ব❀্যর্থতায় তরুণ ক্রিকেটারদের আগলে রাখাই ভালো কোচেদের দস্তুর। রিকি পন্টিংও ব্যতিক্রমী নন। তবে দিল্লি ক্যাপিটালসের হেড কোচ পৃথ্বী শ-কে নিয়ে যে কথাগুলি বলেন, তাকে মৃদু গলায় তিরস্কারও বলা যায়। আসলে পন্টিং ফর্মের খোঁজে থাকা পৃথ্বী শ-র দুর্বলতার কথা ঢাক পিটিয়ে প্রচার করেন।
যদিও এমন কঠিন সময়ে পৃথ্বীর পাশে থাকার কথাও শোনা যায় রিকি পন্টিংয়ের মুখে। সব মিলিয় চলতি আইপিএলে হারের হ্যাটট্রিকের পඣ꧟রে দিল্লি শিবিরের পরিবেশ যে রীতিমতো থমথমে, সেটা বুঝে নিতে অসুবিধা হয় না।
লখনউ জায়ান্টসের কাছে অ্যাওয়ে ম্যাচে হার দিয়ে আইপিএল ২০২৩ অভিযান শুরু করে দিল্লি ক্যাপিটালস। পরে ঘরে✱র মাঠে তারা হারে গুজরাট টাইটানসের কাছে। নিজেদের তৃতীয় লিগ ম্যাচে রাজস্থান রয়্যালসের ডেরায় মাথা নোয়ান ডেভিড ওয়ার্নাররা।
ওপেনার পৃথ্বী শ তিনটি ম্যাচেই ব্যাট হাতে ডাহা ফেল। লখনউয়ের বিরুদ্ধে ১২ রান করে মার্ক উডের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন পৃথ্বী। গুজরাটের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ৭ রান করে শামির বলে জোসেফের হাতে ধরা পড়েন তিনি। রয়্যালসের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে খাতা খোলার আগেই বোল্টের বলে স্যামসনের দস্তা𓆉নায় ধরা পরেন শৃথ্বী। সুতরাং, তিন ম্যাচে দিল্লিꦚর তরুণ ওপেনারের সংগ্রহ সাকুল্যে ১৯ রান।
আরও পড়ুন:- GT vs KKR IPL 2023: চোট নাকি? নাইট ♏রাইডার্সের বিরুদ্ধে কেন মাঠে নামলেন না হার্দিক?
দিল্লি শুরুতেই উইকেট হারানোর ধাক্কা সামলে উঠতে পারেনি একটিও ম্যাচে। ফলে তাদের তিনটি ম্যাচই হেরে মাঠ ছাড়তে হয়। দিল্লির ধারাবাহিক পরাজয়ের জন্য একা পৃথ্বীর ব্যাটিং🎃 ব্যর্থতাকে দায়ি করা ঠিক নয়। কেন🌃না ওয়ার্নার ছাড়া দলের তেমন কেউই বড় রানের মুখ দেখেননি। তা সত্ত্বেও পন্টিংয়ের মুখে আলাদা করে পৃথ্বীর রান না পাওয়ার কথা শোনা যায়।
গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের কাছে পরাজিতꦬ হওয়ার পরে পৃথ্বীকে নিয়ে দিল্লি কোচের দাবি, বাঁ-হাতি পেসারদের বিরুদ🌊্ধে তরুণ ওপেনারের দুর্বলতার কথা নাকি সব দল জানে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।