উপ্পলে সানরাইজার্স হায়দরাবাদের কাছে আরসিবি হেরে গেলে একসঙ্গে প্লে-অফের টিকিট নিশ্চিত হয়ে যেত চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার🐭 জায়ান্টসের। সেক্ষেত্রে মুম্বই ইন্ডিয়ান্সের উপর থেকেও চাপ কমত এবং বিপাকে পড়তেন বিরাট কোহলিরা। তবে আরসিবি দাপুটে জয় তুলে নিয়ে মুম্বইকে টপকে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে আসে। সেই সঙ্গে𒐪 তারা প্লে-অফের দৌড়ে অক্সিজেন সংগ্রহ করে নেয়।
আইপিএল ২০২৩-এর সংক্ষিপ্ত পয়েন্ট টেবিল:-১. গুজরাট- ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট (+০.৮৩৫)২. চেন্নাই- ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট (+০.৩৮১)৩. লখনউ- ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট (+০.৩০৪)৪. ব্যাঙ্গালোর- ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট (+০.১৮০)৫. মুম্বই- ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট (-০.১২৮)৬. রাজস্থান ১৩ ম্যাচে ১২ পয়েন্ট (+০.১৪০)৭. কলকাতা- ১৩ ম্যাচে ১২ পয়েন্ট (-০.২৫৬)৮. পঞ্জাব- ১৩ ম্যাচে ১২ পয়েন্ট (-০.৩০৮)৯. দিল্লি- ১৩ ম্যাচে ১০ পয়েন্ট (-০.৫৭২)১০. হায়দরাবাদ- ১৩ ম্যাচে ৮ পয়েন্ট (-০.৫৫৮)
কাদের কটি ম্যাচ বাকি:-১. গুজরাট- ১টি ( বনাম ব্যাঙ্গালোর)২. চেন্নাই- ১টি (বনাম দিল্লি)৩. লখনউ- ১টি (বনাম কলকাতা)৪. ব্যাঙ্গালোর- ১টি (বনাম গুজরাট)৫. মুম্বই- ১টি (বনাম হায়দরাবাদ)৬. রাজস্থান- ১টি (বনাম পঞ্জাব)৭. কলকাতা- ১টি (বনাম লখনউ)৮. পঞ্জাব- ১টি (বনাম রাজস্থান)৯. দিল্লি- ১টি (বনাম চেন্নাই)১০. হায়দরাবাদ- ১টি (বনাম মুম্বই)
প্লে-অফের দৌড়ে টিকে রইল কারা: গুজরাট টাইটানস প্রথম ও এখনও পর্যন্ত একমাত্র দল হিসেবে আইপিএল ২০২৩-এর প্লে-অফের টিকিটি নিশ্চিত করেছে। বাকি ৩টি জায়গার জন্য লড়াইয়ে এগিয়ে রয়েছে চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জায়ান্টস, আরসিবি ও মুম্বই ইন্ডিয়ান্স। এমনকি প্লে-অফের দৌড়েꦅ ভেসে রয়েছে রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংস।
কীভাবে প্লে-অফে উঠতে পারে চেন্নাই: নিজেদের শেষ লিগ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারালে 𒈔প্লে-অফের টিকিট নিশ্চিত চেন্নাইয়ের। ধোনিরা নিজেদের শেষ ম্যাচ হারলেও যদি মুম্বই ও আরসিবির মধ্যে কোনও একটি দল তাদের শেষ ম্যাচ হারে, তবে শেষ চারের টিকিট পকেটে পুরবে সিএসকে।
কীভাবে ছিটকে যেতে পারে চেন্নাই: সিএসকে নিজেদের শেষ ম্যাচ হারলে এবং লখনউ, মুম্বই ও আরসিবি তাদের শেষ ম্যাচ জিতলে বিদায় নিতে ♛হবে ধোনিদ🧜ের।
কীভাবে প্লে-অফে উঠতে পারে লখনউ: ক্রুণাল পান্ডিয়ারা নিজেদের শেষ ম্যাচে কলকাতাকে হারালেඣ তাদের শেষ🥀 চারের টিকিট নিশ্চিত। যদি লখনউ তাদের শেষ ম্যাচ হারে এবং মুম্বই ও আরসিবির মধ্যে কোনও একটি দল তাদের শেষ ম্যাচে পরাজিত হয়, তাহলেও প্লে-অফে চলে যাবে সুপার জায়ান্টস।
কীভাবে ছিটকে যেতে পারে লখনউ: কলকাতার কাছে নিজেদের শেষ ম্যাচে লখনউ হেরে গেলে এবং চেন্নাই, মুম্বই ও আরসিবি তাদের শেষ ম্যাচ জিতলে বিদায় নিতে হবে ক্রুণাল পান্ডিয়াদের🔴।
কীভাবে প্লে-অফে উঠতে পারে আরসিবি: ব্যাঙ্গালোর তাদের শেষ ম্যাচে গুজরাটকে হারালে এবং চেন্নাই, লখনউ ও মুম্বই𒁃য়ের মধ্যে কোনও একদল নিজেদের শেষ ম্যাচে হারলে প্লে-অফ𒐪 নিশ্চিত কোহলিদের। কোহলিরা নিজেদের শেষ ম্যাচ হারলে এবং মুম্বইও তাদের শেষ ম্যাচ হারলে নেট রান-রেটের নিরিখে একাধিক দলের সঙ্গে লড়াই চালাতে হতে পারে আরসিবিকে।
কীভাবে ছিটকে যেতে পারে আরসিবি: কোহলিরা তাদের শেষ ম্যাচ হারলে এবং মুম্বই যদি তাদের শেষ 🅘ম্যাচ জেতে, তবে বিদায় ন💃িশ্চিত ফ্যাফ ডু'প্লেসিদের।
কীভাবে প্লে-অফে উঠতে পারে মুম্বই: 🍷রোহিতরা তাদের শেষ ম্যাচে হায়দরাবাদকে হারালে এবং চেন্নাই, লখনউ ও আরসিবির মধ্যে কোনও একদল নিজেদের শেষ ম্যাচে হারলে প্লে-অফ নিশ্চিত মুম্বইয়ের। রোহিতরা নিজেদের শেষ ম্যাচ হারলে এবং আরসিবিও তাদের শেষ ম্যাচ হারলে নেট রান-রেটের নিরিখে একাধিক দলের সঙ্গে ল꧅ড়াই চালাতে হতে পারে মুম্বইকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।