আইꦆপিএলে দ্রুততম সেঞ্চুরি করা আনক্যাপড খেলোয়াড় আসন্ন আইপিএল-এর প্রথমার্ধে খেলতেই পারবেন না। ২০২৩ আইপিএল-এ আ🅠রসিবি দলের অংশ হতে পারবেন না তাদের অন্যতম সেরা তারকা। আইপিএল শুরু হওয়ার আগে বড় ধাক্কা খেয়েছে ব্যাঙ্গালোরের ফ্র্যাঞ্চাইজি। আইপিএলের ১৬তম আসর শুরু হতে এখন এক সপ্তাহেরও কম সময় বাকি রয়েছে। আসন্ন মরশুমের জন্য সব দলের বেশিরভাগ খেলোয়াড়ই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছেন।
তবে গত মরশুমের মতো 𝄹এবারও অনেক খেলোয়াড়কে আইপিএলে খেলতে দেখা যাবে না। বা অনেকেই পুরো মরশুম খেলতে পারবেন না। যা মরশুমের শুরুতে ফ্র্যাঞ্চাইজির জন্য ভালো খবর নয়। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দলও ইনজুরির সমস্যায় ভুগছে। জোশ হ্যাজেলউডের খেলা নিয়ে সংশয় থেকেই যায় দলের জন্য আরেকটি দুঃসংবাদ সামনে এসেছে। দলের মিডল অর্ডার ব্যাটসম্যান রজত পতিদারও চোট পেয়েছেন। শোনা যাচ্ছে টুর্নামেন্টের প্রথমার্ধ থেকে বাদ পড়তে পারেন তিনি।
আরও পড়ুন… প্লেয়াররা চেষ্টা ক🦹রে, ব্যর্থ হলে খুব বেশি সমালোচনা করবেন না- WPL দেখতে এসে নীরজের আর্জি
রজত পতিদার, যিনি আইপিএল ২০২২-এ ভালো পারফর্ম করেছিলেন। তাঁর আইপিএল ২০২৩-এর প্রথমার্ধে খেলা কঠিন বলে মনে করা হচ্ছে। গোড়ালির ইনজুরির 💝কারণে তাঁকে আইপিএলের দ্বিতীয়ার্ধে খেলতে দেখা যাবে না। রজত পাতিদারের বর্তমানে বেঙ্গালুরুর এনসিএ-তে পুনর্বাসন চলছে। ইএসপিএনক্রিকইনফো অনুসারে, রজত পতিদারকে আগামী তিন সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। এমআরআই স্ক্যানের পরে দ্বিতীয়ার্ধে তাঁর প্রাপ্যতা সম্পর্কে চিত্রটি পরিষ্কার হবে। শিবিরে যোগ দেওয়ার আগে পতিদারের চোট ছিল, তাই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যোগ দেওয়ার আগে তাঁকে এনসিএ থেকে ফিটনেস ছাড়পত্র নিতে হবে বলে শোনা গিয়েছিল।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের উইল জ্যাকস আইপিএল ২০২৩ শুরুꦏ হওয়ার আগে বাইরে চলে গিয়েছেন। চোট থেকে সেরে উঠছেন জোশ হ্যাজেলউড। এর মাঝে রজত পতিদারকে নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। যদিও হাসারাঙ্গা কিছু ম্যাচ খেলতে পারবেন না। আইপিএল ২০২৩ শুরুর ঠিক আগে RCB-এর জন্য খার𒀰াপ খবর সামনে আসছে। এই দলের তারকা ব্যাটসম্যান রজত পতিদার এই আইপিএলের প্রথমার্ধ থেকে ছিটকে যেতে পারেন গোড়ালির চোটের কারণে।
আরও পড়ুন… IPL 2023: প্রথম অনুশীলন ম্যাচ খে🍌লতে ইডেনে KKR, নতুন জার্সিতে মাঠে নামলেন শা✨র্দুল-রাসেলরা
রজত বর্তমানে বেঙ্গালুরুতে এনসিএ-তে পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছেন এবং তাকে আগামী তিন সপ্ত𒈔াহ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। এরপর তাঁকে ভালোভাবে পরীক্ষা করা হবে এবং 🎶তারপরই জানা যাবে তিনি আইপিএল খেলতে পারবেন কি না। এই সিরিজের জন্য রজত পতিদারের আরসিবি শিবিরে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই তিনি চোট পেয়েছিলেন। একই সঙ্গে দলে যোগ দেওয়ার আগে তাঁকে এনসিএ-র অনুমোদন লাগবে।
রজত পতিদারের অনুপস্থিতিতে আরসিবিকে তাদের ব্যাটিং কম্বিনেশন বিবেচনা করতে হবে। এটা হতে পারে যে বিরাট কোহলি ফ্🅷যাফ ডুপ্লেসি বা ফিন অ্যালেনের সঙ্গে ওপেন করবেন বা অনুজ রাওয়াত ডু প্লেসির সঙ্গে ওপেন করবেন। তিন নম্বরে বিরাট কোহলি ব্যাট করবেন। গত বছরের মেগা নিলামে পতিদারকে বাছাই করা হয়নি। তবে উইকেটরক্ষক লাভনিথ সিসোদিয়া আহত হওয়ার পর বদলি হিসেবে মরশুমের মাঝপথে স্কোয়াডে যোগ দেন তিনি। গত মরশুমে আইপিএলে আনক্যাপড ব্যাটসম্যান হিসেবে দ্রুততম সেঞ্চুরি করেন তিনি। তিনি ৪৯ বলে তাঁর সেঞ্চুরি পূর্ণ করেছিলেনন এবং সেই ম্যাচে ৫৪ বলে অপরাজিত ১১২ রানের ইনিংস খেলেছিলেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড ক🃏রার লিঙ্ক //htipad.oneli⛦nk.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।