🌸 সোমবার লখনউ অধিনায়ক কেএল রাহুলকে ম্যাচের প্রথম বলেই আউট করেছেন মহম্মদ শামি। তবে এমনটা এই প্রথম নয়, আগেও এটা ঘটিয়েছেন শামি। পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে গ্রেম স্মিথকꦐে ম্যাচের প্রথম বলে আউট করেছিলেন ভারতের তারকা পেসার। আইপিএলে এই নজির শামি ছাড়া আর কারও নেই।
এ দিন টসে জিতে লখন𓂃উ সুপার জায়ান্টসকে ব্যাট করতে পাঠিয়েছিলেন গুজরাট টাইটানসের হার্দিক পাণ্ডিয়া। শুরুতেই ব্যꦦাট করতে নেমে বড় ধাক্কা খান লখনউ অধিনায়ক। ম্যাচের প্রথম বলেই শূন্য করে আউট হন কেএল রাꦦহুল। তাঁকে ফেরান শামি।
মহম্মদ শামি এ দিন শুরু থেকেই একেবারে আগুনে মেজাজে ধরা দিয়েছেন। ৫ ওভারের মধ্যে এ দিন গুজরাটের ৪ উইকেট পড়ে যায়। তার মধ্যে মহম্মদ শামি একাই নেন ৩ উইকেট। বাকি ১টি উইকেট নিয়েছেন বরুণ অ্যারন। রাহুল 🐲ছাড়াও কুইন্ট ডি'কক-কে (৯ বলে ৭ রান) বোল্ড করেন শামি। এর পর শামির বলেই ৫ বলে ৬ করে বোল্ড💯 হন মণীশ পাণ্ডেও। এভিন লুইস ৯ বলে ১০ রান করে বরুণ অ্যারনের বলে শুভমন গিলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। পাওয়ার প্লে-তেই ৪ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে যায় লখনউ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।