চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে যতটা সমস্যায় দেখাচ্ছে, ঠিক ততটাই অস্বস্তিতে সানরাইজার্স হায়দরাবাদ। অর্ধেক লিগ অভিযান শেষে দু'দলের অবস্থান ছিল পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে। তবে দিল্লি তাদের শেষ ২ ম্যাচে জয় তুলে নেওয়ায় হায়দরাবাদের বিরুদ্ধে ঘরের মাঠের বাড়তি আ🤪ত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে। যদিও কাজে লাগেনি তাদের সেই আত্মবিশ্বাস। শেষমেশ ডেভিড ওয়ার্নাররা নিজেদের ডেরায় হার মানেন সানরাইজার্সের কাছে, যারা তাদের শেষ তিনটি ম্যাচ হেরে কোটলায় খেলতে নামে।
দিল্লিতে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে সানরাইজার্স হায়দরাবাদ। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিম♋য়ে ১৯৭ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। ঝোড়ো হাফಌ-সেঞ্চুরি করেন ওপেনার অভিষেক শর্মা ও উইকেটকিপার এনরিখ ক্লাসেন।
অভিষেক ৩৬ বলে ৬৭ রান করে মাঠ ছাড়েন। তিনি ১২টি চার ও ১টি ছক্কা মারেন। ক্লাসেন ২৭ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। তিনি ২টি চার ও ৪টি ছক্কা মারেন। এছাড়া মায়াঙ্ক আগরওয়াল ৫, রাহুল ত্রিপাঠী ১০, এডেন মার্করাম ൲৮, আব্দুল সামাদ ২৮ ও আকিল হোসেন অপরাজিত ১৬ রান করেন। খাতা খুলতে পারেননি হ্যারি ব্রুক।
দিল্লির হয়ে দুর্দান্ত বল করেন মিচেল মার্শ🦹। ৪ ওভার বল করে ১টি মেডেন-সহ মাত্র ২৭ রানের বিনিময়ে একাই ৪টি উইকেট দখল করেন তিনি। এছাড়া ইশ🐠ান্ত শর্মা ও অক্ষর প্যাটেল ১টি করে উইকেট উইকেট নেন। উইকেট পাননি এনরিখ নরকিয়া, মুকেশ কুমার ও কুলদীপ যাদব।
পালটা ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস শুরুতেই ডেভিড ওয়ার্নারের উইকেট হারিয়ে বসে। শূন্য রানে আউট হন দিল্লি দলনায়ক। তবে প্রাথমিক বিপর্যয় সামলে দলকে লড়াইয়ে ফেরান ফিল সল্ট ও মিচেল মার্শ। দুই তারকা ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি করে সাজঘরে ফেরার পরেই খেই হারায় দিল্লি। শেষমেশ নির্ধারিত ২০ ওভারে তারা ৬ উইকেট হ♛ারিয়ে ১৮৮ রানে থেমে যায়। ৯ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে হায়দরাবাদ।
আরও পড়ুন:- KKR vs GT: কালবৈশাখী নয়, বিজয় ঝড়ে তছনছ 🎶কেকেআরের সাজানো বাগান, ঘরের মাঠে হার কলকাত⛦ার
দিল্লির হয়ে মাত্র ২৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মিচেল মার্শ। তিনি শেষমেশ ১টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৩৯ 🌱বলে ৬৩ রান করে আউট হনဣ। এছাড়া ফিল সল্ট ৯টি বাউন্ডারির সাহায্যে ৩৫ বলে ৫৯ রান করে সাজঘরে ফেরেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।