিবি 🐈৮৬ রানে ৩ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন মহীপাল লোমরোর। ১১ ওভারে আরসিবির স্কোর ৩ উইকেটে ৯০ রান। রজত ৫১ রানে ব্যাট করছেন।
হাফ-সেঞ্চুরি রজতের
ইডেনে লখনউ সুপ💖ার জায়ান্টসের বিরুদ্ধে ৭টি টার ও ২টি ছক্কার সাহায্যে ২৮ বলে ব্🦩যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রজত পতিদার।
কোহলি আউট
৮.৩ ওভারে আবেশ খানের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে মহসিন খানের হাতে ধরা পড়েন বিরাট কোহলি। ২টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ২ﷺ৫ রান করে মাঠ ছাড়েন কোহলি। আরসিবি ৭০ রানে ২ উইকেট হা🌳রায়। ব্যাট হাতে ক্রিজে আসেন গ্লেন ম্যাক্সওয়েল। ৯ ওভার শেষে আরসিবির স্কোর ২ উইকেটে ৭৭। রজত পতিদার ৪৯ রানে ব্যাট করছেন।
পাওয়ার প্লে-তেই ৫০ টপকাল আরসিবি
পাওয়ার প্লে-র ৬ ওভারে আরসিবির স্কোর ১ উইকেটে ৫২ রান। ষষ্ঠ ওভারে ক্রুণাল পান্ডিয়ার বলে ৩টি চার ও ১টি ছক্কা মারেন রজত পতিদার। 🦩ওভারে মোট ২০ﷺ রান ওঠে। রজত ১৮ বলে ৩৩ রান করেছেন। কোহলি ১৭ বলে ১৮ রান করেছেন।
৫ ওভারে আরসিবির স্কোর ১ উইকেটে ৩২
৫ ওভার শেষে আরসিবির স্কোর ১ উইকেটে ৩২ রান। কোহলি ১৬ বলে ১৭ রান করেছেন। ১৩ꦰ বলে ১৪꧟ রান করেছেন রজত পতিদার।
৩ ওভারে আরসিবির স্কোর ১ উইকেটে ২০
৩ ওভার শেষে আরসিবির স্কোর ১ উইকেটে ২০ রান। কোহলি ২টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১৫ রান করেছেন। ৪🐲 রান করেছেন🃏 রজত পতিদার।
প্রথম ওভারেই আউট ডু'প্লেসি
প্রথম ওভারের পঞ্চম বলে মহসিন খান আউট করেন ফ্যাফ ডু'প্লেসিকে। ১ বল খেলে খাতা খোলার আগেই ডি'ককের দস্তানায় ধরা পড🌞়েন ফ্যাফ। আরসিবি ৪ রানে ১ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন রজত পতিদার।
ম্যাচ শুরু
আরসিবির হয়ে ওপেন করতে নামেন বিরাট কোহলি ও ফ্যাফ ডু'প্লে🧸সি। লখনউয়ের হয়ে বোলিং শুরু করেন মহসিন খান।
আরসিবির প্রথম একাদশ
বিরাট কোহলি, ফ্যাফ ডু'প্লেসি (ক্যাপ্টেন), রজত পဣতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, মহীপাল লোমরোর, শা💙হবাজ আহমেদ, দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্ষাল প্যাটেল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহম্মদ সিরাজ ও জোস হ্যাজেলউড।
লখনউয়ের প্রথম একাদশ
কুইন্টন ডি'কক (উইকেটকিপার), লোকেশ রাহুল (ক্যাপ্টেন),🐎 মনন ভোরা, এভিন লুইস, দীপক হুডা, মার্কাস স্টইনিস, ক্রুণাল পান্ডিয়া, দুষ্মন্ত চামিরা, আবেশ খান, মহসিন খান ও রবি বিষ্ণোই।
দলে ফিরলেন ক্রুণাল পান্ডিয়া
লখনউ সুপার জায়ান্টস প্রথম একাদশে একজ♚োড়া রদবদল করে। ꦏবাদ পড়েন কৃষ্ণাপ্পা গৌতম ও জেসন হোল্ডার। দলে ফেরেন ক্রুণাল পান্ডিয়া ও দুষ্মন্ত চামিরা। আরসিবি সিদ্ধার্থ কউলকে বসিয়ে দলে ফেরায় মহম্মদ সিরাজকে।
টস জিতল লখনউ
ইডেনে আরসিবির বিরুদ্ধে এলিমিনেটরে টস জিতল লখনউ। টস জ❀িতে লোকেশ রাহুল শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ব্যাঙ্গালোরকে।
টস অনুষ্ঠিত হবে ৭টা ৫৫ মিনিটে
টস অনুষ্ঠিত হবে ৭টা ৫৫ মিনি🎃টে। ম্যাচ শুরু হবে ১৫ মিনিট পরে। অর্𓃲থাৎ রাত ৮টা ১০ মিনিটে শুরু হবে ইডেনের এলিমিনেটর ম্যাচ। খেলা হবে পুরো ২০ ওভারের। কোনও ওভার কাটা যাচ্ছে না।
৫ ওভারের ম্যাচ শুরু করা যাবে কখন?
