ট্রফি জয়ের নꦫিরিখেꦇ মুম্বই ইন্ডিয়ান্স যদি আইপিএলের সব থেকে সফল দল হয়, তবে ধারাবাহিকতায় চেন্নাই সুপার কিংসের ধারেকাছে নেই আর কেউ। চারবার চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও আরও পাঁচবার সিএসকে আইপিএলে রানার্স হয়েছে।
সুতরাং, নির্বাসনের ২টি মরশুম বাদ দিয়ে ১৩টি মরশুমের মধ্যে চেন্নাই ফাইনালে উঠেছে মোট ৯ বার। প্লে-অফে পৌঁছেছে আরও ২ ꧒বার। এই নিয়ে মাত্র দু'বার𒁃 চেন্নাই শেষ চারের যোগ্যতা অর্জন করতে পারেনি।
এতদিন ২০২০ আইপিএলই ছিল টুর্নামেন্টের ইতিহাসে চেন্নাইয়ের সব থেকে খারাপ মরশুম। এবার ব্যর্থতার সেই নজিরকেও ছাপিয়ে গেলেন মহেন্দ্র💜 সিং ধোনিরা। কেননা এবছরই সব থেকে বেশি ম্যাচে পরাজিত হয় চেন্নাই।
আরও পড়ুন:- LSG vs RR: ব্যাটসম্যানের সঙ্গে লুকোচুরি, আম্পায়ারের আড়াল থেকে 'বোলিং' অশ্বিন🎶ের
চলতি আইপিএলের ১৩টি ম্যাচের মধ্যে চেন্নাই হেরেছে ৯টি ম্যাচে। এর আগে কোনও মরশুমে চেন্নাই ৯টি ম্যাচে হারেনি। ২০২০ সালে তারা ৮টি ম্যাচে পরাজিত হয়। ২০১২ সালে ৭টি ম্যাচে হারার পাশাপ🐓াশি চেন্নাইের ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।