ব্রেবোর্ন স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৫৪ রানের বিশাল বড🃏় ব্যবধানে মাত দিয়েছে পঞ্জাব কিংস। নির্ধারিত ২০ ওভারে ২০৯ রান করার পর আরসিবিকে ১৫৫ রানেই আটকে দেয় পঞ্জাব। এর ফলে প্লে-অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল পঞ্জাব, চඣাপ বাড়ল আরসিবি।
ইনিংসের শুরুতে জনি বেয়ারস্টো এবং শেষের দিকে লিয়াম লিভিংস্টোনের তান্ডবে কার্যত দিশেহারা দেখায় সিংহভাগ আরসিবি বোলারদের। তবে ব্যাট হাতে পঞ্জাব তারকাদের আক্রমণের মাঝেই আরসিবির হয়ে বল হাতে প্রভাবিত করেন হার্ষাল প্যাটেল। ৩৪ রানের বিনিময়ে চার উইকেট নেন হার্ষাল। এর মধ্যে ২০তম ওভারে মাত্র চার রান খরচ করে নেন দুই উইকেট। আরসিবি পেসারে♓র এই দুর্দান্ত বোলিং পারফরম্যান্স নজর কেড়েছে সচিন তেন্ডুলকরেরও।
৩১ বছর বয়সি হার্ষালের প্রশংসা করে ‘মাস্টার বꦓ্লাস্টার’ নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘হার্ষাল প্যাটেলই একমাত্র কারণ যার জন্য পঞ্জাব কিংস ২০৯ রানের বেশি করতে পারেনি। দিন দিন ওর বোলিং আরও উন্নত হচ্ছে এবং ও বিভিন্ন ধরনের বলের মাধ্যমে ব্যাটারদের চমকে দিতেও সক্ষম হচ্ছে। আমার মতে ও এই মুহূর্তে ডেথ ওভারে আমাদের দেশের সেরা বোলারদের মধ্যে পড়ে। ব্যাটাররা যখন আক্রমণ করতে উদ্যত হয়, সেই সময় হার্ষালই সেরা বাজি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।