করোনার জন্য গত কয়েক মরশুমে জাঁকজমকে কাটছাঁট করতে বাধ্য হয়েছিল বিসিসিআই। অবশেষে সব বিপত্তি এড়িয়ে চেনা মেজাজে ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। শুক্রবার উদ্বোধনী ম্যাচের আগে চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন বলিউড তারকারা। সঙ্গ𒊎ে রয়েছে অরিজিৎ সিংয়ের সম্মোহন। উদ্বোধনী অনুষ্ঠানের রেশ কাটার আগেই ব্যাট-বলের ধুমধ♛াড়াক্কা লড়াই উপহার দেবেন হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনিরা।
আপাতত দেখে নেওয়া যাক গুজরাট টাইটানস বনাম চেন্নাই সুপার কিংস আইপিএল ২০২৩-এর 🧸উদ্বোধনী ম্য়াচটি কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার। চোখ রাখা যাক দু'দলের স্কোয়াড ও উদ্ব꧒োধনী অনুষ্ঠানের যাবতীয় তথ্যে।
কবে অনুষ্ঠিত হবে গুজরাট টাইটানস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ:-
৩১ মার্চ, ২০২৩ (শুক্রবার)।
কোথায় অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের উদ্বোধনী ম্যাচ:-
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (আমদাবাদ)।
কখন শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের উদ্বোধনী অনুষ্ঠান:-
🧸সন্ধ্যা ৬টায় শুরু হবে 🎶আইপিএল ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে কারা পারফর্ম করবেন:-
আইপিএলের উদ্বো🐎ধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন রশ্মিকা মন্দানা, তাম♎ান্না ভাটিয়া ও অরিজিৎ সিং।
কখন শুরু হবে আইপিএলের উদ্বোধনী ম্যাচ:-
ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ম্💜যাচ। ট🍰স অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায়।
ভারতে কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার:-
ইন্ডি♎য়ান প্রিমিয়র লিগের ম্যাচগুলি স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচারিত হবে।
অনলাইনে কোথায় দেখবেন খেলা:-
আইপিএলের ম্যাচগুলি জিও সিনেমা অ্যাপে দেখা যাবে। এছাড়া গুজরাট টাইটানস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
গুজরাট টাইটানসের স্কোয়াড:-
অভিনব মনোহর, ডেভিড মিলার, কেন উইলিয়ামসন, সাই সুদর্শন, শুভমন গিল, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), ওডিন স্মিথ, রাহুল তেওয়াটিয়া, বিজয় শঙ্কর। ম্যাথিউ ওয়েড (উইকেটকিপার), কেএস ভরত (উইকেটকিপার), উর্ভিল প্যাটেল (উইকেটকিপার), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), আলজারি জোসেফ, দর্শন নালকান্ডে, জয়ন্ত যাদব, জোশ লিটল, মহম্মদ শামি, মোহিত শর্মা, নূর আহমেদ, প্রদীপ সাঙ্গওয়ান, রশিদ খান, সাই 🧸কিশোর, শিবম মাভি, যশ দয়াল।
চেন্নাই সুপার কিংসের স্কোয়াড:-
মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন ও উইকেটকিপার) রুতুরাজ গায়কোয়াড়, আম্বাতি রায়াড়ু, ডেভন কনওয়ে (উইকেটকিপার), অজিঙ্কা রাহানে, সুভ্রাংশু সেনাপতি, শেক রশিদ, রবীন্দ্র জাদেজা, 💦মইন আলি, মিচেল স্যান্টনার, শিবম দুবে, ডোয়েন প্রিটোরিয়াস, মাহিশ থিকসানা, রাজবর্ধন হাঙ্গার্গেকর, বেন স্টোকস, নিশান্ত সিন্ধু, অজয় মণ্ডল ও কে ভগত বর্মা, দীপক চাহার, তুষার দেশপান্ডে, প্রশান্ত সোলাঙ্কি, সিমরজিৎ সিং, মুকেশ চৌধরী, মাথিসা পথিরানা, সিসান্দা মাগালা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।