আইপিএল ২০২২-র নিজেদের প্রথম ম্যাচেই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স চার উইকেটে পরাজিত হয়। মুম্বইয়ের বোলিং একেবারেই ভাল না হলেও, ব্যাটিংয়ে কিন্তু দুরন্ত ৪৮ বলে ৮১ রান করে নজর কাড়েন ইশান কিষাণ। পাশাপাশি এই ইনিংসের দৌলতে সচিন তেন্ডুলক൩র, যুবরাজ সিংদের তালিকায় নামও লিখিয়ে ফেললেন ইশান।
নিলামে ১৫.২৫ কোটি টাকার বিশাল মূল্যে ইশান কিষাণকে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএল ইতিহাসে যুবরাজ সিং বাদে এর থেকে বেশি মূল্যে অন্য কোনও ক্রিকেটার বিক্রি হননি। তাঁর এত বিশাল মূল্যে বিক্রি হওয়ায় অনেকেই মনে করেছিলেন ইশানের উপর বাড়তি চাপ থাকবে। তবে মরশুমের প্রথম ইনিংꦉসেই নিজের জাত চেনালেন তরুণ উইকেটকিপার-ব্যাটার। তাঁর ৮১ রানের ইনিংসের সুবাদে যুবরাজের পর নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া দ্বিতীয় ক্রিকেটার হিসাবে মরশুমের প্রথম ম্যাচেই অর্ধশতরান করলেন ইশান। ২০১৪ সালে যুবরাজ সর্বোচ্চ ১৪ কোটি টাকায় বিক্রি হওয়ার পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে প্রথম ম্যাচেই অর্ধশতরান করেছিলেন।
পাশাপাশি এই নিয়ে ইশান মুম্বইয়ের হয়ে নাগাড়ে তৃতীয় ম্য🌳াচে অর্ধশতরান করলেন। গত মরশুমটা ইশানের জন্য একেবারে ভাল না কাটলেও, মরশুমের শেষ দুই ম্যাচে অর্ধশতরান করেছিলেন তিনি। দিল্লির বিরুদ্ধে𝓡 অর্ধশতরানের দৌলতে মুম্বইয়ের হয়ে সচিন ও কুইন্টন ডি'ককের পর তৃতীয় ব্যাটার হিসাবে নাগাড়ে তিন ম্যাচে ৫০ করলেন ইশান। যদিও দলকে জেতাতে পারেননি তিনি। তবে নিঃসন্দেহে গোটা মরশুমের জন্য় ইশানকে এই ইনিংস আত্মবিশ্বাস জোগাবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।