উভয় দলকে ৫ ওভার করে খেলানোর জন্য রাত ১১টা ৫৬ মিনিটে ম্যাচ শুরু করা যাবে। ৫ ওভার করেও যদি ম্যাচ আয়োজন না করা যায়, তবে সুপার ওভারে ম্যাচের নিষ্পত্তি হবে। সুপার ওভারও আয়োজন করা না গেলে অথাৎ, নিতান্তই যদি ম্যাচ ভেস্তে যায়, তবে লখনউ সুপাꦕর জায়ান্টস দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট হাতে পাবে। যেহেতু তারা লিগ টেবিলের আরসিবির থেকে উপরে ছিল।
পিছিয়ে গেল টস
ঠিক টসের সময়েই হালকা বৃষ্টি শুরু কলকাতায়। তড়িঘড়ি ইডেনের পিচ ঢাকা দেওয়া হয়। ঢাকা পড়ে প্রায় সারা মাঠ। ফলে পিছিয়ে যায় টসের সময়। রিজার্ভ ডে নেই। তবে ম্যাচ শুরুর জন্য বাড়তি ২ ঘণ্টা ১০ মিনিট সময় হাতে রয়েছে। সুতরাং ৭টা ৩০ মিনিꦍটের ম্যাচ রাত ৯টা ৪০ মিনিটে শুরু হলেও উভয় দল ২০ ওভার করে খেলার সুযোগ পাবে।
দুই প্রাক্তন নাইট অধিনায়ক উপস্থিত দুই শিবিরে
এলিমিনেটরের লড়াইয়ে লখনউ শিবিরকে মাঠের বাইরে থেকে গাইড করবেন♓ প্রাক্তন নাইট অধিনায়ক গৌতম গম্ভীর, ইডেনকে যিনি হাতের তালুর মতো চেনেন। অন্যদিকে আরসিবির হয়ে মাঠে নামবেন আরও এক প্রক্তন কেকেআর দলনায়ক দীনেশ কার্তিক, ইডেন গার্ডেন্স দীর্ঘদিন যাঁর ঘরের মাঠ ছিল।
লিগের পারফর্ম্যান্স
লখনউ স🍎ুপার জায়ান্টস লিগের ১৪ ম্যাচের মধ্যে ৯টিতে জয় তুলে নেয়। আরসি🔯বি ১৪ ম্যাচের মধ্যে জয়ের মুখ দেখে ৮টি ম্যাচে।
চোখ রাঙাচ্ছে কালবৈশাখী
কলকাতার আকাশে মেঘের ঘনঘটা। ইডেনে আইপিএলের এলিমিনেটর ঘিরে বৃষ্টির ভ্রুকূটি। শেষ বিকালে ঝড়-বৃষ্টির পূর্বা♒ভাষ ছিলই। এখন দেখার যে, ম্যাচে আদৌ প্রভাব ফেলে কিনা প্রকৃতি।
এলিমিনেটর নয়, আসলে কোয়ার্টার ফাইনালে দু'দল
আইপিএলꦰ ২০২২-এর প্রথম নক-আউট ম্যাচে মাঠে নামছে লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। হারলে বিদায় নিতে হবে। জিতলে দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে না𓆏মার সুযোগ মিলবে। সুতরাং, দু'দলের কাছে এই ম্যাচটি আইপিএল ২০২২-এর কোয়ার্টার ফাইনালের মতোই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।